Ajker Patrika

পাকিস্তানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিনকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিনকে গুলি করে হত্যা করেছেন এক পাকিস্তানি। গত বৃহস্পতিবার (৬ মার্চ) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এ ঘটনা ঘটে। গত শনিবার অভিযুক্ত আশফাককে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুন হওয়া ব্যক্তির নাম মুশতাক আহমেদ। বার্তা সংস্থা এএফপিকে তাঁর ভাই জানান, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা হয় দু’জনের। এরই জেরে আশফাককে গ্রুপ থেকে বের করে দেন মুশতাক।

পরে, সেই তর্ক-বিতর্ক মীমাংসা করতে আলোচনার সিদ্ধান্ত নেন গ্রুপ সদস্যরা। আলোচনার জন্য সবাই এক স্থানে উপস্থিত হলে, সবার সামনে বন্দুক বের করে মুশতাককে গুলি করেন আশফাক।

সীমান্তবর্তী পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠী অধ্যুষিত খাইবার পাখতুনখাওয়া অঞ্চলটিতে প্রায়শই এ ধরনের ঘটনা ঘটে। সেখানে আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়া এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতিই এসব ঘটনার জন্য দায়ী করেন স্থানীয়রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত