Ajker Patrika

স্বপ্নের পথে হাঁটছেন তানিয়া

মো. ফাহাদ বিন সাঈদ
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০৭
স্বপ্নের পথে হাঁটছেন তানিয়া

জীবনে কোনো স্বপ্নই ছিল না তাঁর। স্বপ্ন দেখতে ভয় করত। স্বপ্ন ভেঙে গেলেই কষ্ট। তাই চলতি জীবন মেনে নেওয়াই ভালো। মেনেও নিয়েছিলেন। কিন্তু জীবনই তাঁকে টেনে নিয়ে গেছে দারুণ এক পথে।

‘আমি এক স্বপ্নহীন মেয়ে ছিলাম। নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ হওয়ার স্বপ্ন দেখার সাহস ছিল না কখনো। সময়ের সঙ্গে সঙ্গে যখন জীবনে কিছু করতে হবে এমন ভাবনা আসে, তখন ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার কোনো সুযোগ ছিল না। আমার স্বপ্নগুলো সময় অতিক্রমণের সঙ্গে সঙ্গে বদলে গেছে।’ এভাবেই নিজের গল্প জানিয়েছেন তানিয়া আক্তার। ১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।

নেত্রকোনা জেলা সদরের মদনপুর ইউনিয়নের একটি নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম তানিয়া আক্তারের। বাবা কৃষক। ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া তো বহু দূরের ভাবনা; একসময় হাইস্কুলের গণ্ডি পেরোতে পারবেন কি না, তা নিয়েই ছিলেন সন্দিহান। কিন্তু ভালো ফল করতে থাকায় আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়তে থাকে। মদনপুর শাহ সুলতান হাইস্কুল থেকে ২০১২ সালে এসএসসি পাসের পর তানিয়া ভর্তি হন শাহ সুলতান ডিগ্রি কলেজে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্বের পড়াশোনা শেষ করে ভর্তি হন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে।

সব প্রতিকূলতাকে মোকাবিলা করে ছাত্রজীবন শেষ করেছেন তানিয়া আক্তার। প্রতিষ্ঠিত হতে অনেক পরিশ্রম করতে হয়েছে।  ফলও পেয়েছেন তিনি।

আইন বিভাগে পড়ার সময় পরিবারের সবাই চাইতেন, তানিয়া যেন জজ হন। প্রিয়জনদের স্বপ্নপূরণে তিনি ছিলেন বদ্ধপরিকর। বহু নির্ঘুম রাত কাটিয়েছেন স্বপ্ন পূরণ করতে। তানিয়া আক্তারের জীবনে শিক্ষকদের ভূমিকা অনেক। তাঁকে স্বপ্নপূরণের পথ দেখিয়েছেন বিভাগের শিক্ষকেরা। অনেক কঠিন সময়ে সাহস ও উৎসাহ জুগিয়েছেন। আইন ও বিচার বিভাগ ছিল তানিয়ার দ্বিতীয় পরিবারের মতো। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তানিয়া। জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ।

লেখাপড়া শেষ করে কিছুদিন ঈসা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতার কাজ করেছেন তানিয়া আক্তার। কিন্তু পরিবার ও তাঁর চাওয়া ছিল বিচারক হওয়া। শিক্ষকতার পথ ছেড়ে তাই তিনি স্বপ্নের পথেই হেঁটেছেন। এখন এ কঠিন রাস্তায় ধীরে ধীরে উন্নতি করতে চান তানিয়া।

মো. ফাহাদ বিন সাঈদ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সেজ ভাইয়ের চোখ উপড়ে ফেললেন অপর দুই ভাই, বাবাসহ আসামি ৮

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত