অনলাইন ডেস্ক
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, নিজেদের ক্ষমতা নিয়ে ভারতের যে দম্ভ ছিল, রাফাল জেটের সঙ্গে সেটাও ভূপাতিত হয়ে গেছে। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ভারতের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৬-৭ মে রাতের ঘটনায় ভারতের বহু রাফাল জেট ভূপাতিত হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বেশ কিছু অংশে হামলা চালিয়েছে ভারত। এই হামলায় এখন পর্যন্ত ভারতের ১৫ জন ও পাকিস্তানের ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাকিস্তান কর্তৃক ভারতের রাফাল জেট ভূপাতিত হওয়ার বিষয়টি চাউর হলে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা শুরু হয়। অনেকে মজা করে বলেন, এই রাফাল জেটেই হয়তো সমস্যা ছিল।
সংসদ অধিবেশনে এ বিষয়ে কথা বলতে গিয়ে ইসহাক দার বলেন, সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী ফরাসিরা বলেছেন, সমস্যা রাফাল জেটে ছিল না, বরং ভারতীয় পাইলটদেরই সমস্যা ছিল।
দার জানান, ভারত যদি আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান কঠোর জবাব দেবে। তিনি বলেন, ‘আমাদের যুদ্ধ শুরু না করার সিদ্ধান্ত ছিল। জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তান কেবল ভারতের হামলারই জবাব দেবে। এ ছাড়া কিছু করবে না।’
ইসহাক দার বলেন, ‘আমরা ভারতকে স্পষ্ট করে দিয়েছি, যদি তারা তাদের আগ্রাসী মনোভাব ত্যাগ করে, তবেই সংলাপ করা যেতে পারে।’
দার আরও বলেন, ‘আমরা পেহেলগাম হামলার বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের কথা বলেছি। এই প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের প্রশংসা করেছে। আমরা ৪০টির বেশি দেশকে পাকিস্তানের অবস্থান সম্পর্কে ব্রিফিং করেছি।’ বর্তমান উত্তেজনার পেছনে ভারতের বিদ্বেষপূর্ণ অবস্থানকে দায়ী করেন তিনি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, নিজেদের ক্ষমতা নিয়ে ভারতের যে দম্ভ ছিল, রাফাল জেটের সঙ্গে সেটাও ভূপাতিত হয়ে গেছে। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ভারতের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৬-৭ মে রাতের ঘটনায় ভারতের বহু রাফাল জেট ভূপাতিত হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বেশ কিছু অংশে হামলা চালিয়েছে ভারত। এই হামলায় এখন পর্যন্ত ভারতের ১৫ জন ও পাকিস্তানের ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাকিস্তান কর্তৃক ভারতের রাফাল জেট ভূপাতিত হওয়ার বিষয়টি চাউর হলে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা শুরু হয়। অনেকে মজা করে বলেন, এই রাফাল জেটেই হয়তো সমস্যা ছিল।
সংসদ অধিবেশনে এ বিষয়ে কথা বলতে গিয়ে ইসহাক দার বলেন, সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী ফরাসিরা বলেছেন, সমস্যা রাফাল জেটে ছিল না, বরং ভারতীয় পাইলটদেরই সমস্যা ছিল।
দার জানান, ভারত যদি আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান কঠোর জবাব দেবে। তিনি বলেন, ‘আমাদের যুদ্ধ শুরু না করার সিদ্ধান্ত ছিল। জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তান কেবল ভারতের হামলারই জবাব দেবে। এ ছাড়া কিছু করবে না।’
ইসহাক দার বলেন, ‘আমরা ভারতকে স্পষ্ট করে দিয়েছি, যদি তারা তাদের আগ্রাসী মনোভাব ত্যাগ করে, তবেই সংলাপ করা যেতে পারে।’
দার আরও বলেন, ‘আমরা পেহেলগাম হামলার বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের কথা বলেছি। এই প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের প্রশংসা করেছে। আমরা ৪০টির বেশি দেশকে পাকিস্তানের অবস্থান সম্পর্কে ব্রিফিং করেছি।’ বর্তমান উত্তেজনার পেছনে ভারতের বিদ্বেষপূর্ণ অবস্থানকে দায়ী করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে