ভ্রমণ ডেস্ক, ঢাকা
দেশে ক্যাম্পিংয়ের জন্য শীতকাল উপযোগী সময়। যাঁরা সমুদ্র ভালোবাসেন, তাঁদের জন্য আছে বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে। তবে যাঁরা নির্জনতা পছন্দ করেন, তাঁদের টানছে মহেশখালীর সোনাদিয়া সমুদ্রসৈকত। এ ছাড়া ক্যাম্পিংয়ে যেতে পারেন কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। চট্টগ্রামের মেঘনা নদীর মোহনায় সবুজ মাঠ আর নদীর বুকে জেগে ওঠা চর নিয়ে তৈরি সন্দ্বীপ উপজেলা। ক্যাম্পিং করার জন্য সন্দ্বীপের পশ্চিম দিকের নদীর পাড় বা রহমতপুর সুন্দর জায়গা। বঙ্গোপসাগরের কোলঘেঁষা মেঘনা নদীর মোহনায় আছে ভোলার চর কুকরিমুকরি। দেশের অন্যতম বৃহৎ বন্য প্রাণীর অভয়ারণ্য হিসেবে সুপরিচিত এই চরের বালুর ঘুম নামক জায়গায় নিরিবিলি ও পরিচ্ছন্ন সমুদ্রসৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। এখন শীতকালে সেখানে ক্যাম্পিং করতে যাচ্ছেন বৈচিত্র্যপিয়াসীরা।
যাঁরা পাহাড় ভালোবাসেন, তাঁরা ছুটে যাচ্ছেন বান্দরবানের আলী কদমের পাহাড়চূড়া মিরিঞ্জা রেঞ্জের মারায়ন তং পাহাড়ে। সেখানে মুগ্ধ করবে সবুজ আর সাদা ফিনফিনে মেঘে ঢেকে থাকা দূরের পাহাড়। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত বারৈয়াঢালা জাতীয় উদ্যানে রয়েছে খৈয়াছড়া, নাপিত্তাছড়ার মতো বেশ কিছু নয়নাভিরাম ঝরনা। বারৈয়াঢালা জাতীয় উদ্যানে ক্যাম্পিংয়ের প্রয়োজনীয় উপকরণ পাওয়া যায়। রাঙামাটিতে অবস্থিত কাপ্তাই লেকের পাড়েও ক্যাম্পিং করতে চলে যেতে পারেন। আবার যাঁরা ঝরনা ভালোবাসেন, তাঁদের জন্য আছে পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের চিরসবুজ বনাঞ্চল নিয়ে গড়ে তোলা সীতাকুণ্ড ইকোপার্ক। এখানে আছে সহস্রধারা ঝরনা। এর পাশে ক্যাম্পিং করার যাবতীয় জিনিসপত্র ভাড়ায় পাওয়া যায়।
চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখিল অভয়ারণ্যেও ক্যাম্পিং করা যায়। সেখানে ক্যাম্পিংয়ের বিভিন্ন উপকরণ ভাড়ায় পাওয়া যায়। বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু মেঘ, নদী, পাহাড়, ঝরনা—সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করে রেখেছে। শঙ্খ নদের তীরে তিন্দুতে ক্যাম্পিং করা যায়। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আছে মায়াবিনী লেক। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাসা খালের পাড়ে মারমা পাড়া শীলবান্ধার দেবতাখুমে ক্যাম্পিং এখন অনেকেরই পছন্দ। এ ছাড়া নাফাখুমেও ক্যাম্পিং করা সম্ভব।
যাঁরা বনের নিস্তব্ধতা, ঝরনার ধারা ও চা-বাগানের সৌন্দর্য উপভোগ করতে চান, তাঁরা যেতে পারেন খাদিমনগর জাতীয় উদ্যানে। চারপাশে জানা-অজানা পাখির কুজনে মুখর এই উদ্যান সিলেটের সদর উপজেলায় অবস্থিত। সিলেট বন বিভাগের নিয়ন্ত্রণাধীন এই উদ্যানে সর্বোচ্চ ৩০ জন একত্রে ক্যাম্পিং করতে পারে। এ ছাড়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা জাতীয় উদ্যানের লেকের তীরে ক্যাম্পিং করার ব্যবস্থা আছে।
দেশে ক্যাম্পিংয়ের জন্য শীতকাল উপযোগী সময়। যাঁরা সমুদ্র ভালোবাসেন, তাঁদের জন্য আছে বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে। তবে যাঁরা নির্জনতা পছন্দ করেন, তাঁদের টানছে মহেশখালীর সোনাদিয়া সমুদ্রসৈকত। এ ছাড়া ক্যাম্পিংয়ে যেতে পারেন কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। চট্টগ্রামের মেঘনা নদীর মোহনায় সবুজ মাঠ আর নদীর বুকে জেগে ওঠা চর নিয়ে তৈরি সন্দ্বীপ উপজেলা। ক্যাম্পিং করার জন্য সন্দ্বীপের পশ্চিম দিকের নদীর পাড় বা রহমতপুর সুন্দর জায়গা। বঙ্গোপসাগরের কোলঘেঁষা মেঘনা নদীর মোহনায় আছে ভোলার চর কুকরিমুকরি। দেশের অন্যতম বৃহৎ বন্য প্রাণীর অভয়ারণ্য হিসেবে সুপরিচিত এই চরের বালুর ঘুম নামক জায়গায় নিরিবিলি ও পরিচ্ছন্ন সমুদ্রসৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। এখন শীতকালে সেখানে ক্যাম্পিং করতে যাচ্ছেন বৈচিত্র্যপিয়াসীরা।
যাঁরা পাহাড় ভালোবাসেন, তাঁরা ছুটে যাচ্ছেন বান্দরবানের আলী কদমের পাহাড়চূড়া মিরিঞ্জা রেঞ্জের মারায়ন তং পাহাড়ে। সেখানে মুগ্ধ করবে সবুজ আর সাদা ফিনফিনে মেঘে ঢেকে থাকা দূরের পাহাড়। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত বারৈয়াঢালা জাতীয় উদ্যানে রয়েছে খৈয়াছড়া, নাপিত্তাছড়ার মতো বেশ কিছু নয়নাভিরাম ঝরনা। বারৈয়াঢালা জাতীয় উদ্যানে ক্যাম্পিংয়ের প্রয়োজনীয় উপকরণ পাওয়া যায়। রাঙামাটিতে অবস্থিত কাপ্তাই লেকের পাড়েও ক্যাম্পিং করতে চলে যেতে পারেন। আবার যাঁরা ঝরনা ভালোবাসেন, তাঁদের জন্য আছে পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের চিরসবুজ বনাঞ্চল নিয়ে গড়ে তোলা সীতাকুণ্ড ইকোপার্ক। এখানে আছে সহস্রধারা ঝরনা। এর পাশে ক্যাম্পিং করার যাবতীয় জিনিসপত্র ভাড়ায় পাওয়া যায়।
চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখিল অভয়ারণ্যেও ক্যাম্পিং করা যায়। সেখানে ক্যাম্পিংয়ের বিভিন্ন উপকরণ ভাড়ায় পাওয়া যায়। বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু মেঘ, নদী, পাহাড়, ঝরনা—সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করে রেখেছে। শঙ্খ নদের তীরে তিন্দুতে ক্যাম্পিং করা যায়। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আছে মায়াবিনী লেক। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাসা খালের পাড়ে মারমা পাড়া শীলবান্ধার দেবতাখুমে ক্যাম্পিং এখন অনেকেরই পছন্দ। এ ছাড়া নাফাখুমেও ক্যাম্পিং করা সম্ভব।
যাঁরা বনের নিস্তব্ধতা, ঝরনার ধারা ও চা-বাগানের সৌন্দর্য উপভোগ করতে চান, তাঁরা যেতে পারেন খাদিমনগর জাতীয় উদ্যানে। চারপাশে জানা-অজানা পাখির কুজনে মুখর এই উদ্যান সিলেটের সদর উপজেলায় অবস্থিত। সিলেট বন বিভাগের নিয়ন্ত্রণাধীন এই উদ্যানে সর্বোচ্চ ৩০ জন একত্রে ক্যাম্পিং করতে পারে। এ ছাড়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা জাতীয় উদ্যানের লেকের তীরে ক্যাম্পিং করার ব্যবস্থা আছে।
ত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
৮ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
৯ ঘণ্টা আগেএই রোদ, এই বৃষ্টি। এই আবহাওয়ায় সব বয়সী মানুষ নানা ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত গরমে, বিশেষ করে স্কুলগামী শিশুদের ডিহাইড্রেশন দেখা দেয়, পাশাপাশি এই সময় ওদের মেজাজও খিটমিটে হয়ে থাকে। তাই স্কুলগামী শিশুদের খাবার, জীবনযাপন এবং তাদের খিটমিটে মেজাজ ঠিক রাখার জন্য অভিভাবকদের...
১০ ঘণ্টা আগেরাজা হেনরি ২-এর মনে হয়েছিল, পাই ও পেস্ট্রি খেলে তাঁর সৈন্যরা সব অলস হয়ে যাবে। সে তো আর হতে দেওয়া যায় না। তাই তিনি এ দুটি খাবার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন। সেটাই হয়ে গেল আইন। ১২ শতকের এই আইনের নাম ‘পাই অ্যান্ড পেস্ট্রি অ্যাক্ট’। এই আইনে বলা হয়েছিল, রোববার ছাড়া অন্য দিন পাই বা পেস্ট্রি বিক্রি
১০ ঘণ্টা আগে