Ajker Patrika

রাফাল জেটের মতো ভূপাতিত হয়েছে ভারতের দম্ভ: ইসহাক দার

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ মে ২০২৫, ২২: ০২
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, নিজেদের ক্ষমতা নিয়ে ভারতের যে দম্ভ ছিল, রাফাল জেটের সঙ্গে সেটাও ভূপাতিত হয়ে গেছে। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ভারতের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৬-৭ মে রাতের ঘটনায় ভারতের বহু রাফাল জেট ভূপাতিত হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বেশ কিছু অংশে হামলা চালিয়েছে ভারত। এই হামলায় এখন পর্যন্ত ভারতের ১৫ জন ও পাকিস্তানের ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তান কর্তৃক ভারতের রাফাল জেট ভূপাতিত হওয়ার বিষয়টি চাউর হলে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা শুরু হয়। অনেকে মজা করে বলেন, এই রাফাল জেটেই হয়তো সমস্যা ছিল।

সংসদ অধিবেশনে এ বিষয়ে কথা বলতে গিয়ে ইসহাক দার বলেন, সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী ফরাসিরা বলেছেন, সমস্যা রাফাল জেটে ছিল না, বরং ভারতীয় পাইলটদেরই সমস্যা ছিল।

দার জানান, ভারত যদি আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান কঠোর জবাব দেবে। তিনি বলেন, ‘আমাদের যুদ্ধ শুরু না করার সিদ্ধান্ত ছিল। জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তান কেবল ভারতের হামলারই জবাব দেবে। এ ছাড়া কিছু করবে না।’

ইসহাক দার বলেন, ‘আমরা ভারতকে স্পষ্ট করে দিয়েছি, যদি তারা তাদের আগ্রাসী মনোভাব ত্যাগ করে, তবেই সংলাপ করা যেতে পারে।’

দার আরও বলেন, ‘আমরা পেহেলগাম হামলার বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের কথা বলেছি। এই প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের প্রশংসা করেছে। আমরা ৪০টির বেশি দেশকে পাকিস্তানের অবস্থান সম্পর্কে ব্রিফিং করেছি।’ বর্তমান উত্তেজনার পেছনে ভারতের বিদ্বেষপূর্ণ অবস্থানকে দায়ী করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত