তাসনুভা হাসান
ফ্যাশনের একটি অঙ্গ হয়ে উঠেছে চুলের সাজসজ্জা। আধুনিক স্টাইলিংয়ে মাথার ব্যান্ড অপরিহার্য অনুষঙ্গ। এটি শুধু চুল গুছিয়ে রাখার জন্য নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশ এবং ফ্যাশন স্টেটমেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়। বর্তমানে স্টাইলিংয়ের দুনিয়ায় বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এগুলো চুলের সাধারণ সাজকে করে তোলে আকর্ষণীয় ও ট্রেন্ডি।
বো টাই ব্যান্ড
বো টাই ব্যান্ড একটি চিরন্তন ফ্যাশন অনুষঙ্গ। এটি আপনাকে রোমান্টিক ও গ্ল্যামারাস লুক দিতে সাহায্য করে।
কীভাবে সাজাবেন
খোলা চুলে: খোলা চুলে সামনের দিকে বো টাই ব্যান্ড পরুন। এটি কফি ডেট কিংবা গ্রীষ্মকালীন আউটফিটের সঙ্গে দারুণ মানানসই।
বিনুনিতে: চুলের বিনুনিতে বো টাই ব্যান্ড লাগিয়ে নিন। এটি চুলের সাধারণ লুকেও এনে দেবে নতুন মাত্রা।
হাফ আপডু স্টাইলে: সামনের চুল পেছনে তুলে বো টাই ব্যান্ড দিয়ে আটকে দিন। এটি ক্ল্যাসি এবং সহজ স্টাইল।
ব্লসম ব্যান্ড
ফুলের ডিজাইনের ব্লসম ব্যান্ড যেকোনো সাজে একধরনের কোমলতা আর সজীবতা এনে দেয়। উৎসবসহ যেকোনো অনুষ্ঠানের জন্য এটি উপযুক্ত।
কীভাবে সাজাবেন
ওয়েভি বা কার্লি চুলে: কার্লি বা ওয়েভি চুলের সঙ্গে ব্লসম ব্যান্ড লাগালে চুল আরও আকর্ষণীয় দেখায়।
লো খোঁপায়: চুলের নিচু খোঁপায় ব্লসম ব্যান্ড ব্যবহার করলে এটি একটি দৃষ্টিনন্দন ও রুচিশীল লুক তৈরি করে।
সাইড স্লিক লুকে: এক পাশে চুল ঢেকে তার সঙ্গে ব্লসম ব্যান্ড ব্যবহার করুন। এটি আপনাকে দেবদূতের মতো লুক দেবে।
বাটারফ্লাই ক্লিপ
বাটারফ্লাই ক্লিপ চুলের সাজকে করে তোলে কিউট, ইউনিক ও ঝলমলে। এটি বিশেষত তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
কীভাবে সাজাবেন
হাফ আপডু: মাথার সামনের কিছু চুল তুলে পেছনে বাটারফ্লাই ক্লিপ দিয়ে আটকে দিন। এটি সহজ ও কিউট লুক দেয়।
সাইড পিন: এক পাশের চুল আলগা রেখে বাটারফ্লাই ক্লিপ দিয়ে সেট করুন। এটি ক্যাজুয়াল ও ফ্যাশনেবল।
মিনি বান: চুলের ছোট ছোট মিনি বান তৈরি করে বাটারফ্লাই ক্লিপ লাগিয়ে নিন। এটি ট্রেন্ডি ও ফান লুক দেয়।
সঠিক ব্যান্ড বা ক্লিপ বেছে নেবেন যেভাবে
পোশাকের সঙ্গে মিল: রং ও নকশা যেন আপনার পোশাকের সঙ্গে মানানসই হয়।
উপলক্ষ অনুযায়ী: দৈনন্দিন সাজে সিম্পল ডিজাইন এবং অনুষ্ঠানে চমকপ্রদ ব্যান্ড বা ক্লিপ ব্যবহার করুন।
চুলের ধরন অনুযায়ী: ভারী চুলের জন্য বড় ব্যান্ড বা শক্তিশালী ক্লিপ বেছে নিন।
সাজের টিপস
বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ চুলের সাজসজ্জায় নতুনত্ব এনেছে। সঠিকভাবে এই অনুষঙ্গগুলো ব্যবহার করলে যেকোনো সাধারণ সাজে আভিজাত্যের ছোঁয়া যোগ করা যায়। প্রতিদিনের ক্যাজুয়াল লুক হোক বা বিশেষ কোনো অনুষ্ঠানের সাজ—এই অনুষঙ্গগুলো দিয়ে আপনি নিজের ফ্যাশন স্টাইলকে আরও অনন্য করে তুলতে পারেন।
ফ্যাশনের একটি অঙ্গ হয়ে উঠেছে চুলের সাজসজ্জা। আধুনিক স্টাইলিংয়ে মাথার ব্যান্ড অপরিহার্য অনুষঙ্গ। এটি শুধু চুল গুছিয়ে রাখার জন্য নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশ এবং ফ্যাশন স্টেটমেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়। বর্তমানে স্টাইলিংয়ের দুনিয়ায় বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এগুলো চুলের সাধারণ সাজকে করে তোলে আকর্ষণীয় ও ট্রেন্ডি।
বো টাই ব্যান্ড
বো টাই ব্যান্ড একটি চিরন্তন ফ্যাশন অনুষঙ্গ। এটি আপনাকে রোমান্টিক ও গ্ল্যামারাস লুক দিতে সাহায্য করে।
কীভাবে সাজাবেন
খোলা চুলে: খোলা চুলে সামনের দিকে বো টাই ব্যান্ড পরুন। এটি কফি ডেট কিংবা গ্রীষ্মকালীন আউটফিটের সঙ্গে দারুণ মানানসই।
বিনুনিতে: চুলের বিনুনিতে বো টাই ব্যান্ড লাগিয়ে নিন। এটি চুলের সাধারণ লুকেও এনে দেবে নতুন মাত্রা।
হাফ আপডু স্টাইলে: সামনের চুল পেছনে তুলে বো টাই ব্যান্ড দিয়ে আটকে দিন। এটি ক্ল্যাসি এবং সহজ স্টাইল।
ব্লসম ব্যান্ড
ফুলের ডিজাইনের ব্লসম ব্যান্ড যেকোনো সাজে একধরনের কোমলতা আর সজীবতা এনে দেয়। উৎসবসহ যেকোনো অনুষ্ঠানের জন্য এটি উপযুক্ত।
কীভাবে সাজাবেন
ওয়েভি বা কার্লি চুলে: কার্লি বা ওয়েভি চুলের সঙ্গে ব্লসম ব্যান্ড লাগালে চুল আরও আকর্ষণীয় দেখায়।
লো খোঁপায়: চুলের নিচু খোঁপায় ব্লসম ব্যান্ড ব্যবহার করলে এটি একটি দৃষ্টিনন্দন ও রুচিশীল লুক তৈরি করে।
সাইড স্লিক লুকে: এক পাশে চুল ঢেকে তার সঙ্গে ব্লসম ব্যান্ড ব্যবহার করুন। এটি আপনাকে দেবদূতের মতো লুক দেবে।
বাটারফ্লাই ক্লিপ
বাটারফ্লাই ক্লিপ চুলের সাজকে করে তোলে কিউট, ইউনিক ও ঝলমলে। এটি বিশেষত তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
কীভাবে সাজাবেন
হাফ আপডু: মাথার সামনের কিছু চুল তুলে পেছনে বাটারফ্লাই ক্লিপ দিয়ে আটকে দিন। এটি সহজ ও কিউট লুক দেয়।
সাইড পিন: এক পাশের চুল আলগা রেখে বাটারফ্লাই ক্লিপ দিয়ে সেট করুন। এটি ক্যাজুয়াল ও ফ্যাশনেবল।
মিনি বান: চুলের ছোট ছোট মিনি বান তৈরি করে বাটারফ্লাই ক্লিপ লাগিয়ে নিন। এটি ট্রেন্ডি ও ফান লুক দেয়।
সঠিক ব্যান্ড বা ক্লিপ বেছে নেবেন যেভাবে
পোশাকের সঙ্গে মিল: রং ও নকশা যেন আপনার পোশাকের সঙ্গে মানানসই হয়।
উপলক্ষ অনুযায়ী: দৈনন্দিন সাজে সিম্পল ডিজাইন এবং অনুষ্ঠানে চমকপ্রদ ব্যান্ড বা ক্লিপ ব্যবহার করুন।
চুলের ধরন অনুযায়ী: ভারী চুলের জন্য বড় ব্যান্ড বা শক্তিশালী ক্লিপ বেছে নিন।
সাজের টিপস
বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ চুলের সাজসজ্জায় নতুনত্ব এনেছে। সঠিকভাবে এই অনুষঙ্গগুলো ব্যবহার করলে যেকোনো সাধারণ সাজে আভিজাত্যের ছোঁয়া যোগ করা যায়। প্রতিদিনের ক্যাজুয়াল লুক হোক বা বিশেষ কোনো অনুষ্ঠানের সাজ—এই অনুষঙ্গগুলো দিয়ে আপনি নিজের ফ্যাশন স্টাইলকে আরও অনন্য করে তুলতে পারেন।
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
৪ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
৬ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
১ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
১ দিন আগে