Ajker Patrika

স্বতন্ত্র সার্ভিস চান পরিবার পরিকল্পনা ক্যাডাররা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
স্বতন্ত্র সার্ভিস চান পরিবার পরিকল্পনা ক্যাডাররা

জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে বিসিএস পরিবার পরিকল্পনা সাধারণ ক্যাডার নিয়ে কোনো সুপারিশ না রাখায় এই ক্যাডারের কর্মকর্তারা ক্ষোভ জানিয়েছেন।

একই সঙ্গে পরিবার পরিকল্পনা সাধারণ ক্যাডার সার্ভিসের সদস্যদের নিয়ে বাংলাদেশ পরিবারকল্যাণ সার্ভিস নামে স্বতন্ত্র সার্ভিস গঠন বা কোনো সাধারণ ক্যাডারের সঙ্গে এই ক্যাডারকে একীভূতের দাবি জানিয়েছেন তাঁরা।

বিসিএস (পরিবার পরিকল্পনা) অ্যাসোসিয়েশন আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি জানায়। সেখানে বলা হয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে পরিবার পরিকল্পনা ক্যাডার সম্পর্কে কোনো ধরনের পুনর্গঠন বা সংস্কারের প্রস্তাব বা কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি। বিষয়টি এই ক্যাডার সংশ্লিষ্টদের আশাহত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সংস্কার কমিটির প্রতিবেদনে বাংলাদেশ সিভিল সার্ভিস পরিবার পরিকল্পনা সাধারণ ক্যাডারের অবস্থান কী হবে তা বলা নেই। বিভিন্ন ক্যাডার সার্ভিস পুনর্গঠন প্রস্তাবেও পরিবার পরিকল্পনার নাম উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ নামে একটি ক্যাডারের নাম থাকলেও বাস্তবে এই নামে কোনো ক্যাডার নেই।

বিবৃতিতে বলা হয়েছে, পরিবার পরিকল্পনা ক্যাডারের ৩৩১ জন কর্মকর্তার অধীনে ৫৫ হাজার জনবল কর্মরত আছে। এরা দেশের জনসংখ্যা নীতিসহ পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রমসহ বাল্যবিবাহ রোধের মতো কাজ করে যাচ্ছে।

এই বিশাল জনবলের নেতৃত্বদানকারী একটি সাধারণ ক্যাডারের ভবিষ্যৎ অবস্থান কোথায় হবে, তার কোনো নির্দেশনা সংস্কার কমিশনের প্রতিবেদনে নেই। প্রতিবেদনে বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিসের অধীন দুটি উপসার্ভিসের কথা বলা হয়েছে। এসব সার্ভিস যদি পুরোপুরি কারিগরি খাতের হয়ে থাকে, তবে পরিবার পরিকল্পনা সাধারণ ক্যাডারের অবস্থান কী হবে, সে বিষয়ে কোনো নির্দেশনা বা প্রস্তাব কমিশন দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

আজকের রাশিফল: প্রপোজের জন্য বিপজ্জনক দিন, গ্রহরা একগুঁয়েমিটা ছাড়তে বলছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ