ড. এ এন এম মাসউদুর রহমান
মানুষের মধ্যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত মুহাম্মদ (সা.)। রাসুল (সা.)-এর মুখনিঃসৃত সব বাণী, কৃতকর্ম ও মৌন সম্মতিকে হাদিস বলে। এ ছাড়া সাহাবি ও তাবিঈগণের বাণীকেও হাদিস নামে অভিহিত করা হয়। হাদিস ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস।
মহানবীর সময়কাল থেকে সাহাবিরা বিভিন্ন পদ্ধতিতে হাদিস সংগ্রহ ও সংরক্ষণ করতেন। যেমন হজরত আনাস (রা.) বলেন, আমরা মহানবীর (সা.) কাছে থাকতাম এবং হাদিস শুনতাম। তিনি যখন সভা ত্যাগ করতেন, তখন আমরা পরস্পর শোনা হাদিসের পুনরাবৃত্তি করতাম এবং মুখস্থ করতাম।
মহানবী (সা.) প্রাথমিক একবার হাদিস লিখতে নিষেধ করেছিলেন। তিনি বলেন, ‘তোমরা কোরআন ছাড়া অন্য কিছু লিপিবদ্ধ করবে না। যদি করে থাকো তবে তা মুছে ফেলবে (মুসলিম)। হজরত আবু সাঈদ খুদরি (রা.) বলেন, ‘একদা আমি হাদিস লেখার ব্যাপারে মহানবীর (সা.) কাছে অনুমতি প্রার্থনা করলাম। কিন্তু তিনি আমাকে অনুমতি প্রদান করেননি।’ (আস-সুন্নাহ) এসব নিষেধাজ্ঞার কারণে সাহাবিরা হাদিস লেখা বাদ দিয়ে কেবল মুখস্থ করে সংরক্ষণ করতেন। মক্কা বিজয়ের পর মহানবী (সা.) যখন উপস্থিত জনতার উদ্দেশে ভাষণ দেন, তখন আবু শাহ নামে ইয়ামেনের এক সাহাবি সেই বক্তব্য লিখে নেওয়ার জন্য তাঁর অনুমতি চান। তিনি অনুমতি দেন।
মহানবী (সা.)-এর ইন্তিকালের পর সাহাবিদের যুগ শুরু হয়। এ যুগে বিশ্বের বিভিন্ন দিকে ইসলামের বিস্তৃতি ঘটে। সাহাবিরা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন এবং স্থায়ী বসতি স্থাপন করেন। তাঁদের চেষ্টায় অনেক মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে শুরু করেন।
হজরত আয়েশা (রা.) ছিলেন যুগশ্রেষ্ঠ ইসলামি আইনবিদ ও হাদিসবিশারদ। তাঁকে কেন্দ্র করে ওহি অবতীর্ণ হয়েছে এবং তায়াম্মুমের বিধান ফরজ হয়েছে। তিনি দুই হাজারের বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি মাহনবী (সা.)-এর প্রিয় সহধর্মিণী হওয়ায় অনেক হাদিস সম্পর্কে অবগত হওয়ার সুযোগ লাভ করেছিলেন।
হাদিস প্রচার ও প্রসারে প্রসিদ্ধ হলেন হজরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রা.)। তিনি ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেন এবং মহানবী (সা.)-এর সান্নিধ্য লাভে সর্বদা তাঁর খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি হাবশা ও মদিনায় হিজরত করেন এবং মহানবী (সা.)-এর সঙ্গে বদর, উহুদ, খন্দকসহ ইসলামের সব যুদ্ধে অংশ নেন। তিনি নবী পরিবারের সঙ্গে এতই ঘনিষ্ঠ ছিলেন যে তাঁদের কোনো পারিবারিক আলোচনায়ও তিনি অংশ নিতেন।
হাদিস প্রচার ও প্রসারে প্রসিদ্ধ ছিলেন হজরত আব্দুল্লাহ ইবন উমর (রা.)। তিনি দীর্ঘকাল যাবৎ মহানবী (সা.)-এর সঙ্গ লাভ করায় তাঁর অধিকাংশ আমল প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। এ জন্য তিনি হাদিস বর্ণনাকারী সাহাবিগণের মধ্যে বিশেষ মর্যাদা লাভ করেন।
হাদিস প্রচার ও প্রসারে প্রসিদ্ধ ছিলেন হজরত আবুদ দারদা (রা.)। মদিনা হিজরতের পর যেসব লোক মহানবী (সা.) এবং তাঁর সাহাবিদের সাহায্য করেছিলেন, তাঁরা ইসলামের ইতিহাসে আনসার নামে পরিচিত। হিজরতের পর মহানবী (সা.) আবুদ দারদা ও সালমান ফারেসিকে (রা.) ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেন। আবুদ দারদা (রা.) সাহাবিগণের মধ্যে ফিক্হ বা ইসলামি আইনশাস্ত্রে পারদর্শী ছিলেন। হাদিস প্রচার ও প্রসারে হজরত আবু হুরায়রার (রা.) অবদান অপরিসীম। ইসলাম গ্রহণের আগে তাঁর নাম ছিল আবদে শামস। ইসলাম গ্রহণের পর তাঁর নাম রাখা হয় আব্দুর রহমান। আবু হুরায়রা ছিল তাঁর উপনাম। তিনি প্রায় ছয় হাজার হাদিস বর্ণনা করেন।
লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
মানুষের মধ্যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত মুহাম্মদ (সা.)। রাসুল (সা.)-এর মুখনিঃসৃত সব বাণী, কৃতকর্ম ও মৌন সম্মতিকে হাদিস বলে। এ ছাড়া সাহাবি ও তাবিঈগণের বাণীকেও হাদিস নামে অভিহিত করা হয়। হাদিস ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস।
মহানবীর সময়কাল থেকে সাহাবিরা বিভিন্ন পদ্ধতিতে হাদিস সংগ্রহ ও সংরক্ষণ করতেন। যেমন হজরত আনাস (রা.) বলেন, আমরা মহানবীর (সা.) কাছে থাকতাম এবং হাদিস শুনতাম। তিনি যখন সভা ত্যাগ করতেন, তখন আমরা পরস্পর শোনা হাদিসের পুনরাবৃত্তি করতাম এবং মুখস্থ করতাম।
মহানবী (সা.) প্রাথমিক একবার হাদিস লিখতে নিষেধ করেছিলেন। তিনি বলেন, ‘তোমরা কোরআন ছাড়া অন্য কিছু লিপিবদ্ধ করবে না। যদি করে থাকো তবে তা মুছে ফেলবে (মুসলিম)। হজরত আবু সাঈদ খুদরি (রা.) বলেন, ‘একদা আমি হাদিস লেখার ব্যাপারে মহানবীর (সা.) কাছে অনুমতি প্রার্থনা করলাম। কিন্তু তিনি আমাকে অনুমতি প্রদান করেননি।’ (আস-সুন্নাহ) এসব নিষেধাজ্ঞার কারণে সাহাবিরা হাদিস লেখা বাদ দিয়ে কেবল মুখস্থ করে সংরক্ষণ করতেন। মক্কা বিজয়ের পর মহানবী (সা.) যখন উপস্থিত জনতার উদ্দেশে ভাষণ দেন, তখন আবু শাহ নামে ইয়ামেনের এক সাহাবি সেই বক্তব্য লিখে নেওয়ার জন্য তাঁর অনুমতি চান। তিনি অনুমতি দেন।
মহানবী (সা.)-এর ইন্তিকালের পর সাহাবিদের যুগ শুরু হয়। এ যুগে বিশ্বের বিভিন্ন দিকে ইসলামের বিস্তৃতি ঘটে। সাহাবিরা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন এবং স্থায়ী বসতি স্থাপন করেন। তাঁদের চেষ্টায় অনেক মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে শুরু করেন।
হজরত আয়েশা (রা.) ছিলেন যুগশ্রেষ্ঠ ইসলামি আইনবিদ ও হাদিসবিশারদ। তাঁকে কেন্দ্র করে ওহি অবতীর্ণ হয়েছে এবং তায়াম্মুমের বিধান ফরজ হয়েছে। তিনি দুই হাজারের বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি মাহনবী (সা.)-এর প্রিয় সহধর্মিণী হওয়ায় অনেক হাদিস সম্পর্কে অবগত হওয়ার সুযোগ লাভ করেছিলেন।
হাদিস প্রচার ও প্রসারে প্রসিদ্ধ হলেন হজরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রা.)। তিনি ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেন এবং মহানবী (সা.)-এর সান্নিধ্য লাভে সর্বদা তাঁর খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি হাবশা ও মদিনায় হিজরত করেন এবং মহানবী (সা.)-এর সঙ্গে বদর, উহুদ, খন্দকসহ ইসলামের সব যুদ্ধে অংশ নেন। তিনি নবী পরিবারের সঙ্গে এতই ঘনিষ্ঠ ছিলেন যে তাঁদের কোনো পারিবারিক আলোচনায়ও তিনি অংশ নিতেন।
হাদিস প্রচার ও প্রসারে প্রসিদ্ধ ছিলেন হজরত আব্দুল্লাহ ইবন উমর (রা.)। তিনি দীর্ঘকাল যাবৎ মহানবী (সা.)-এর সঙ্গ লাভ করায় তাঁর অধিকাংশ আমল প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। এ জন্য তিনি হাদিস বর্ণনাকারী সাহাবিগণের মধ্যে বিশেষ মর্যাদা লাভ করেন।
হাদিস প্রচার ও প্রসারে প্রসিদ্ধ ছিলেন হজরত আবুদ দারদা (রা.)। মদিনা হিজরতের পর যেসব লোক মহানবী (সা.) এবং তাঁর সাহাবিদের সাহায্য করেছিলেন, তাঁরা ইসলামের ইতিহাসে আনসার নামে পরিচিত। হিজরতের পর মহানবী (সা.) আবুদ দারদা ও সালমান ফারেসিকে (রা.) ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেন। আবুদ দারদা (রা.) সাহাবিগণের মধ্যে ফিক্হ বা ইসলামি আইনশাস্ত্রে পারদর্শী ছিলেন। হাদিস প্রচার ও প্রসারে হজরত আবু হুরায়রার (রা.) অবদান অপরিসীম। ইসলাম গ্রহণের আগে তাঁর নাম ছিল আবদে শামস। ইসলাম গ্রহণের পর তাঁর নাম রাখা হয় আব্দুর রহমান। আবু হুরায়রা ছিল তাঁর উপনাম। তিনি প্রায় ছয় হাজার হাদিস বর্ণনা করেন।
লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বয়ং একাধিকবার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন এমন এক আবহে অনুষ্ঠিত হবে যে তা শুধু দেশে নয়, সারা পৃথিবীতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সর্বজনে গ্রহণযোগ্য নির্বাচনের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা তাঁর নিজের এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে
১৫ ঘণ্টা আগেসোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫। আস্থা আছে কি না, স্বপ্রণোদিত হয়ে যাচাই করতে গিয়ে বিপাকে পড়েন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সংসদে ১৯৪ জন সংসদ সদস্য তাঁর ওপর আস্থা জানিয়ে ভোট দিলেও ৩৬৪ জন তাঁকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। উল্লেখ্য, ফ্রান্সের আইনপ্রণেতা হচ্ছেন মোট ৫৭৭ জন। ফলে মাত্র ৯ মাস ক্ষমতায়
১৫ ঘণ্টা আগেসময় এখন অদ্ভুত এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মানুষ তার হাজার বছরের ইতিহাসে অনেক বিপ্লবের সাক্ষী হয়েছে—কৃষি, শিল্প, তথ্যপ্রযুক্তি। প্রতিটি বিপ্লব আমাদের জীবনধারায় গভীর পরিবর্তন এনেছে, কেউ কেউ পেছনে পড়ে গেছে, কেউ সামনের সারিতে উঠে এসেছে। কিন্তু এইবার যা আসছে, তা হয়তো আর কাউকে কেবল পেছনেই ফেলবে না; বরং মানুষক
১৫ ঘণ্টা আগেবাংলাদেশে ১৯৭২ থেকে ২০২২ সাল পর্যন্ত কীটনাশক ব্যবহারের পরিমাণ প্রায় ১০ গুণ বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। আজকের পত্রিকায় ১০ সেপ্টেম্বর প্রকাশিত ‘সেন্টার ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনাল’ (ক্যাবি) আয়োজিত এক কর্মশালায় এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।
১৬ ঘণ্টা আগে