আবরার নাঈম
পাপ হলো এমন এক কাজ, যা নৈতিক, ধর্মীয় বা সামাজিক দৃষ্টিভঙ্গিতে ভুল বা নিষিদ্ধ বলে বিবেচিত। এটি মানুষের বিবেক ভারাক্রান্ত করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। পাপের ফলে মানুষ আত্মগ্লানি, দুঃখ ও অনুশোচনায় ভোগে। তবে এমন কিছু পাপ রয়েছে, যেগুলো মানুষ সহজেই করে ফেলে। কখনো এ পাপকে খুবই হালকা মনে করে। যেমন ১. মিথ্যা কথা বলা। ২. গিবত করা। নিম্নে সংক্ষিপ্তাকারে তার স্বরূপ ও ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করা হলো।
মিথ্যা কথা বলা: মানুষ এত সহজে মিথ্যা কথা বলে যে, অবস্থাদৃষ্টে মনে হয় এটা কোনো পাপই নয়। চাকরি, ব্যবসা, এমনকি মানুষ মজার ছলেও মিথ্যা বলে। অথচ সদা সত্য কথা বলার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং সত্য কথা বল। (সুরা আহজাব: ৭০)। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ এবং মুনাফেকির লক্ষ্মণ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, মুনাফেকের চিহ্ন হলো তিনটি—১. কথা বললে মিথ্যা বলে। ২. ওয়াদা করলে তা ভঙ্গ করে। ৩. আমানত রাখা হলে তা খিয়ানত করে। (রিয়াজুস সালেহিন: ৬৯৪)
গিবত করা: গিবত অর্থ হলো কারও আড়ালে তার দোষ চর্চা করা। গিবত অতি ঘৃণ্য ও জঘন্য অপরাধ। পবিত্র কোরআনের ভাষ্যমতে, গিবতকারী আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণকারীর সমতুল্য। বাস্তবে কেউ কি নিজের মৃত ভাইয়ের গোশত খায় বা খাবে! এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা একে অপরের গিবত কর না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? বস্তুত তোমরা একে ঘৃণাই কর। (সুরা হুজুরাত: ১২। হাদিসে গিবত জিনার চেয়ে ভয়ংকর বলে উল্লেখ আছে। কারণ এ গিবতের অনিবার্য ফলাফল হলো মানুষের মধ্যে কলহ-বিবাদ ও হিংসা-বিদ্বেষ সৃষ্টি করা, যা একসময় হত্যা পর্যন্ত গড়ায়।
পাপ হলো এমন এক কাজ, যা নৈতিক, ধর্মীয় বা সামাজিক দৃষ্টিভঙ্গিতে ভুল বা নিষিদ্ধ বলে বিবেচিত। এটি মানুষের বিবেক ভারাক্রান্ত করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। পাপের ফলে মানুষ আত্মগ্লানি, দুঃখ ও অনুশোচনায় ভোগে। তবে এমন কিছু পাপ রয়েছে, যেগুলো মানুষ সহজেই করে ফেলে। কখনো এ পাপকে খুবই হালকা মনে করে। যেমন ১. মিথ্যা কথা বলা। ২. গিবত করা। নিম্নে সংক্ষিপ্তাকারে তার স্বরূপ ও ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করা হলো।
মিথ্যা কথা বলা: মানুষ এত সহজে মিথ্যা কথা বলে যে, অবস্থাদৃষ্টে মনে হয় এটা কোনো পাপই নয়। চাকরি, ব্যবসা, এমনকি মানুষ মজার ছলেও মিথ্যা বলে। অথচ সদা সত্য কথা বলার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং সত্য কথা বল। (সুরা আহজাব: ৭০)। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ এবং মুনাফেকির লক্ষ্মণ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, মুনাফেকের চিহ্ন হলো তিনটি—১. কথা বললে মিথ্যা বলে। ২. ওয়াদা করলে তা ভঙ্গ করে। ৩. আমানত রাখা হলে তা খিয়ানত করে। (রিয়াজুস সালেহিন: ৬৯৪)
গিবত করা: গিবত অর্থ হলো কারও আড়ালে তার দোষ চর্চা করা। গিবত অতি ঘৃণ্য ও জঘন্য অপরাধ। পবিত্র কোরআনের ভাষ্যমতে, গিবতকারী আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণকারীর সমতুল্য। বাস্তবে কেউ কি নিজের মৃত ভাইয়ের গোশত খায় বা খাবে! এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা একে অপরের গিবত কর না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? বস্তুত তোমরা একে ঘৃণাই কর। (সুরা হুজুরাত: ১২। হাদিসে গিবত জিনার চেয়ে ভয়ংকর বলে উল্লেখ আছে। কারণ এ গিবতের অনিবার্য ফলাফল হলো মানুষের মধ্যে কলহ-বিবাদ ও হিংসা-বিদ্বেষ সৃষ্টি করা, যা একসময় হত্যা পর্যন্ত গড়ায়।
মানুষের জীবনের প্রতিটি কাজের মধ্যে মহানবী (সা.)-এর উত্তম আদর্শ বিদ্যমান। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি অধ্যায় তাঁর দেখানো পথ অনুসরণ করে সাজানো উচিত। খাবার গ্রহণ জীবনের একটি অপরিহার্য কাজ। যদি এ খাবার গ্রহণও মহানবী (সা.)-এর সুন্নাহ অনুযায়ী করা হয়, তাহলে ক্ষুধার নিবারণ হওয়ার পাশাপাশি এর মাধ্যমে...
১ দিন আগেজুমার খুতবা চলাকালে মোবাইল ব্যবহার করা যাবে? যেমন ফেসবুক স্ক্রল করা, মেসেঞ্জার চেক করা ইত্যাদি। এ বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
২ দিন আগেজুমার নামাজ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতে হয়। এটি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। প্রাপ্তবয়স্ক ও মানসিকভাবে সুস্থ সব পুরুষের জন্য জুমার নামাজ আদায় করা ফরজ। জুমার খুতবা শোনাও ওয়াজিব। তাই জুমার জন্য আগেভাগে প্রস্তুতি নিয়ে মসজিদে উপস্থিত হওয়া মুমিনের...
২ দিন আগেজুলুম এক অন্ধকার, যা মানবতাকে গ্রাস করার চেষ্টা করেছে প্রতিটি যুগে। কিন্তু চিরন্তন সত্য হলো, জুলুম ক্ষণস্থায়ী, আর মজলুমের বিজয় সুনিশ্চিত। মজলুমের কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। নবীজি (সা.) সতর্ক করে বলেছেন, ‘মজলুমের দোয়াকে ভয় করো। কারণ, তার (দোয়া) এবং আল্লা
২ দিন আগে