সম্পাদকীয়
আমাদের দেশে যাঁরা দায়িত্বপূর্ণ পদে থাকেন, থাকেন নীতিনির্ধারণী পর্যায়ে—তাঁরা সাধারণত কখনো নিজের ভুল স্বীকার করেন না। তাঁদের কোনো কাজে অবহেলা বা গাফিলতি থাকে না। থাকে তুষ্টির কথা। সাফল্যের কথা। কোথাও কোনো সমস্যা নেই। সব ঠিক আছে।
এবার একটু ব্যতিক্রমী কথা শোনা গেল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কণ্ঠে। গত ২৯ এপ্রিল এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘জোরালোভাবেই বলতে চাই, স্বাস্থ্য খাতকে আমরা সেভাবে গুরুত্ব দেইনি। এ খাতকে অবহেলা করেছি। স্বাস্থ্য খাতকে গুরুত্ব না দেওয়ার ফল এই করোনাকালে আমরা পেয়েছি।’ মন্ত্রী অবশ্য ‘আমরা’ বলতে শুধু বাংলাদেশকে বোঝাননি। তিনি অন্যসব দেশকেও এর সঙ্গে যুক্ত করে বলেছেন, ‘শুধু আমরাই নই, কোনো দেশই স্বাস্থ্য খাতকে তেমনভাবে গুরুত্ব দেয়নি। করোনা মহামারিতে এসে সবাই এটা বুঝতে পারছে। আমরা কতটা অসহায়।’
স্বাস্থ্যমন্ত্রীর এসব কথার সঙ্গে দ্বিমত প্রকাশের সুযোগ কম। ঠিকই, শুধু আমাদের দেশ নয়, বড় বড় দেশগুলোর স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা অত্যন্ত প্রকটভাবে এবার নাগরিকদের সামনে এসেছে। তবে নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য অন্য দেশের দৃষ্টান্ত না দিয়ে এখন যেটা জরুরি সেটা হলো—আর অবহেলা নয়, স্বাস্থ্য খাতের দিকে এখনই আমাদের মনোযোগ দিতে হবে। কোথায় আমাদের ত্রুটি, কোথায় গাফিলতি বা অবহেলা, তা নিশ্চয়ই এর মধ্যেই আমরা বুঝতে বা চিহ্নিত করতে পেরেছি। সমস্যা বুঝতে পারলে সমাধান সহজ হয়ে যায়। আমরা আশা করব, স্বাস্থ্যমন্ত্রী তাঁর অবস্থানে থেকে ‘অবহেলা’ দূর করতে যথাযথ ভূমিকা রাখবেন।
মন্ত্রী বেশ ভালোভাবেই বলেছেন, ‘নভোযান পাঠানো হচ্ছে, মারণাস্ত্র তৈরি হচ্ছে। অথচ চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, এমন একটা শত্রুর কাছে আজ দেশ পৃথিবী আক্রান্ত।’ স্বাস্থ্য খাতে দেশ পিছিয়ে আছে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। মন্ত্রী হিসেবে জাহিদ মালেক খুব প্রশংসিত বলে মনে হয় না। তাঁর ব্যক্তিগত কোনো ‘অবহেলা’ স্বাস্থ্য খাতকে দুর্বল বা আক্রান্ত করেছে কি না, সে বিষয়টিও তিনি বিবেচনায় নিলে ভালো করবেন।
নতুন অর্থবছরের বাজেট ঘোষণা হবে অল্প কয়েক দিন পরই। আমরা বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ যেমন বেশি দেখতে চাই, তেমনি স্বাস্থ্য খাতকে আরও দক্ষ এবং গতিশীল করার মাধ্যমে বরাদ্দ অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করার দাবিও জানাই। সব ধরনের দুর্নীতি-অপচয় বন্ধ করতে না পারলে আসলে প্রকৃত ‘অবহেলা’ দূর হবে না।
আমাদের দেশে যাঁরা দায়িত্বপূর্ণ পদে থাকেন, থাকেন নীতিনির্ধারণী পর্যায়ে—তাঁরা সাধারণত কখনো নিজের ভুল স্বীকার করেন না। তাঁদের কোনো কাজে অবহেলা বা গাফিলতি থাকে না। থাকে তুষ্টির কথা। সাফল্যের কথা। কোথাও কোনো সমস্যা নেই। সব ঠিক আছে।
এবার একটু ব্যতিক্রমী কথা শোনা গেল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কণ্ঠে। গত ২৯ এপ্রিল এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘জোরালোভাবেই বলতে চাই, স্বাস্থ্য খাতকে আমরা সেভাবে গুরুত্ব দেইনি। এ খাতকে অবহেলা করেছি। স্বাস্থ্য খাতকে গুরুত্ব না দেওয়ার ফল এই করোনাকালে আমরা পেয়েছি।’ মন্ত্রী অবশ্য ‘আমরা’ বলতে শুধু বাংলাদেশকে বোঝাননি। তিনি অন্যসব দেশকেও এর সঙ্গে যুক্ত করে বলেছেন, ‘শুধু আমরাই নই, কোনো দেশই স্বাস্থ্য খাতকে তেমনভাবে গুরুত্ব দেয়নি। করোনা মহামারিতে এসে সবাই এটা বুঝতে পারছে। আমরা কতটা অসহায়।’
স্বাস্থ্যমন্ত্রীর এসব কথার সঙ্গে দ্বিমত প্রকাশের সুযোগ কম। ঠিকই, শুধু আমাদের দেশ নয়, বড় বড় দেশগুলোর স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা অত্যন্ত প্রকটভাবে এবার নাগরিকদের সামনে এসেছে। তবে নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য অন্য দেশের দৃষ্টান্ত না দিয়ে এখন যেটা জরুরি সেটা হলো—আর অবহেলা নয়, স্বাস্থ্য খাতের দিকে এখনই আমাদের মনোযোগ দিতে হবে। কোথায় আমাদের ত্রুটি, কোথায় গাফিলতি বা অবহেলা, তা নিশ্চয়ই এর মধ্যেই আমরা বুঝতে বা চিহ্নিত করতে পেরেছি। সমস্যা বুঝতে পারলে সমাধান সহজ হয়ে যায়। আমরা আশা করব, স্বাস্থ্যমন্ত্রী তাঁর অবস্থানে থেকে ‘অবহেলা’ দূর করতে যথাযথ ভূমিকা রাখবেন।
মন্ত্রী বেশ ভালোভাবেই বলেছেন, ‘নভোযান পাঠানো হচ্ছে, মারণাস্ত্র তৈরি হচ্ছে। অথচ চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, এমন একটা শত্রুর কাছে আজ দেশ পৃথিবী আক্রান্ত।’ স্বাস্থ্য খাতে দেশ পিছিয়ে আছে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। মন্ত্রী হিসেবে জাহিদ মালেক খুব প্রশংসিত বলে মনে হয় না। তাঁর ব্যক্তিগত কোনো ‘অবহেলা’ স্বাস্থ্য খাতকে দুর্বল বা আক্রান্ত করেছে কি না, সে বিষয়টিও তিনি বিবেচনায় নিলে ভালো করবেন।
নতুন অর্থবছরের বাজেট ঘোষণা হবে অল্প কয়েক দিন পরই। আমরা বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ যেমন বেশি দেখতে চাই, তেমনি স্বাস্থ্য খাতকে আরও দক্ষ এবং গতিশীল করার মাধ্যমে বরাদ্দ অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করার দাবিও জানাই। সব ধরনের দুর্নীতি-অপচয় বন্ধ করতে না পারলে আসলে প্রকৃত ‘অবহেলা’ দূর হবে না।
বিতর্ক যাঁর নিত্যসঙ্গী, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়ী থেকে রাষ্ট্রনায়ক বনে যাওয়া আশি ছুঁই ছুঁই এই ব্যক্তি এমন সব কর্মকাণ্ড করছেন, যেগুলো মার্কিন প্রেসিডেন্টদের চর্চিত ধ্রুপদি সংস্কৃতির সঙ্গে বেমানান। ট্রাম্প এমন অনেক নীতি গ্রহণ করছেন, যেগুলো যুক্তরাষ্ট্র বা তাঁর ঘোষিত লক্ষ্যের
১ দিন আগেদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর। আয়তন ১২৬ বর্গকিলোমিটার। হাওরের অবস্থান সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলায়। এই হাওর শুধু মিঠাপানির জলাভূমিই নয়; নয়নাভিরাম এবং জীববৈচিত্র্যের অন্যতম আধার। এ ছাড়া হাজার হাজার মানুষের জীবিকার উৎসস্থল এই হাওর।
১ দিন আগেবাংলাদেশে মাছ ধরতে জেলেরা এখন প্রাচীন পদ্ধতি আর ব্যবহার করছেন না। প্রায়ই দেখা যাচ্ছে বিষ প্রয়োগে মাছ শিকারের খবর। জেলেরা এক ধরনের অ্যালুমিনিয়াম ফসফাইড বা গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার করছেন। এই ট্যাবলেট অত্যন্ত ক্ষতিকর। কেননা, এটি পানিতে ফেললে জলে থাকা সব মাছ তো মারা যায়ই, সঙ্গে মাটির নিচের মাছগুলোও
১ দিন আগেচুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা—এই প্রবাদকে সত্যে পরিণত করেছেন জনৈক চোর। মাওলানা ভাসানী সেতুর সড়কবাতির তার চুরি করার পর এবার তিনি চুরি করেছেন শতাধিক রিফ্লেক্টর লাইট। পাঠক, আপনাদের নিশ্চয়ই মনে আছে ২৫ আগস্ট, সোমবার আমরা গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত এই সেতুর তার চুরির প্রতিবেদন
১ দিন আগে