ভয়ানক দুটি পাপ–যা মানুষ সহজেই করে
পাপ হলো এমন এক কাজ, যা নৈতিক, ধর্মীয় বা সামাজিক দৃষ্টিভঙ্গিতে ভুল বা নিষিদ্ধ বলে বিবেচিত। এটি মানুষের বিবেক ভারাক্রান্ত করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। পাপের ফলে মানুষ আত্মগ্লানি, দুঃখ ও অনুশোচনায় ভোগে। তবে এমন কিছু পাপ রয়েছে, যেগুলো মানুষ সহজেই করে ফেলে।