ফিচার ডেস্ক
চলতি ট্রেন্ডে ঘুরতে যাওয়া মানে কেবল শরীর ও মন তরতাজা করাই নয়, ফেসবুক-ইনস্টাতে ভালো ভালো ছবি তো আপলোড করে নিজের আনন্দের মুহূর্তগুলো বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াও। আর সুন্দর ছবি তোলার জন্য চাই মনকাড়া পোশাক। কিন্তু আলমারি ভর্তি এত রংবেরঙের পোশাকের ভেতর থেকে কোনটি বেছে নেবেন আর কোনটি নেবেন না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে কেটে যাচ্ছে সময়।
আবার মাথায় ঘুরছে, দুই বা তিন দিনের ভ্রমণের জন্য কয়েকটা ব্যাগ ভর্তি করে কাপড় নিয়ে যাওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। ঘুরতে গিয়ে এটা-ওটা কেনাকাটা তো করতে হবে। সেগুলো বাড়ি বয়ে আনার জন্য ব্যাগে খানিকটা জায়গা ফাঁকা রাখা চাই। এত সব বিবেচনা করে তাই ভ্রমণের আগে খুব বুদ্ধি খাটিয়ে ব্যাকপ্যাক ও লাগেজ গোছাতে হয়।
ভ্রমণের ক্ষেত্রে প্রথমে যেমন মনে রাখা উচিত, কোথায় যাচ্ছেন বা যে জায়গায় যাচ্ছেন, সেখানকার আবহাওয়া কেমন। তেমনি রাতে ঘুমানো এবং বাইরে বের হওয়ার জন্য কী কী জামাকাপড় নিতে হবে। কীভাবে নিলে ব্যাগ বহন করা সহজ হবে, আবার প্রয়োজনও মিটবে; সেদিকে নজর থাকা চাই। তবে ৫টি পরামর্শ মেনে চললে যেকোনো ভ্রমণে যাওয়ার আগে ব্যাগ গোছানোর ক্ষেত্রে সুবিধা পাবেন।
ব্যাগটা বাছাই করুন বুঝেশুনে
ভেতরে কয়েকটা চেম্বার রয়েছে এমন একটি বড় ব্যাগ বাছাই করুন। চাইলে ছোট ছোট জিপলক ব্যাগে কাপড় ভাঁজ করে রাখতে পারেন। এতে কাপড় এলোমেলো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না। সাবান, শ্যাম্পু ও অন্যান্য প্রসাধনী রাখার জন্য ব্যাগের ভেতরে ছোট আলাদা ব্যাগ রাখুন। সঙ্গে নিন প্লাস্টিকের জিপলক ব্যাগ, যাতে রাখতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল ফোন বা ক্যামেরার মতো জিনিসপত্র।
পোশাক গোছান বুদ্ধি করে
শুরুতে এ বিষয়ে বলা হয়েছে। অনেক সময় অযথা বাড়তি পোশাক নিয়ে আমরা ভ্রমণে যাই। কিন্তু পরে দেখা যায়, সেগুলোর বেশ কয়েকটি ব্যবহৃত হয়নি। ফলে ব্যাগের জায়গা নষ্ট যেন না হয় বা অপ্রয়োজনীয় কাপড় যেন প্যাক না করতে হয়, সে জন্য ৫, ৪, ৩, ২, ১ নীতি অনুসরণ করতে পারেন। এই নীতি অনুসারে ব্যাগে নিতে হবে ৫ জোড়া মোজা ও অন্তর্বাস, ৪টি ওপরে পরার পোশাক, ৩টি নিচে পরার পোশাক, ২ জোড়া জুতা, ১টি অনুষঙ্গ। এর বাইরে একটি তোয়ালে এবং একটি সানগ্লাস তো আপনি নিতেই পারেন।
ভাঁজ নয়, রোল করে কাপড় রাখুন
লন্ড্রি থেকে যেভাবে ভাঁজ করে কাপড় ফেরত দেয়, সেভাবে রাখলে ব্যাগে প্রচুর জায়গা অপচয় হয়। এর চেয়ে যদি ছোট ছোট রোল করে কাপড় রাখা যায়, তাহলে অনেকটা জায়গা বাঁচে। বাড়তি সেই জায়গায় প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবেন।
ছোট কনটেইনার ব্যবহার করুন
বডিওয়াশ, শ্যাম্পু, লোশন, ক্রিমের বোতল বা কৌটো না নেওয়াই ভালো। এখন ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য এসব জিনিসের ছোট বোতল পাওয়া যায়। বড় বোতল থেকে সেই ছোট বোতলগুলোতে ঢেলে সঙ্গে নিন আপনার প্রয়োজনীয় ব্যক্তিগত প্রসাধনী। তবে এখন বেশির ভাগ হোটেল বা রিসোর্টে ব্রাশ, সাবান, শ্যাম্পু দেওয়া হয়। ফলে সেগুলো আলাদা করে সঙ্গে না নিলেও চলে।
তবে বলে রাখা জরুরি, ভ্রমণের পরিকল্পনা করেছেন আপনি। যেখানে যাচ্ছেন সেখানকার অবস্থা জেনে নিন। যদি ছোটখাটো জিনিস হাত বাড়ালেই কিনে ফেলা যায়, তাহলে অযথা বয়ে নিয়ে যাওয়ার কোনো কারণ নেই। আর যদি গহিন কোনো জায়গা হয়, যেখানে হাতের কাছে বিশেষ কিছু পাওয়া সুযোগ নেই, সেখানে প্রয়োজনীয় সবকিছুই সঙ্গে নিয়ে যান। আর যেভাবেই হোক না কেন, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের জন্য ব্যাগে জায়গা রাখতেই হবে, তাতে যদি পোশাক দুই সেট বাদ রাখতে হয়, তা-ই রাখুন।
সূত্র: রিডার্স ডাইজেস্ট ও অ্যাপার্টমেন্ট থেরাপি
চলতি ট্রেন্ডে ঘুরতে যাওয়া মানে কেবল শরীর ও মন তরতাজা করাই নয়, ফেসবুক-ইনস্টাতে ভালো ভালো ছবি তো আপলোড করে নিজের আনন্দের মুহূর্তগুলো বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াও। আর সুন্দর ছবি তোলার জন্য চাই মনকাড়া পোশাক। কিন্তু আলমারি ভর্তি এত রংবেরঙের পোশাকের ভেতর থেকে কোনটি বেছে নেবেন আর কোনটি নেবেন না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে কেটে যাচ্ছে সময়।
আবার মাথায় ঘুরছে, দুই বা তিন দিনের ভ্রমণের জন্য কয়েকটা ব্যাগ ভর্তি করে কাপড় নিয়ে যাওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। ঘুরতে গিয়ে এটা-ওটা কেনাকাটা তো করতে হবে। সেগুলো বাড়ি বয়ে আনার জন্য ব্যাগে খানিকটা জায়গা ফাঁকা রাখা চাই। এত সব বিবেচনা করে তাই ভ্রমণের আগে খুব বুদ্ধি খাটিয়ে ব্যাকপ্যাক ও লাগেজ গোছাতে হয়।
ভ্রমণের ক্ষেত্রে প্রথমে যেমন মনে রাখা উচিত, কোথায় যাচ্ছেন বা যে জায়গায় যাচ্ছেন, সেখানকার আবহাওয়া কেমন। তেমনি রাতে ঘুমানো এবং বাইরে বের হওয়ার জন্য কী কী জামাকাপড় নিতে হবে। কীভাবে নিলে ব্যাগ বহন করা সহজ হবে, আবার প্রয়োজনও মিটবে; সেদিকে নজর থাকা চাই। তবে ৫টি পরামর্শ মেনে চললে যেকোনো ভ্রমণে যাওয়ার আগে ব্যাগ গোছানোর ক্ষেত্রে সুবিধা পাবেন।
ব্যাগটা বাছাই করুন বুঝেশুনে
ভেতরে কয়েকটা চেম্বার রয়েছে এমন একটি বড় ব্যাগ বাছাই করুন। চাইলে ছোট ছোট জিপলক ব্যাগে কাপড় ভাঁজ করে রাখতে পারেন। এতে কাপড় এলোমেলো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না। সাবান, শ্যাম্পু ও অন্যান্য প্রসাধনী রাখার জন্য ব্যাগের ভেতরে ছোট আলাদা ব্যাগ রাখুন। সঙ্গে নিন প্লাস্টিকের জিপলক ব্যাগ, যাতে রাখতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল ফোন বা ক্যামেরার মতো জিনিসপত্র।
পোশাক গোছান বুদ্ধি করে
শুরুতে এ বিষয়ে বলা হয়েছে। অনেক সময় অযথা বাড়তি পোশাক নিয়ে আমরা ভ্রমণে যাই। কিন্তু পরে দেখা যায়, সেগুলোর বেশ কয়েকটি ব্যবহৃত হয়নি। ফলে ব্যাগের জায়গা নষ্ট যেন না হয় বা অপ্রয়োজনীয় কাপড় যেন প্যাক না করতে হয়, সে জন্য ৫, ৪, ৩, ২, ১ নীতি অনুসরণ করতে পারেন। এই নীতি অনুসারে ব্যাগে নিতে হবে ৫ জোড়া মোজা ও অন্তর্বাস, ৪টি ওপরে পরার পোশাক, ৩টি নিচে পরার পোশাক, ২ জোড়া জুতা, ১টি অনুষঙ্গ। এর বাইরে একটি তোয়ালে এবং একটি সানগ্লাস তো আপনি নিতেই পারেন।
ভাঁজ নয়, রোল করে কাপড় রাখুন
লন্ড্রি থেকে যেভাবে ভাঁজ করে কাপড় ফেরত দেয়, সেভাবে রাখলে ব্যাগে প্রচুর জায়গা অপচয় হয়। এর চেয়ে যদি ছোট ছোট রোল করে কাপড় রাখা যায়, তাহলে অনেকটা জায়গা বাঁচে। বাড়তি সেই জায়গায় প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবেন।
ছোট কনটেইনার ব্যবহার করুন
বডিওয়াশ, শ্যাম্পু, লোশন, ক্রিমের বোতল বা কৌটো না নেওয়াই ভালো। এখন ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য এসব জিনিসের ছোট বোতল পাওয়া যায়। বড় বোতল থেকে সেই ছোট বোতলগুলোতে ঢেলে সঙ্গে নিন আপনার প্রয়োজনীয় ব্যক্তিগত প্রসাধনী। তবে এখন বেশির ভাগ হোটেল বা রিসোর্টে ব্রাশ, সাবান, শ্যাম্পু দেওয়া হয়। ফলে সেগুলো আলাদা করে সঙ্গে না নিলেও চলে।
তবে বলে রাখা জরুরি, ভ্রমণের পরিকল্পনা করেছেন আপনি। যেখানে যাচ্ছেন সেখানকার অবস্থা জেনে নিন। যদি ছোটখাটো জিনিস হাত বাড়ালেই কিনে ফেলা যায়, তাহলে অযথা বয়ে নিয়ে যাওয়ার কোনো কারণ নেই। আর যদি গহিন কোনো জায়গা হয়, যেখানে হাতের কাছে বিশেষ কিছু পাওয়া সুযোগ নেই, সেখানে প্রয়োজনীয় সবকিছুই সঙ্গে নিয়ে যান। আর যেভাবেই হোক না কেন, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের জন্য ব্যাগে জায়গা রাখতেই হবে, তাতে যদি পোশাক দুই সেট বাদ রাখতে হয়, তা-ই রাখুন।
সূত্র: রিডার্স ডাইজেস্ট ও অ্যাপার্টমেন্ট থেরাপি
থাইল্যান্ড ভ্রমণ মানে বেশির ভাগ পর্যটকের কাছে ব্যাংক বা ফুকেট। কিন্তু যাঁরা প্রকৃতির কাছাকাছি গিয়ে ভ্রমণ উপভোগ করতে চান, তাঁদের জন্য উত্তরাঞ্চলের শহর চিয়াং মাই শহরকে স্বর্গ বললে ভুল হবে না। পাহাড়, নদী, অরণ্য আর সংস্কৃতির মেলবন্ধনে এই চিয়াং মাই শহর। এই গন্তব্যে কখন যাওয়া সবচেয়ে ভালো, সেটি আগে থাক
১০ ঘণ্টা আগেবিমানভাড়া দিন দিন বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লাগেজের চার্জ। এ ছাড়া আছে সিট নির্বাচনের জন্য ফি, এমনকি খাবার-পানীয়ের জন্য অতিরিক্ত খরচ। বিমানের বিজ্ঞাপনে দেখানো ভাড়ার সঙ্গে অতিরিক্ত চার্জ যোগ করার বিষয়টি বিমানযাত্রীদের জন্য বিশাল এক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
১১ ঘণ্টা আগেসুইজারল্যান্ডের গ্রাউবুন্ডেন ক্যান্টনের ভেতরে অবস্থিত একটি শহর চুর; যাকে বলা হয় সুইজারল্যান্ডের প্রাচীনতম শহর। প্রাগৈতিহাসিক কালের পদচিহ্ন, রোমান সাম্রাজ্যের প্রতিধ্বনি এবং মধ্যযুগের মনোমুগ্ধকর আকর্ষণ নিয়ে এই শহর এক অনন্য ঐতিহ্য বহন করে।
১২ ঘণ্টা আগেদুধ দিয়ে সেমাই তো আছেই, তা ছাড়াও সেমাই দিয়ে কত ধরনের খাবারই না রান্না করা যায়! সবগুলোই অবশ্য ডেজার্ট। বাড়িতে কোনো আয়োজন থাকলে এবার সেমাই দিয়েই তাতে আনুন ভিন্ন স্বাদ। আপনাদের জন্য সে ধরনের একটি ডেজার্টের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগে