Ajker Patrika

ল্যাকমে ফ্যাশন উইকে তৃপ্তি দিমরির চোখ ধাঁধানো রূপ

জীবনধারা ডেস্ক
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৪: ১৪
ল্যাকমে ফ্যাশন উইকে তৃপ্তি দিমরির চোখ ধাঁধানো রূপ

২০২০ সালে ‘বুলবুল’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেন তৃপ্তি দিমরি। সম্প্রতি ‘অ্যানিমেল’ সিনেমায় তৃপ্তি দিমরি অভিনীত স্বল্পদৈর্ঘ্য়ের চরিত্রটি নিয়ে যেমন চর্চা হয়েছে, তেমনি ফের নতুন করে তাঁর প্রেমেও পড়েছে মানুষ। ২০২২ সালে ‘কলা’ চলচ্চিত্রও মনে করিযে দিয়েছে ৩০ বছর বয়সী এই ছিপছিপে তরুণী একেবারে যেনতেন সিনেমায় নাম লেখানোর পাত্রী নন। বলা ভালো, সব ধরনের দর্শকের জন্য তিনি সিনেমা করেন না। খানিকটা উচ্চমার্গীয় ব্যাপারেই মন আছে তাঁর!

১৩ মার্চ থেকে শুরু হয়েছে এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক। গতবার দিল্লিতে এই জনপ্রিয় ফ্যাশন উৎসবের আয়োজন করা হয়েছিল। এবার মুম্বাইয়ে বসেছে ল্যাকমে ফ্যাশন উইক।

রোববার সকাল থেকে ল্যাকমের আসর জমে উঠেছিল বিটাউন তারকাদের পদচারণায়। উপস্থিত ছিলেন তৃপ্তি দিমরিও। ডিজাইনার শান্তনু ও নিখিলের নকশা করা পোশাক পরে হাজির হন তিনি। তৃপ্তি তাঁর ইনস্টা ফলোয়ারদের জন্যও কিছু জমকালো ছবি প্রকাশ করেছেন।

ছবিতে এই বুলবুল তারকাকে দেখা গেছে অফশোল্ডার শিমারি করসেট গাউনে। কোমরে ছিল কালো বেল্ট। হাতে ছিল কুনুইয়ের উপর অবধি কালো নেটের গ্লাভস।

কালো–বাদামি ঢেউ খেলানো চুল একপাশে সিঁথি কেটে ছড়িয়ে রেখেছিলেন। স্মোকি আই মেকআপ ও ঠোঁটের গোলাপি আভাই বলে দিচ্ছিল, মেয়েটি তাঁর সিগনেচার মেকআপেই লাস্য়ময়ী।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত