পশ্চিমা পোশাকের সঙ্গে চাদর
চাদর। ছাপা, রঙিন, রং জ্বলা বা একরঙা উল কিংবা মোটা সুতায় তৈরি এই কাপড় এ দেশে পশ্চিমা ফ্যাশনের স্মার্ট অনুষঙ্গ হিসেবে দখল করে নিয়েছে অনেকখানি জায়গা। হালকা কি ভারী শীত; ফতুয়া, টপস, টি-শার্ট, কামিজ, কুর্তা কিংবা গাউন—সবকিছুর সঙ্গেই দিব্যি মানিয়ে যায় হালকা অথবা মোটা চাদরগুলো। বিবর্তনের ধারায় ও স্টাইল বদল