তাসনুভা হাসান
ফ্যাশনের একটি অঙ্গ হয়ে উঠেছে চুলের সাজসজ্জা। আধুনিক স্টাইলিংয়ে মাথার ব্যান্ড অপরিহার্য অনুষঙ্গ। এটি শুধু চুল গুছিয়ে রাখার জন্য নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশ এবং ফ্যাশন স্টেটমেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়। বর্তমানে স্টাইলিংয়ের দুনিয়ায় বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এগুলো চুলের সাধারণ সাজকে করে তোলে আকর্ষণীয় ও ট্রেন্ডি।
বো টাই ব্যান্ড
বো টাই ব্যান্ড একটি চিরন্তন ফ্যাশন অনুষঙ্গ। এটি আপনাকে রোমান্টিক ও গ্ল্যামারাস লুক দিতে সাহায্য করে।
কীভাবে সাজাবেন
খোলা চুলে: খোলা চুলে সামনের দিকে বো টাই ব্যান্ড পরুন। এটি কফি ডেট কিংবা গ্রীষ্মকালীন আউটফিটের সঙ্গে দারুণ মানানসই।
বিনুনিতে: চুলের বিনুনিতে বো টাই ব্যান্ড লাগিয়ে নিন। এটি চুলের সাধারণ লুকেও এনে দেবে নতুন মাত্রা।
হাফ আপডু স্টাইলে: সামনের চুল পেছনে তুলে বো টাই ব্যান্ড দিয়ে আটকে দিন। এটি ক্ল্যাসি এবং সহজ স্টাইল।
ব্লসম ব্যান্ড
ফুলের ডিজাইনের ব্লসম ব্যান্ড যেকোনো সাজে একধরনের কোমলতা আর সজীবতা এনে দেয়। উৎসবসহ যেকোনো অনুষ্ঠানের জন্য এটি উপযুক্ত।
কীভাবে সাজাবেন
ওয়েভি বা কার্লি চুলে: কার্লি বা ওয়েভি চুলের সঙ্গে ব্লসম ব্যান্ড লাগালে চুল আরও আকর্ষণীয় দেখায়।
লো খোঁপায়: চুলের নিচু খোঁপায় ব্লসম ব্যান্ড ব্যবহার করলে এটি একটি দৃষ্টিনন্দন ও রুচিশীল লুক তৈরি করে।
সাইড স্লিক লুকে: এক পাশে চুল ঢেকে তার সঙ্গে ব্লসম ব্যান্ড ব্যবহার করুন। এটি আপনাকে দেবদূতের মতো লুক দেবে।
বাটারফ্লাই ক্লিপ
বাটারফ্লাই ক্লিপ চুলের সাজকে করে তোলে কিউট, ইউনিক ও ঝলমলে। এটি বিশেষত তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
কীভাবে সাজাবেন
হাফ আপডু: মাথার সামনের কিছু চুল তুলে পেছনে বাটারফ্লাই ক্লিপ দিয়ে আটকে দিন। এটি সহজ ও কিউট লুক দেয়।
সাইড পিন: এক পাশের চুল আলগা রেখে বাটারফ্লাই ক্লিপ দিয়ে সেট করুন। এটি ক্যাজুয়াল ও ফ্যাশনেবল।
মিনি বান: চুলের ছোট ছোট মিনি বান তৈরি করে বাটারফ্লাই ক্লিপ লাগিয়ে নিন। এটি ট্রেন্ডি ও ফান লুক দেয়।
সঠিক ব্যান্ড বা ক্লিপ বেছে নেবেন যেভাবে
পোশাকের সঙ্গে মিল: রং ও নকশা যেন আপনার পোশাকের সঙ্গে মানানসই হয়।
উপলক্ষ অনুযায়ী: দৈনন্দিন সাজে সিম্পল ডিজাইন এবং অনুষ্ঠানে চমকপ্রদ ব্যান্ড বা ক্লিপ ব্যবহার করুন।
চুলের ধরন অনুযায়ী: ভারী চুলের জন্য বড় ব্যান্ড বা শক্তিশালী ক্লিপ বেছে নিন।
সাজের টিপস
বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ চুলের সাজসজ্জায় নতুনত্ব এনেছে। সঠিকভাবে এই অনুষঙ্গগুলো ব্যবহার করলে যেকোনো সাধারণ সাজে আভিজাত্যের ছোঁয়া যোগ করা যায়। প্রতিদিনের ক্যাজুয়াল লুক হোক বা বিশেষ কোনো অনুষ্ঠানের সাজ—এই অনুষঙ্গগুলো দিয়ে আপনি নিজের ফ্যাশন স্টাইলকে আরও অনন্য করে তুলতে পারেন।
ফ্যাশনের একটি অঙ্গ হয়ে উঠেছে চুলের সাজসজ্জা। আধুনিক স্টাইলিংয়ে মাথার ব্যান্ড অপরিহার্য অনুষঙ্গ। এটি শুধু চুল গুছিয়ে রাখার জন্য নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশ এবং ফ্যাশন স্টেটমেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়। বর্তমানে স্টাইলিংয়ের দুনিয়ায় বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এগুলো চুলের সাধারণ সাজকে করে তোলে আকর্ষণীয় ও ট্রেন্ডি।
বো টাই ব্যান্ড
বো টাই ব্যান্ড একটি চিরন্তন ফ্যাশন অনুষঙ্গ। এটি আপনাকে রোমান্টিক ও গ্ল্যামারাস লুক দিতে সাহায্য করে।
কীভাবে সাজাবেন
খোলা চুলে: খোলা চুলে সামনের দিকে বো টাই ব্যান্ড পরুন। এটি কফি ডেট কিংবা গ্রীষ্মকালীন আউটফিটের সঙ্গে দারুণ মানানসই।
বিনুনিতে: চুলের বিনুনিতে বো টাই ব্যান্ড লাগিয়ে নিন। এটি চুলের সাধারণ লুকেও এনে দেবে নতুন মাত্রা।
হাফ আপডু স্টাইলে: সামনের চুল পেছনে তুলে বো টাই ব্যান্ড দিয়ে আটকে দিন। এটি ক্ল্যাসি এবং সহজ স্টাইল।
ব্লসম ব্যান্ড
ফুলের ডিজাইনের ব্লসম ব্যান্ড যেকোনো সাজে একধরনের কোমলতা আর সজীবতা এনে দেয়। উৎসবসহ যেকোনো অনুষ্ঠানের জন্য এটি উপযুক্ত।
কীভাবে সাজাবেন
ওয়েভি বা কার্লি চুলে: কার্লি বা ওয়েভি চুলের সঙ্গে ব্লসম ব্যান্ড লাগালে চুল আরও আকর্ষণীয় দেখায়।
লো খোঁপায়: চুলের নিচু খোঁপায় ব্লসম ব্যান্ড ব্যবহার করলে এটি একটি দৃষ্টিনন্দন ও রুচিশীল লুক তৈরি করে।
সাইড স্লিক লুকে: এক পাশে চুল ঢেকে তার সঙ্গে ব্লসম ব্যান্ড ব্যবহার করুন। এটি আপনাকে দেবদূতের মতো লুক দেবে।
বাটারফ্লাই ক্লিপ
বাটারফ্লাই ক্লিপ চুলের সাজকে করে তোলে কিউট, ইউনিক ও ঝলমলে। এটি বিশেষত তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
কীভাবে সাজাবেন
হাফ আপডু: মাথার সামনের কিছু চুল তুলে পেছনে বাটারফ্লাই ক্লিপ দিয়ে আটকে দিন। এটি সহজ ও কিউট লুক দেয়।
সাইড পিন: এক পাশের চুল আলগা রেখে বাটারফ্লাই ক্লিপ দিয়ে সেট করুন। এটি ক্যাজুয়াল ও ফ্যাশনেবল।
মিনি বান: চুলের ছোট ছোট মিনি বান তৈরি করে বাটারফ্লাই ক্লিপ লাগিয়ে নিন। এটি ট্রেন্ডি ও ফান লুক দেয়।
সঠিক ব্যান্ড বা ক্লিপ বেছে নেবেন যেভাবে
পোশাকের সঙ্গে মিল: রং ও নকশা যেন আপনার পোশাকের সঙ্গে মানানসই হয়।
উপলক্ষ অনুযায়ী: দৈনন্দিন সাজে সিম্পল ডিজাইন এবং অনুষ্ঠানে চমকপ্রদ ব্যান্ড বা ক্লিপ ব্যবহার করুন।
চুলের ধরন অনুযায়ী: ভারী চুলের জন্য বড় ব্যান্ড বা শক্তিশালী ক্লিপ বেছে নিন।
সাজের টিপস
বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ চুলের সাজসজ্জায় নতুনত্ব এনেছে। সঠিকভাবে এই অনুষঙ্গগুলো ব্যবহার করলে যেকোনো সাধারণ সাজে আভিজাত্যের ছোঁয়া যোগ করা যায়। প্রতিদিনের ক্যাজুয়াল লুক হোক বা বিশেষ কোনো অনুষ্ঠানের সাজ—এই অনুষঙ্গগুলো দিয়ে আপনি নিজের ফ্যাশন স্টাইলকে আরও অনন্য করে তুলতে পারেন।
থাইল্যান্ড ভ্রমণ মানে বেশির ভাগ পর্যটকের কাছে ব্যাংক বা ফুকেট। কিন্তু যাঁরা প্রকৃতির কাছাকাছি গিয়ে ভ্রমণ উপভোগ করতে চান, তাঁদের জন্য উত্তরাঞ্চলের শহর চিয়াং মাই শহরকে স্বর্গ বললে ভুল হবে না। পাহাড়, নদী, অরণ্য আর সংস্কৃতির মেলবন্ধনে এই চিয়াং মাই শহর। এই গন্তব্যে কখন যাওয়া সবচেয়ে ভালো, সেটি আগে থাক
৮ ঘণ্টা আগেবিমানভাড়া দিন দিন বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লাগেজের চার্জ। এ ছাড়া আছে সিট নির্বাচনের জন্য ফি, এমনকি খাবার-পানীয়ের জন্য অতিরিক্ত খরচ। বিমানের বিজ্ঞাপনে দেখানো ভাড়ার সঙ্গে অতিরিক্ত চার্জ যোগ করার বিষয়টি বিমানযাত্রীদের জন্য বিশাল এক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
৮ ঘণ্টা আগেসুইজারল্যান্ডের গ্রাউবুন্ডেন ক্যান্টনের ভেতরে অবস্থিত একটি শহর চুর; যাকে বলা হয় সুইজারল্যান্ডের প্রাচীনতম শহর। প্রাগৈতিহাসিক কালের পদচিহ্ন, রোমান সাম্রাজ্যের প্রতিধ্বনি এবং মধ্যযুগের মনোমুগ্ধকর আকর্ষণ নিয়ে এই শহর এক অনন্য ঐতিহ্য বহন করে।
৯ ঘণ্টা আগেদুধ দিয়ে সেমাই তো আছেই, তা ছাড়াও সেমাই দিয়ে কত ধরনের খাবারই না রান্না করা যায়! সবগুলোই অবশ্য ডেজার্ট। বাড়িতে কোনো আয়োজন থাকলে এবার সেমাই দিয়েই তাতে আনুন ভিন্ন স্বাদ। আপনাদের জন্য সে ধরনের একটি ডেজার্টের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৪ ঘণ্টা আগে