যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ফাইজার-বায়োএনটেকের তরি করোনা টিকার পূর্ণ অনুমোদন দিয়েছে। ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য এই পূর্ণাঙ্গ অনুমোদনের ঘোষণা আজ সোমবার দেওয়া হয়। এর মধ্য দিয়ে এফডিএর পূর্ণ অনুমোদন পাওয়া প্রথম করোনা টিকার তকমা পেল ফাইজারের টিকা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, আজ সোমবার ১৬ ও তদূর্ধ্ব বয়সীদের ওপর প্রয়োগের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি করা করোনা টিকাকে পূর্ণ অনুমোদন দিয়েছে এফডিএ। এ সম্পর্কিত ঘোষণায় এফিডএ জানায়, এই টিকা কোমিরনাটি নামে বাজারজাত হবে।
এত দিন ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন নিয়ে চলছিল। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি এফডিএ এই জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। গত মে মাসে এই অনুমোদনের পরিসর ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য বাড়ানো হয়।
এফডিএর নতুন ঘোষণায় বলা হয়, এই টিকা এখন ১৬ বছর ও তার বেশি বয়সীদের জন্য পূর্ণ অনুমোদন পেল। আর ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য জরুরি ব্যবহারের অনুমতি আগের মতোই থাকছে। এ ছাড়া যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য এর তৃতীয় ডোজও নেওয়া যাবে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টিকা নেওয়া ১৭ কোটি মানুষের মধ্যে ৯ কোটি ২০ লাখের বেশি মানুষ ফাইজারের টিকা পেয়েছে।
এ সম্পর্কিত বক্তব্যে এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার ড. জেনেট উডকক বলেন, ব্যাপক যাচাই-বাছাই শেষে বিভিন্ন টিকাকে জরুরি ব্যবহারের অনুমিত দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রথম টিকা হিসেবে পূর্ণ অনুমোদন পেয়েছে ফাইজারের টিকা। কারণ এটি নিরাপত্তা, কার্যকারিতা ও উৎপাদন মান সব বিবেচনাতেই এফডিএর গোল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী মান ধরে রাখতে পেরেছে। এটি করোনাভাইরাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে এই অনুমোদন খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।
এফডিএ কর্মকর্তারা বলছেন, এই অনুমোদনের ফলে যারা এখনো টিকা নেননি, তাঁরাও টিকা গ্রহণে আগ্রহী হবেন। ফলে আরও অনেকেই টিকার আওতায় আসবে, যা কোভিডের বিরুদ্ধে যুদ্ধকে অনেক সহজ করে দেবে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ফাইজার-বায়োএনটেকের তরি করোনা টিকার পূর্ণ অনুমোদন দিয়েছে। ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য এই পূর্ণাঙ্গ অনুমোদনের ঘোষণা আজ সোমবার দেওয়া হয়। এর মধ্য দিয়ে এফডিএর পূর্ণ অনুমোদন পাওয়া প্রথম করোনা টিকার তকমা পেল ফাইজারের টিকা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, আজ সোমবার ১৬ ও তদূর্ধ্ব বয়সীদের ওপর প্রয়োগের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি করা করোনা টিকাকে পূর্ণ অনুমোদন দিয়েছে এফডিএ। এ সম্পর্কিত ঘোষণায় এফিডএ জানায়, এই টিকা কোমিরনাটি নামে বাজারজাত হবে।
এত দিন ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন নিয়ে চলছিল। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি এফডিএ এই জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। গত মে মাসে এই অনুমোদনের পরিসর ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য বাড়ানো হয়।
এফডিএর নতুন ঘোষণায় বলা হয়, এই টিকা এখন ১৬ বছর ও তার বেশি বয়সীদের জন্য পূর্ণ অনুমোদন পেল। আর ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য জরুরি ব্যবহারের অনুমতি আগের মতোই থাকছে। এ ছাড়া যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য এর তৃতীয় ডোজও নেওয়া যাবে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টিকা নেওয়া ১৭ কোটি মানুষের মধ্যে ৯ কোটি ২০ লাখের বেশি মানুষ ফাইজারের টিকা পেয়েছে।
এ সম্পর্কিত বক্তব্যে এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার ড. জেনেট উডকক বলেন, ব্যাপক যাচাই-বাছাই শেষে বিভিন্ন টিকাকে জরুরি ব্যবহারের অনুমিত দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রথম টিকা হিসেবে পূর্ণ অনুমোদন পেয়েছে ফাইজারের টিকা। কারণ এটি নিরাপত্তা, কার্যকারিতা ও উৎপাদন মান সব বিবেচনাতেই এফডিএর গোল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী মান ধরে রাখতে পেরেছে। এটি করোনাভাইরাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে এই অনুমোদন খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।
এফডিএ কর্মকর্তারা বলছেন, এই অনুমোদনের ফলে যারা এখনো টিকা নেননি, তাঁরাও টিকা গ্রহণে আগ্রহী হবেন। ফলে আরও অনেকেই টিকার আওতায় আসবে, যা কোভিডের বিরুদ্ধে যুদ্ধকে অনেক সহজ করে দেবে।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
২২ মিনিট আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
৩৪ মিনিট আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৩ ঘণ্টা আগেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে