জীবনধারা ডেস্ক
‘দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী’
কাজী নজরুল ইসলামের লেখা এ গান যেন নতুন করে সবার হৃদয়ে প্রেম জাগিয়েছে কোক স্টুডিও বাংলা সিজন টু এর মাধ্যমে। এই তো কিছুদিন আগের কথা, কোক স্টুডিও সিজন টু-তে কী চমৎকার করে গানটি গাইলেন সানজিদা মাহমুদ নন্দিতা। সঙ্গে ছিলেন সহশিল্পী মুকুল মজুমদার ঈশান।
নন্দিতা কেবল গান দিয়েই নন, ফ্যাশন ভাবনা দিয়েও নাড়িয়ে দিয়েছেন ভক্তদের হৃদয়। গয়নার নকশাকার লোরা খানের গয়নার ফেসবুক পেজ ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’তে বরাবরই দেখা মেলে লাস্য়ময়ী নন্দিতার। তাঁর ‘অ্যাসথেটিকস সেন্স’ বরাবরই প্রশংসা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে দারুণ সব ছবি দেখে মুগ্ধ হয়ে যেতে হয়।
এত কথা বলার একটাই কারণ। সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন নন্দিতা। ফেসবুক ও ইনস্টাগ্রামে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।
গত রোববার বিকেল চারটায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করেছিলেন নন্দিতা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘এই আংটি পেলাম।’ সাবেকি আমলের বাগদানের নকশাদার আংটি নয় সেটি। ছিমছাম একটি রিংয়ের মাঝখানে হিরে বসানো ছিল তাতে। অনামিকায় পরা আংটিসহ হাতটি ধরে ছিলেন একজন। কে তিনি? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ভক্ত অনুসারীদের মনে। নজরুলের ভাষায় বললে বলতে হবে, ‘কে তুমি জাদুকরী, বলো কে তুমি জাদুকরী?’ এই জাদুকরের নাম মুফরাত। তিনি নন্দিত সংগীতশিল্পী শাকিলা জাফরের পুত্র। জানা গেছে, আগামী ১ মার্চ ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নন্দিতা–মুফরাত যুগল।
নন্দিতার ছবিগুলো পোস্ট করার পর তাঁকে সংগীতশিল্পী আঁখি আলমগীর, পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক, অভিনেত্রী ঐন্দ্রিলাসহ আরও অনেকে অভিনন্দন জানিয়েছেন।
ফরিদপুরের মেয়ে নন্দিতা পড়ালেখা করেছেন মুন্সিগঞ্জে। এরপর রাজধানী ঢাকার সিটি কলেজে ভর্তি হওয়ার পর ছায়ানটে গান শিখতে শুরু করেন। ২০১৩ সালে আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার সময় ‘বাংলাদেশি আইডল’ রিয়্যালিটি শোয়ে অংশ নেন নন্দিতা। সেখানে সেরা ১০-এ সপ্তম হন। তারপর থেকে নিয়মিত গান করছেন তিনি। কোক স্টুডিও বাংলায় ‘বুলবুলি’, ‘দাঁড়ালে দুয়ারে’ গানের মাধ্যমে ভক্তকুলের মন কেড়ে নেন নন্দিতা। পাশাপাশি উপস্থাপনা ও মডেলিংও করছেন এই তারকা।
‘দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী’
কাজী নজরুল ইসলামের লেখা এ গান যেন নতুন করে সবার হৃদয়ে প্রেম জাগিয়েছে কোক স্টুডিও বাংলা সিজন টু এর মাধ্যমে। এই তো কিছুদিন আগের কথা, কোক স্টুডিও সিজন টু-তে কী চমৎকার করে গানটি গাইলেন সানজিদা মাহমুদ নন্দিতা। সঙ্গে ছিলেন সহশিল্পী মুকুল মজুমদার ঈশান।
নন্দিতা কেবল গান দিয়েই নন, ফ্যাশন ভাবনা দিয়েও নাড়িয়ে দিয়েছেন ভক্তদের হৃদয়। গয়নার নকশাকার লোরা খানের গয়নার ফেসবুক পেজ ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’তে বরাবরই দেখা মেলে লাস্য়ময়ী নন্দিতার। তাঁর ‘অ্যাসথেটিকস সেন্স’ বরাবরই প্রশংসা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে দারুণ সব ছবি দেখে মুগ্ধ হয়ে যেতে হয়।
এত কথা বলার একটাই কারণ। সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন নন্দিতা। ফেসবুক ও ইনস্টাগ্রামে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।
গত রোববার বিকেল চারটায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করেছিলেন নন্দিতা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘এই আংটি পেলাম।’ সাবেকি আমলের বাগদানের নকশাদার আংটি নয় সেটি। ছিমছাম একটি রিংয়ের মাঝখানে হিরে বসানো ছিল তাতে। অনামিকায় পরা আংটিসহ হাতটি ধরে ছিলেন একজন। কে তিনি? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ভক্ত অনুসারীদের মনে। নজরুলের ভাষায় বললে বলতে হবে, ‘কে তুমি জাদুকরী, বলো কে তুমি জাদুকরী?’ এই জাদুকরের নাম মুফরাত। তিনি নন্দিত সংগীতশিল্পী শাকিলা জাফরের পুত্র। জানা গেছে, আগামী ১ মার্চ ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নন্দিতা–মুফরাত যুগল।
নন্দিতার ছবিগুলো পোস্ট করার পর তাঁকে সংগীতশিল্পী আঁখি আলমগীর, পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক, অভিনেত্রী ঐন্দ্রিলাসহ আরও অনেকে অভিনন্দন জানিয়েছেন।
ফরিদপুরের মেয়ে নন্দিতা পড়ালেখা করেছেন মুন্সিগঞ্জে। এরপর রাজধানী ঢাকার সিটি কলেজে ভর্তি হওয়ার পর ছায়ানটে গান শিখতে শুরু করেন। ২০১৩ সালে আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার সময় ‘বাংলাদেশি আইডল’ রিয়্যালিটি শোয়ে অংশ নেন নন্দিতা। সেখানে সেরা ১০-এ সপ্তম হন। তারপর থেকে নিয়মিত গান করছেন তিনি। কোক স্টুডিও বাংলায় ‘বুলবুলি’, ‘দাঁড়ালে দুয়ারে’ গানের মাধ্যমে ভক্তকুলের মন কেড়ে নেন নন্দিতা। পাশাপাশি উপস্থাপনা ও মডেলিংও করছেন এই তারকা।
মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এ বছরের খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগেবন্ধু বা পরিবারের সঙ্গে কোনো বুফে রেস্টুরেন্টে ঢুকলেন। চোখের সামনে লম্বা টেবিলে সাজানো খাবার, নানান রঙের সালাদ, গরম ধোঁয়া ওঠা মাংস, মিষ্টি, ফল। খাবারের ঘ্রাণ যেন আপনাকে কাছে টানছে। কিন্তু দেখা যায়, অনেকে অল্প কিছু খেয়েই পেট ভরিয়ে ফেলেন। এত আশা করে বুফে খেতে যাওয়া যেন জলে গেল। এমনটা হতেই পারে, যদি
১১ ঘণ্টা আগেকোনো কোনো দেশে জনগণ তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি প্রবল আস্থা প্রকাশ করে। আবার কিছু দেশে সরকারের প্রতি ব্যাপক সংশয় ও অবিশ্বাস বিরাজ করে। সরকারের প্রতি জনগণের বিশ্বাস দেশভেদে ব্যাপকভাবে ভিন্ন বলে জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
১২ ঘণ্টা আগেপ্রতিবারই পরিকল্পনা করেন, কিন্তু কর্মক্ষেত্র আর বাড়িতে সমানতালে ব্যস্ত থাকায় পূজায় মিষ্টিমুখের জন্য ভরসা করতে হয় মিষ্টির দোকান আর অনলাইন-ভিত্তিক খাবারের পেজগুলোর ওপর। এবার আটঘাট বেঁধেই পরিকল্পনা করেছেন, অল্প করে হলেও ঘরেই তৈরি হবে দশমীর খাবার। আর শেষপাতে থাকবে মিষ্টিমুখের আয়োজন।
১৪ ঘণ্টা আগে