Ajker Patrika

নতুন চিন্তা, নতুন বিশ্বাস

ড. এমদাদুল হক
নতুন চিন্তা, নতুন বিশ্বাস

কম্পিউটার প্রায়ই হ্যাং হয়ে যায়, গতি খুব ধীর, নিজেই বারবার রিস্টার্ট হয়, ঠিকমতো কাজ করে না। শরীর ভালোই। অপারেটিং সিস্টেমে গণ্ডগোল। সুতরাং নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করা জরুরি হয়ে পড়েছে। সিস্টেমে গণ্ডগোল না থাকলেও আপডেট ভার্সন ইনস্টল করতে হয়। নতুন সফটওয়্যারে কাজ করা শিখতে হয়। নতুন কিছু শেখা তো কষ্টই। কষ্ট ছাড়া কি কেষ্ট মেলে!

জীবন এমনই।

কয়েক দিন ধরে আপনার কি খুব খারাপ লাগছে? কোনো কাজে মন বসছে না! নানা জায়গায় ঘুরে প্রতারিত হয়েছেন? লক্ষ্যের দিকে একটুও অগ্রসর হতে পারছেন না? প্রশ্ন জাগছে? এত দিনের লালিত বিশ্বাস ভেঙে যাচ্ছে? বাপদাদার ধর্ম ভুয়া মনে হচ্ছে? আপনি কি হতাশ? বিষণ্ণ?

খুব ভালো।

আমারও এমন হয়েছিল। অপারেটিং সিস্টেম বদলে ফেলেছি। সব ঠিক হয়ে গেছে। এখন একদম ফ্রেস অ্যান্ড নিউ। প্রতিদিন। প্রতিটি ক্ষণ।
আপনার অপারেটিং সিস্টেম বদলে ফেলার সময় এসেছে।

অতীত বাদ দিন। পাঁচ মিনিট আগের কথাও অতীত।

নতুন চিন্তা, নতুন বিশ্বাস নিয়ে নতুনভাবে জীবন শুরু করা সর্বদাই সম্ভব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত