একে অপরের হেফাজতে থাকা জেলেদের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়ায় হস্তান্তর করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। গতকাল বৃহস্পতিবার দুই দেশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এমন পদক্ষেপ নেওয়া হলো।
বাংলাদেশ সরকারের বরাতে জানা গেছে, ৫ জানুয়ারি (রোববার) ৯৫ জন ভারতীয় জেলেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। এর পরপরই ভারতও জানিয়েছে, তারা একই দিনে ৯০ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দেবে।
দ্য হিন্দুর প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, উভয় পক্ষের জেলেদের এবং তাঁদের নৌকাগুলোর পারস্পরিক বিনিময়ের বিষয়ে মানবিক ও জীবন–জীবিকা বিবেচনায় উভয় পক্ষ সম্মত হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে, বেশ কয়েকজন ভারতীয় জেলেকে বাংলাদেশ কর্তৃপক্ষ আটক করেছে। তাঁরা অসাবধানতাবশত আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের সীমায় প্রবেশ করেছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, একই পরিস্থিতিতে বেশ কয়েকজন বাংলাদেশি জেলেকেও ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছে। আজ শুক্রবার সকালে ৯৫ জন ভারতীয় জেলেকে বাংলাদেশ কর্তৃপক্ষ বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে। আর ৫ জানুয়ারি ভারতীয় কোস্ট গার্ডের কাছে তাঁদের হস্তান্তর করবে। একই দিনে ৯০ জন বাংলাদেশি জেলেকেও মুক্তি দেওয়া হবে এবং উভয় দেশের কোস্ট গার্ড কর্তৃপক্ষের মধ্যে সাগরে একটি পারস্পরিক মুক্তি ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
জেলেদের বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৯৫ জন ভারতীয় জেলে এবং ৯০ জন বাংলাদেশি জেলের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়া বৃহস্পতিবার (২ জানুয়ারি) শুরু হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ড ৯৫ জন ভারতীয় জেলে/ক্রু সদস্যদের ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর এবং ৯০ জন বাংলাদেশি জেলে/ক্রু সদস্যদের গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া, ভারতে আটক দুটি বাংলাদেশি মাছ ধরার নৌকা এবং বাংলাদেশে আটক ছয়টি ভারতীয় মাছ ধরার নৌকাও দুই কোস্ট গার্ডের মধ্যে বিনিময় করা হবে।
একে অপরের হেফাজতে থাকা জেলেদের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়ায় হস্তান্তর করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। গতকাল বৃহস্পতিবার দুই দেশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এমন পদক্ষেপ নেওয়া হলো।
বাংলাদেশ সরকারের বরাতে জানা গেছে, ৫ জানুয়ারি (রোববার) ৯৫ জন ভারতীয় জেলেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। এর পরপরই ভারতও জানিয়েছে, তারা একই দিনে ৯০ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দেবে।
দ্য হিন্দুর প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, উভয় পক্ষের জেলেদের এবং তাঁদের নৌকাগুলোর পারস্পরিক বিনিময়ের বিষয়ে মানবিক ও জীবন–জীবিকা বিবেচনায় উভয় পক্ষ সম্মত হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে, বেশ কয়েকজন ভারতীয় জেলেকে বাংলাদেশ কর্তৃপক্ষ আটক করেছে। তাঁরা অসাবধানতাবশত আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের সীমায় প্রবেশ করেছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, একই পরিস্থিতিতে বেশ কয়েকজন বাংলাদেশি জেলেকেও ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছে। আজ শুক্রবার সকালে ৯৫ জন ভারতীয় জেলেকে বাংলাদেশ কর্তৃপক্ষ বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে। আর ৫ জানুয়ারি ভারতীয় কোস্ট গার্ডের কাছে তাঁদের হস্তান্তর করবে। একই দিনে ৯০ জন বাংলাদেশি জেলেকেও মুক্তি দেওয়া হবে এবং উভয় দেশের কোস্ট গার্ড কর্তৃপক্ষের মধ্যে সাগরে একটি পারস্পরিক মুক্তি ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
জেলেদের বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৯৫ জন ভারতীয় জেলে এবং ৯০ জন বাংলাদেশি জেলের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়া বৃহস্পতিবার (২ জানুয়ারি) শুরু হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ড ৯৫ জন ভারতীয় জেলে/ক্রু সদস্যদের ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর এবং ৯০ জন বাংলাদেশি জেলে/ক্রু সদস্যদের গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া, ভারতে আটক দুটি বাংলাদেশি মাছ ধরার নৌকা এবং বাংলাদেশে আটক ছয়টি ভারতীয় মাছ ধরার নৌকাও দুই কোস্ট গার্ডের মধ্যে বিনিময় করা হবে।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যাসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় এক হাজারের বেশি পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত সাবেক আইজিসহ পুলিশের ৬৩ জন সদস্য গ্রেপ্তার হয়ে
৫ ঘণ্টা আগেআকাশে যেন দুর্যোগের মেঘ। বিপদ হেঁটে চলেছে পাশ ঘেঁষে, আর অল্পের জন্য রক্ষা পেয়ে যাচ্ছে বিমান। উড়ন্ত উড়োজাহাজে যেভাবে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
৫ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার
৫ ঘণ্টা আগেফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
৮ ঘণ্টা আগে