শাকেরা তাসনীম ইরা, ঢাকা
কথায় বলে, দিনের শুরুটা কেমন হয়েছে, তার ওপর নির্ভর করে পুরো দিনটা কেমন কাটবে। হয়তো ভাবছেন, ব্যস্ত এ জীবনে যেখানে অ্যালার্ম ঘড়ির চিৎকারে সকাল হয়, সেখানে সকালটা আর সুন্দর হবে কী করে। তবে এ বেলায় জেনে রাখুন, একটু গুছিয়ে ভাবতে পারলে কিন্তু জীবন অনেকটা সহজ হয়ে যায়। আর দিনের শুরুটা কীভাবে করছেন, তার ওপরও নির্ভর করে মেজাজ, সুস্বাস্থ্য, সফলতা এমনকি ব্যর্থতাও। প্রতিটি সকালই যেহেতু নতুন, তাই জীবনকে পুরোনো ভাবা এবার বন্ধ করুন। দিনের শুরু হোক কর্মোদ্দীপনায় ভরপুর।
সকাল সকাল ঘুম থেকে উঠুন
দিনের কাজের চাপ অনেকটা কমে যাবে, যদি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেন। কেননা যত আগে ঘুম থেকে উঠতে পারবেন, কাজ করার জন্য আপনি তত বেশি সময় হাতে পাবেন। এমনকি কাজ শেষেও হাতে সময় থাকবে নিজের এবং পরিবারের জন্য।
কাজের তালিকা তৈরি করুন
দিনের শুরুতে কাজের একটা তালিকা তৈরি করুন। গুরুত্বপূর্ণ কাজগুলো শুরুতে রাখুন, এরপর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজের তালিকা করে নিন। জমিয়ে না রেখে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে সেরে ফেলুন। তারপর একে একে বাকি কাজগুলো সারুন। সবার আগে জটিল কাজটি সেরে ফেলতে পারলে মাথার ওপর থেকে চাপ সরে যাবে। গুরুত্বের পরিপ্রেক্ষিতে ভাগ করে নিয়ে কাজ করতে পারলে নির্ধারিত সময়ের মধ্যে দিনের সব কাজ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় শতভাগ।
১৫ মিনিট ব্যয় করুন ইতিবাচক চিন্তায়
ইতিবাচক চিন্তা বরাবরই মানসিক প্রশান্তি জোগায়। তাই দিনের শুরুটা যদি করা যায় ভালো কিছু ভেবে, তাহলে তা সারা দিন আপনাকে উজ্জীবিত রাখবে। আপনার সারা জীবনের প্রাপ্তি, প্রিয় বন্ধু কিংবা স্মৃতি মনে করে দিন শুরু করুন। ভাবুন, আজকের দিনটি খুব ভালোভাবে কাটবে এবং প্রতিটি কাজই সুন্দরভাবে সম্পন্ন হবে। সারা দিন কাটবে চনমনে ভাব মনে নিয়ে।
ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন
শারীরিক সুস্থতার পাশাপাশি ব্যায়াম মানুষের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতেও সহযোগিতা করে। নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে পারলে একটি নিয়মতান্ত্রিক জীবনযাপন করা সম্ভব। জীবনে সফলতা অর্জনের জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপন অত্যন্ত জরুরি। কাজ শুরু করার আগে হালকা ব্যায়াম করে নিতে পারলে শরীর ও মন ফুরফুরে থাকে, যার ইতিবাচক প্রভাব ব্যক্তির কাজের ওপর পড়ে।
সকালে স্বাস্থ্যকর নাশতা রাখুন
সুস্বাস্থ্য এবং কাজ ভালোভাবে করার জন্য সঠিক খাদ্যাভ্যাস খুবই জরুরি। কথায় বলে, সকালের নাশতা হওয়া চাই রাজার মতো। মানে, দিনের প্রথম ভাগের খাবারটা খুব ভালোভাবে খাওয়া চাই। কারণ, এ খাবারই আপনাকে সারা দিন কর্মক্ষম রাখবে। তবে দিনের শুরুতে কখনোই অস্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত নয়। সকালের নাশতায় শস্যজাতীয় যেকোনো খাবার, পরিমাণমতো প্রোটিনসমৃদ্ধ খাবার এবং ফল খাওয়া উচিত। কারণ, এ ধরনের খাবার শরীরে শক্তি সঞ্চার করে থাকে। অন্যদিকে বাদ দিতে হবে প্রক্রিয়াজাত খাবার ও চিনি।
যোগাযোগ করুন ইতিবাচক মানুষের সঙ্গে
দিনের শুরু সুন্দর না হলে সারাটা দিনই খারাপ কাটে। তাই দিনের শুরুতে এড়িয়ে চলার চেষ্টা করুন যেকোনো নেতিবাচক মনমানসিকতার ব্যক্তিকে। এর পরিবর্তে দিনের শুরুতে ইতিবাচক মানুষ, যাঁদের কাজ কিংবা কথা আপনাকে অনুপ্রাণিত করে, তাঁদের সঙ্গে যোগাযোগ করে দিন শুরু করুন। এটা আপনাকে অন্য রকম মানসিক প্রশান্তি দেবে।
খোলা রাখুন চোখ-কান
শুধু নিজের কাজে মুখ গুঁজে পড়ে না থেকে পারিপার্শ্বিক অবস্থার খোঁজখবর রাখুন। এতে আপনার কাজে সুবিধা হবে। সাবধান হতে পারবেন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার আগেই। এ জন্য প্রতিদিনের খবরের কাগজটি পড়ে দিন শুরু করুন। এতে করে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কাজ গুছিয়ে নিতে পারবেন।
সূত্র: ১০০০ + লিটল থিংস বই অবলম্বনে
কথায় বলে, দিনের শুরুটা কেমন হয়েছে, তার ওপর নির্ভর করে পুরো দিনটা কেমন কাটবে। হয়তো ভাবছেন, ব্যস্ত এ জীবনে যেখানে অ্যালার্ম ঘড়ির চিৎকারে সকাল হয়, সেখানে সকালটা আর সুন্দর হবে কী করে। তবে এ বেলায় জেনে রাখুন, একটু গুছিয়ে ভাবতে পারলে কিন্তু জীবন অনেকটা সহজ হয়ে যায়। আর দিনের শুরুটা কীভাবে করছেন, তার ওপরও নির্ভর করে মেজাজ, সুস্বাস্থ্য, সফলতা এমনকি ব্যর্থতাও। প্রতিটি সকালই যেহেতু নতুন, তাই জীবনকে পুরোনো ভাবা এবার বন্ধ করুন। দিনের শুরু হোক কর্মোদ্দীপনায় ভরপুর।
সকাল সকাল ঘুম থেকে উঠুন
দিনের কাজের চাপ অনেকটা কমে যাবে, যদি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেন। কেননা যত আগে ঘুম থেকে উঠতে পারবেন, কাজ করার জন্য আপনি তত বেশি সময় হাতে পাবেন। এমনকি কাজ শেষেও হাতে সময় থাকবে নিজের এবং পরিবারের জন্য।
কাজের তালিকা তৈরি করুন
দিনের শুরুতে কাজের একটা তালিকা তৈরি করুন। গুরুত্বপূর্ণ কাজগুলো শুরুতে রাখুন, এরপর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজের তালিকা করে নিন। জমিয়ে না রেখে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে সেরে ফেলুন। তারপর একে একে বাকি কাজগুলো সারুন। সবার আগে জটিল কাজটি সেরে ফেলতে পারলে মাথার ওপর থেকে চাপ সরে যাবে। গুরুত্বের পরিপ্রেক্ষিতে ভাগ করে নিয়ে কাজ করতে পারলে নির্ধারিত সময়ের মধ্যে দিনের সব কাজ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় শতভাগ।
১৫ মিনিট ব্যয় করুন ইতিবাচক চিন্তায়
ইতিবাচক চিন্তা বরাবরই মানসিক প্রশান্তি জোগায়। তাই দিনের শুরুটা যদি করা যায় ভালো কিছু ভেবে, তাহলে তা সারা দিন আপনাকে উজ্জীবিত রাখবে। আপনার সারা জীবনের প্রাপ্তি, প্রিয় বন্ধু কিংবা স্মৃতি মনে করে দিন শুরু করুন। ভাবুন, আজকের দিনটি খুব ভালোভাবে কাটবে এবং প্রতিটি কাজই সুন্দরভাবে সম্পন্ন হবে। সারা দিন কাটবে চনমনে ভাব মনে নিয়ে।
ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন
শারীরিক সুস্থতার পাশাপাশি ব্যায়াম মানুষের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতেও সহযোগিতা করে। নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে পারলে একটি নিয়মতান্ত্রিক জীবনযাপন করা সম্ভব। জীবনে সফলতা অর্জনের জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপন অত্যন্ত জরুরি। কাজ শুরু করার আগে হালকা ব্যায়াম করে নিতে পারলে শরীর ও মন ফুরফুরে থাকে, যার ইতিবাচক প্রভাব ব্যক্তির কাজের ওপর পড়ে।
সকালে স্বাস্থ্যকর নাশতা রাখুন
সুস্বাস্থ্য এবং কাজ ভালোভাবে করার জন্য সঠিক খাদ্যাভ্যাস খুবই জরুরি। কথায় বলে, সকালের নাশতা হওয়া চাই রাজার মতো। মানে, দিনের প্রথম ভাগের খাবারটা খুব ভালোভাবে খাওয়া চাই। কারণ, এ খাবারই আপনাকে সারা দিন কর্মক্ষম রাখবে। তবে দিনের শুরুতে কখনোই অস্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত নয়। সকালের নাশতায় শস্যজাতীয় যেকোনো খাবার, পরিমাণমতো প্রোটিনসমৃদ্ধ খাবার এবং ফল খাওয়া উচিত। কারণ, এ ধরনের খাবার শরীরে শক্তি সঞ্চার করে থাকে। অন্যদিকে বাদ দিতে হবে প্রক্রিয়াজাত খাবার ও চিনি।
যোগাযোগ করুন ইতিবাচক মানুষের সঙ্গে
দিনের শুরু সুন্দর না হলে সারাটা দিনই খারাপ কাটে। তাই দিনের শুরুতে এড়িয়ে চলার চেষ্টা করুন যেকোনো নেতিবাচক মনমানসিকতার ব্যক্তিকে। এর পরিবর্তে দিনের শুরুতে ইতিবাচক মানুষ, যাঁদের কাজ কিংবা কথা আপনাকে অনুপ্রাণিত করে, তাঁদের সঙ্গে যোগাযোগ করে দিন শুরু করুন। এটা আপনাকে অন্য রকম মানসিক প্রশান্তি দেবে।
খোলা রাখুন চোখ-কান
শুধু নিজের কাজে মুখ গুঁজে পড়ে না থেকে পারিপার্শ্বিক অবস্থার খোঁজখবর রাখুন। এতে আপনার কাজে সুবিধা হবে। সাবধান হতে পারবেন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার আগেই। এ জন্য প্রতিদিনের খবরের কাগজটি পড়ে দিন শুরু করুন। এতে করে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কাজ গুছিয়ে নিতে পারবেন।
সূত্র: ১০০০ + লিটল থিংস বই অবলম্বনে
‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
৬ ঘণ্টা আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
৭ ঘণ্টা আগেত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
১৬ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
১৭ ঘণ্টা আগে