নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘সরকার পতনের দিন গত বছরের ৫ আগস্ট বেলা ২টার পর ছাত্র-জনতা মিছিল বের করে। আশুলিয়ার থানার সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় পুলিশ গুলি করে। বিকেল সাড়ে ৪টার সময় পুলিশ-সেনাবাহিনীর গাড়ি দিয়ে গুলি করতে করতে চলে যায়। লাশগুলো থানার সামনে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং কেউ রাতের বেলা বাইপাইল মসজিদের সামনে রেখে আসে। আমরা সন্ধ্যা পর্যন্ত ওই জায়গাতেই থাকি। রাতে বাসায় চলে যাই।’
জুলাই-আগস্টের আন্দোলনে আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দিতে এসব কথা বলেন ভাঙারি ব্যবসায়ী মতিবর রহমান ওরফে বুইদ্দা। আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই সাক্ষ্য গ্রহণ করা হয়।
মতিবর রহমান বলেন, ‘গত বছরের ৬ আগস্ট দুপুর ১২টার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসেন এবং বেলা ২টার সময় সেনাবাহিনী আসে। ৬টি লাশ গাড়ি থেকে বের করে পলিথিনে প্যাকেট করি এবং জানাজা পড়াই। ৪টি লাশের মোবাইল নম্বর পাওয়া যায় এবং তাঁদের অভিভাবকদেরকে ফোন করা হলে তাঁরা এসে লাশ নিয়ে যান। ২টি লাশের অভিভাবকদের পাওয়া যায়নি। ওই ২টি লাশ আমতলা কবরস্থানে দাফন করি। এক দিন পর আবুলের স্ত্রী হলুদ গেঞ্জি ও লুঙ্গি পরা কোনো লাশ দাফন করেছি কি না, জিজ্ঞাসা করলে আমি বলি, হলুদ গেঞ্জি ও লুঙ্গি পরা একটি লাশ পেয়েছি এবং দাফন করেছি।’
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সপ্তম সাক্ষী ফল ব্যবসায়ী শফিকুল ইসলাম তাঁর জবানবন্দিতে বলেন, ‘গত বছরের ৪ আগস্ট সকাল ১০-১১টার দিকে বাইপাইল থেকে পল্লী বিদ্যুতের দিকে মিছিল নিয়ে যাই। সেখানে যাওয়ার পর দেখি স্থানীয় এমপি সাইফুলের ক্যাডার বাহিনী অবস্থান করছে। তারা সেখান থেকে এলোপাতাড়ি গুলি করতে থাকে এবং বিভিন্ন অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। আমরা তখন বাইপাইলের দিকে ফেরত আসতে থাকি। তখন তারা আমাদের দিকে গুলি ছুড়তে থাকে। দুপুর ১২-১টা পর্যন্ত গুলি ছুড়তে থাকে। সেখানে একজন আন্দোলনকারী মারা যান এবং অনেকে আহত হন।’
ফল ব্যবসায়ী শফিকুল আরও বলেন, ‘গত বছরের ৫ আগস্ট আমরা বাইপাইল থেকে নবীনগরের দিকে যেতে থাকি। যাওয়ার পথে পল্লী বিদ্যুৎ এলাকায় এমপি সাইফুল তার সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে অবস্থান করে। এমপি সাইফুলের ক্যাডার বাহিনী ও পুলিশ একত্র হয়ে বাইপাইল এলাকায় এসে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। তাতে প্রায় ২০-২৫ জন ছাত্র-জনতা নিহত হন এবং অনেকে আহত হন। সেখানে আমরা সন্ধ্যা পর্যন্ত অবস্থান করি।’
‘সরকার পতনের দিন গত বছরের ৫ আগস্ট বেলা ২টার পর ছাত্র-জনতা মিছিল বের করে। আশুলিয়ার থানার সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় পুলিশ গুলি করে। বিকেল সাড়ে ৪টার সময় পুলিশ-সেনাবাহিনীর গাড়ি দিয়ে গুলি করতে করতে চলে যায়। লাশগুলো থানার সামনে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং কেউ রাতের বেলা বাইপাইল মসজিদের সামনে রেখে আসে। আমরা সন্ধ্যা পর্যন্ত ওই জায়গাতেই থাকি। রাতে বাসায় চলে যাই।’
জুলাই-আগস্টের আন্দোলনে আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দিতে এসব কথা বলেন ভাঙারি ব্যবসায়ী মতিবর রহমান ওরফে বুইদ্দা। আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই সাক্ষ্য গ্রহণ করা হয়।
মতিবর রহমান বলেন, ‘গত বছরের ৬ আগস্ট দুপুর ১২টার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসেন এবং বেলা ২টার সময় সেনাবাহিনী আসে। ৬টি লাশ গাড়ি থেকে বের করে পলিথিনে প্যাকেট করি এবং জানাজা পড়াই। ৪টি লাশের মোবাইল নম্বর পাওয়া যায় এবং তাঁদের অভিভাবকদেরকে ফোন করা হলে তাঁরা এসে লাশ নিয়ে যান। ২টি লাশের অভিভাবকদের পাওয়া যায়নি। ওই ২টি লাশ আমতলা কবরস্থানে দাফন করি। এক দিন পর আবুলের স্ত্রী হলুদ গেঞ্জি ও লুঙ্গি পরা কোনো লাশ দাফন করেছি কি না, জিজ্ঞাসা করলে আমি বলি, হলুদ গেঞ্জি ও লুঙ্গি পরা একটি লাশ পেয়েছি এবং দাফন করেছি।’
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সপ্তম সাক্ষী ফল ব্যবসায়ী শফিকুল ইসলাম তাঁর জবানবন্দিতে বলেন, ‘গত বছরের ৪ আগস্ট সকাল ১০-১১টার দিকে বাইপাইল থেকে পল্লী বিদ্যুতের দিকে মিছিল নিয়ে যাই। সেখানে যাওয়ার পর দেখি স্থানীয় এমপি সাইফুলের ক্যাডার বাহিনী অবস্থান করছে। তারা সেখান থেকে এলোপাতাড়ি গুলি করতে থাকে এবং বিভিন্ন অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। আমরা তখন বাইপাইলের দিকে ফেরত আসতে থাকি। তখন তারা আমাদের দিকে গুলি ছুড়তে থাকে। দুপুর ১২-১টা পর্যন্ত গুলি ছুড়তে থাকে। সেখানে একজন আন্দোলনকারী মারা যান এবং অনেকে আহত হন।’
ফল ব্যবসায়ী শফিকুল আরও বলেন, ‘গত বছরের ৫ আগস্ট আমরা বাইপাইল থেকে নবীনগরের দিকে যেতে থাকি। যাওয়ার পথে পল্লী বিদ্যুৎ এলাকায় এমপি সাইফুল তার সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে অবস্থান করে। এমপি সাইফুলের ক্যাডার বাহিনী ও পুলিশ একত্র হয়ে বাইপাইল এলাকায় এসে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। তাতে প্রায় ২০-২৫ জন ছাত্র-জনতা নিহত হন এবং অনেকে আহত হন। সেখানে আমরা সন্ধ্যা পর্যন্ত অবস্থান করি।’
অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভিভিআইপি প্রবেশাধিকার ও রাজনৈতিক নেতাদের জন্য নিরাপত্তা সহায়তা অব্যাহত রাখার আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে।
১ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের সাধারণ আসনে ৩৩ শতাংশ নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়া এবং দলীয় ও স্বতন্ত্র নারী প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের জন্য সরকারি কোষাগার থেকে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিই
১ ঘণ্টা আগেরূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন খাতে অস্বাভাবিক ব্যয় ও অনিয়মের ঘটনায় জড়িত থাকায় গণপূর্ত অধিদপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে জানায়, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রফিকুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়েছে
২ ঘণ্টা আগেজাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপি নেতাদের ওপর হামলার পর ড. ইউনূস ও সফরসঙ্গীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে