Ajker Patrika

সুইফটের পর এবার মাস্টারকার্ড থেকে নিষিদ্ধ হলো রাশিয়া

আপডেট : ০১ মার্চ ২০২২, ১০: ৫৯
সুইফটের পর এবার মাস্টারকার্ড থেকে নিষিদ্ধ হলো রাশিয়া

আর্থিক লেনদেনের আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক মাস্টারকার্ড তাদের ‘ট্রানজিকশন’ থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেছে। আজ মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ হামলার কারণে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে মাস্টাকার্ড তাদের পেমেন্ট গেটওয়ে থেকে রাশিয়ার লেনদের বন্ধ করে দিয়েছে।

এদিকে মাস্টারকার্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ অনেক দেশ রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই নিষেধাজ্ঞার অংশ হিসেবে আমরা রাশিয়াকে মাস্টারকার্ড পেমেন্ট নেটওয়ার্ক থেকে ব্লক করছি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের প্রথম অগ্রাধিকার হলো আমাদের কর্মচারী এবং তাদের পরিবারের মঙ্গল। আমরা আমাদের কর্মীদের এই সংকটের মধ্যে ফেলতে চাই না।

এর আগে আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবার সেই দলে যোগ দিল মাস্টারকার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত