সিফাত রাব্বানী
যেভাবে স্বপ্ন বুনলেন বৃত্তি পাওয়ার
বৃত্তি নিয়ে বিদেশে পড়তে যাবেন, আট বছর বয়স থেকে মাইশা সেই স্বপ্ন দেখতে শুরু করেন। হাঙ্গেরির ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম বৃত্তি’ পাওয়াটা তাই তাঁর কাছে ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। নতুন ভাষা শেখার শখও মাইশার ছোটবেলা থেকে। তাই তিনি পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত পাঠ্যক্রমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। যখন তিনি জানতে শুরু করলেন যে বিদেশে পড়তে যাওয়ার জন্য প্রচুর বৃত্তির ব্যবস্থা আছে, তখন তিনি বৃত্তি নিয়ে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করতে বিদেশ যাওয়ার জন্য মনস্থির করলেন। সেই প্রগাঢ় ইচ্ছা আর পরিশ্রমের ফল স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম বৃত্তি।
যে ধাপগুলো পেরোতে হয়েছে
স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম বৃত্তি পেতে মাইশাকে চারটি স্তর পার হতে হয়েছে। প্রথমে তাঁকে মনোনীত হতে হয়েছে সব ধরনের কাগজপত্রে। দ্বিতীয়ত, লিখিত পরীক্ষায় পাস করতে হয়। তৃতীয়ত, গ্রহণযোগ্যতা পেতে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। চতুর্থ স্তরে তাঁকে উত্তীর্ণ হতে হয়েছিল টেম্পাস ফাউন্ডেশন থেকে বৃত্তি পাওয়ার ক্ষেত্রে।
যে ধাপ সচরাচর চ্যালেঞ্জিং
বৃত্তি পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জিং ধাপ কাগজপত্রে মনোনীত হওয়া। অসংখ্য যোগ্য প্রার্থীর মধ্য থেকে অল্প কয়েকজনকে বাছাই করা হয়। ফলে প্রথম ধাপের চাপটা বেশি। সেই ধাপ পার হলে লিখিত পরীক্ষা। ইউরোপীয় লিখিত পরীক্ষা এবং পাঠ্যক্রম–সবকিছুই আমাদের থেকে আলাদা। মনোনীত হওয়ার পর সেই বিষয়গুলো বুঝতে মাইশাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।
ফল, দক্ষতা নাকি সাফল্য
মাইশা মনে করেন, এইচএসসি পরীক্ষার ফল, ইংরেজি বিষয়ে দক্ষতা পরীক্ষার ফল এবং প্রবন্ধ লেখার ওপর দক্ষতা প্রাথমিক মনোনয়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর সহায়তা করে স্কুল-কলেজে শিখে আসা বিষয়গুলো। তবে লিখিত পরীক্ষাগুলো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য বেশ কঠিন। আর বৃত্তি পাওয়ার জন্য সবকিছুর সঠিক ডকুমেন্টেশন প্রয়োজনীয়।
আত্মবিশ্বাসী থাকতে হয়
আত্মবিশ্বাস জরুরি বলে মনে করেন মাইশা। নিজে সবকিছুর জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছিলেন। বুঝতে পারছিলেন সেটা তাঁর ভালো হচ্ছে। ফলে আত্মবিশ্বাসটা ছিল। আর বৃত্তি পেতে যে পরীক্ষা দিতে হয়েছিল, সেই লিখিত পরীক্ষায় তিনিই একমাত্র প্রার্থী হিসেবে উত্তীর্ণ হয়েছিলেন। বিষয়টি
তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। ফলে বাকি ধাপগুলো
সহজ হয়ে যায় তাঁর।
ভবিষ্যৎ বৃত্তি প্রার্থীদের প্রতি পরামর্শ
যেভাবে স্বপ্ন বুনলেন বৃত্তি পাওয়ার
বৃত্তি নিয়ে বিদেশে পড়তে যাবেন, আট বছর বয়স থেকে মাইশা সেই স্বপ্ন দেখতে শুরু করেন। হাঙ্গেরির ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম বৃত্তি’ পাওয়াটা তাই তাঁর কাছে ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। নতুন ভাষা শেখার শখও মাইশার ছোটবেলা থেকে। তাই তিনি পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত পাঠ্যক্রমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। যখন তিনি জানতে শুরু করলেন যে বিদেশে পড়তে যাওয়ার জন্য প্রচুর বৃত্তির ব্যবস্থা আছে, তখন তিনি বৃত্তি নিয়ে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করতে বিদেশ যাওয়ার জন্য মনস্থির করলেন। সেই প্রগাঢ় ইচ্ছা আর পরিশ্রমের ফল স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম বৃত্তি।
যে ধাপগুলো পেরোতে হয়েছে
স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম বৃত্তি পেতে মাইশাকে চারটি স্তর পার হতে হয়েছে। প্রথমে তাঁকে মনোনীত হতে হয়েছে সব ধরনের কাগজপত্রে। দ্বিতীয়ত, লিখিত পরীক্ষায় পাস করতে হয়। তৃতীয়ত, গ্রহণযোগ্যতা পেতে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। চতুর্থ স্তরে তাঁকে উত্তীর্ণ হতে হয়েছিল টেম্পাস ফাউন্ডেশন থেকে বৃত্তি পাওয়ার ক্ষেত্রে।
যে ধাপ সচরাচর চ্যালেঞ্জিং
বৃত্তি পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জিং ধাপ কাগজপত্রে মনোনীত হওয়া। অসংখ্য যোগ্য প্রার্থীর মধ্য থেকে অল্প কয়েকজনকে বাছাই করা হয়। ফলে প্রথম ধাপের চাপটা বেশি। সেই ধাপ পার হলে লিখিত পরীক্ষা। ইউরোপীয় লিখিত পরীক্ষা এবং পাঠ্যক্রম–সবকিছুই আমাদের থেকে আলাদা। মনোনীত হওয়ার পর সেই বিষয়গুলো বুঝতে মাইশাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।
ফল, দক্ষতা নাকি সাফল্য
মাইশা মনে করেন, এইচএসসি পরীক্ষার ফল, ইংরেজি বিষয়ে দক্ষতা পরীক্ষার ফল এবং প্রবন্ধ লেখার ওপর দক্ষতা প্রাথমিক মনোনয়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর সহায়তা করে স্কুল-কলেজে শিখে আসা বিষয়গুলো। তবে লিখিত পরীক্ষাগুলো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য বেশ কঠিন। আর বৃত্তি পাওয়ার জন্য সবকিছুর সঠিক ডকুমেন্টেশন প্রয়োজনীয়।
আত্মবিশ্বাসী থাকতে হয়
আত্মবিশ্বাস জরুরি বলে মনে করেন মাইশা। নিজে সবকিছুর জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছিলেন। বুঝতে পারছিলেন সেটা তাঁর ভালো হচ্ছে। ফলে আত্মবিশ্বাসটা ছিল। আর বৃত্তি পেতে যে পরীক্ষা দিতে হয়েছিল, সেই লিখিত পরীক্ষায় তিনিই একমাত্র প্রার্থী হিসেবে উত্তীর্ণ হয়েছিলেন। বিষয়টি
তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। ফলে বাকি ধাপগুলো
সহজ হয়ে যায় তাঁর।
ভবিষ্যৎ বৃত্তি প্রার্থীদের প্রতি পরামর্শ
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। জঙ্গল ট্রেকিং, রেইনফরেস্ট আর পৃথিবীর বৃহত্তম ওরাংওটাং অভয়াশ্রমের জন্য এটি রোমাঞ্চপ্রিয় অভিযাত্রীদের কাছে এক অনন্য ঠিকানা। দর্শনার্থীরা দেশটির মনোরম জাতীয় উদ্যানগুলোয় হাইকিং করতে পারেন, স্ফটিক-স্বচ্ছ পানিতে স্নরকেলিং করার সুযোগ আছে, এমনকি রাত কাটানো যাবে কোন
৮ ঘণ্টা আগেডিম দীর্ঘ সময় ধরে ঘরের তাপমাত্রায় রেখে দিলে তা নষ্ট হয়ে যেতে পারে। তাই ডিম সংরক্ষণের ভালো উপায় হলো ফ্রিজে রাখা। অনেকের বিশ্বাস, ডিম ধুয়ে, একটি সিল করা কনটেইনারে ঢুকিয়ে ফ্রিজে রাখলে তা অন্য খাবারে ব্যাকটেরিয়া ছড়ানো রোধ করে। এ তথ্য কি সত্যি?
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে প্রায় ৪৯ মিলিয়ন পরিবারে অন্তত একটি করে বিড়াল আছে। কিন্তু কীভাবে? শুধু আদরের প্রাণী বলেই কি? নাকি এর পেছনে কোনো ব্যাখ্যা আছে? গবেষকেরা বলছেন, বিড়ালেরা শুধু আদরের পোষা প্রাণীই নয়, এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে।
১৭ ঘণ্টা আগেপ্রসব-পরবর্তীকালে নতুন মায়েরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেগুলোর মধ্য়ে সবার আগে বলতে হয় পোস্টপার্টাম ডিপ্রেশনের কথা। নিজের শরীর, শারীরিক গঠন ও মানসিক শান্তি পুনরায় ফিরে পাওয়ার এই যাত্রা যেন মন্থরগতির মনে হয়। সেলিব্রিটি মায়েরাও এর ব্যতিক্রম নন।
১৮ ঘণ্টা আগে