Ajker Patrika

আন্তর্জাতিক ট্রাস্টের সদস্যপদ পেলেন বাঁধন

কে এম হিমেল আহমেদ, বেরোবি
আন্তর্জাতিক ট্রাস্টের সদস্যপদ পেলেন বাঁধন

নুর হাসেম বাঁধন। প্রান্তিক সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে এ বছর পেয়েছেন ‘কুইন্স কমনওয়েলথ ট্রাস্ট’-এর সদস্যপদ! 

বর্তমানে বাঁধন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর জন্ম দিনাজপুর জেলার সদর উপজেলার বড় গুড়গোলা গ্রামে। বাবা আবদুর রাজ্জাক সাবেক সরকারি স্বাস্থ্য কর্মকর্তা। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট বাঁধন।

প্রতিবছর কমনওয়েলথভুক্ত দেশ থেকে একজন করে সদস্য নির্বাচন করা হয় ট্রাস্টে। বিগত সময়ে বাংলাদেশের সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে যাওয়ার স্বীকৃতি হিসেবে বাঁধনকে এ বছর সদস্যপদ হিসেবে নির্বাচন করে ট্রাস্ট নির্বাচন কমিটি। সদস্যপদের বিষয়টি কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের পাঠানো ইমেইলের মাধ্যমে জানানো হয়।

কুইন্স কমনওয়েলথ ট্রাস্ট চালু হয়েছে ২০১৮ সালে। বাঁধন ২০১৯ সালে তৈরি করেন ‘অ্যারাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন’ নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। এর মাধ্যমে গত তিন বছরে দেশের ৩২টি জেলায় কাজ করে যাচ্ছেন তিনি। তাঁর ফাউন্ডেশনের প্রজেক্ট বনলতা। এর উদ্যোগে উত্তরাঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের, বিশেষ করে সাঁওতাল নারীদের নতুন কর্মসংস্থান সৃষ্টির কাজ করে চলেছেন তিনি। এ ছাড়া সাঁওতাল সমাজের প্রাচীন কাজকর্মের সঙ্গে আধুনিকতার মিশ্রণ ঘটিয়ে টেকসই পরিবর্তন আনার কাজও করে যাচ্ছে বনলতা। এর মাধ্যমে দিনাজপুর জেলার চকলাপাড়ায় ৩৫ জন সাঁওতাল নারীর নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ ৫০ নারী এ বছরে পেতে যাচ্ছেন নতুন কর্মসংস্থানের সুযোগ।

এ ছাড়া, হ্যান্ড হাইজিনকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিয়ে মানুষের সাধারণ অভ্যাসে পরিণত করতে দুই বছর ধরে বাংলাদেশে প্রথম হাইজিন অলিম্পিয়াড পরিচালনা করে আসছেন তিনি। এর মাধ্যমে এখনো ১৫ হাজার সুবিধাবঞ্চিত শিশু এবং ৭ হাজার সাধারণ শিশু এই প্রয়াসের সঙ্গে যুক্ত হয়েছে।
বাঁধনের আগে স্বেচ্ছাসেবী কাজে অনবদ্য ভূমিকা রাখায় অর্জন করেছেন হিরো অ্যাওয়ার্ড, আমেরিকায় নিবন্ধকৃত এনজিও হিউম্যানিটিজ ওয়ার্ল্ডওয়াইড থেকে পেয়েছেন এক লাখ টাকার সিড ফান্ডিং।

কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের সদস্যপদ পাওয়া বিষয়ে নূর হোসেন বাঁধন জানিয়েছেন, ‘আমার সমাজ উন্নয়নমূলক কাজের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই সদস্যপদ আমার জন্য অনেক বড় পাওয়া। কমনওয়েলথ ট্রাস্ট নেটওয়ার্কের মাধ্যমে আমি আমার অঞ্চলের মানুষের কথা বিশ্বের কাছে তুলে ধরতে পারব এবং এই প্ল্যাটফর্ম থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেকসই পরিবর্তনের ধারা তৈরি করতে পারব বলে আমি মনে করি।’

আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই সদস্যপদ পাওয়া বিষয়ে বাঁধনের মা বিউটি খাতুন বলেন, ‘আমার বিশ্বাস, সে অনেক ভালো কিছু করবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ বলেন, ‘বিষয়টি জানতে পেরে অনেক ভালো লাগল। নুর হাসেম বাঁধনকে অভিনন্দন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত