Ajker Patrika

নৃত্য নিয়ে আরিফের পথচলা

আনিসুল ইসলাম নাঈম
নৃত্য নিয়ে আরিফের পথচলা

আরিফুল ইসলাম নাঈমের জন্ম ও বেড়ে ওঠা বন্দরনগরী চট্টগ্রামের একটি সরকারি কলোনিতে। তাঁর শৈশব ও কৈশোরের অনেকটা সময় কেটেছে সেখানে। 
আরিফের বড় বোন আমেনা খাতুন ছিলেন নাচের মানুষ। তাঁকে দেখে নাচের প্রতি ঝোঁক চাপে আরিফের।

বড় বোন তাঁর আগ্রহ দেখে বাংলাদেশ শিশু একাডেমি, চট্টগ্রাম জেলা শাখায় ভর্তি করিয়ে দেন। এর কিছুদিন মধ্যে পড়াশোনার ব্যস্ততা আর পারিবারিক কারণে এসএসসি পরীক্ষার আগেই চাঁদপুরে চলে আসতে হয় তাঁকে।

এরপর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সৃজনশীল নৃত্যকলা বিভাগে নৃত্যগুরু সোমা দত্তের কাছে নাচের তালিম নেন। ২০১৮ সালে নৃত্যকলার ওপর চার বছর মেয়াদি প্রশিক্ষণ শেষ করেন।

বর্তমানে আরিফ চাঁদপুরের পুরান বাজার ডিগ্রি কলেজে বাংলা সাহিত্যে স্নাতক চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন।

নৃত্যে আরিফের অর্জন অনেক। তাঁর উল্লেখযোগ্য অর্জন রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সহযোগিতায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ। এটি ছিল আন্তর্জাতিক পুরস্কার। ২০১৬ সাল থেকে এ বছর পর্যন্ত অনেক স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছেন। এর মধ্যে আছে এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়নশিপ।

আরিফ ইতিমধ্যে বেশ কিছু শিক্ষার্থীকে নাচ শেখাচ্ছেন। এ কাজ চালিয়ে যেতে চান তিনি। তবে তাঁর ইচ্ছা, ভবিষ্যতে নৃত্য বিষয়ে উচ্চতর লেখাপড়া করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত