Ajker Patrika

ভারত পাকিস্তান যুদ্ধ /ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ নিহত ৭

বিবিসি
আপডেট : ০৭ মে ২০২৫, ২০: ৪২
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে হামলার পর আজ বুধবার ভোরে নিরাপত্তা বাহিনী পাহারা, স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। ছবি: এএফপি
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে হামলার পর আজ বুধবার ভোরে নিরাপত্তা বাহিনী পাহারা, স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। ছবি: এএফপি

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, এদের মধ্যে কাশ্মীরের কোটলির দুই বেসামরিক নাগরিক ও বাহাওয়ালপুরে এক শিশু আছে।’

পাকিস্তানের জিও নিউজের বরাতে তিনি আরও জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর শারকিয়ায় ১২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

তিনি বলেন, একটি বাড়ি ধসে পড়ার পর এক শিশুসহ একটি পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে।

নিয়ন্ত্রণরেখার কাছে বিস্ফোরণের শব্দে এর আগে ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তান ভিম্বার গালি এলাকায় ভারতশাসিত কাশ্মীরে গোলাবর্ষণ করেছে।

স্থানীয়রা বিবিসির প্রতিবেদককে জানিয়েছেন, ভিম্বার গালির কাছে মেন্ধার এলাকাসহ একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শুনেছেন তাঁরা।

বিবিসির প্রতিবেদক বলেন, ‘আমি যেখানে আছি—শ্রীনগর শহরে—সেখানে আকাশে ঘন ঘন যুদ্ধবিমানের চলাচল দেখা যাচ্ছে।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত