জামায়াতে ইসলামি (জেআই) করাচির প্রধান হাফিজ নাঈম-উর-রহমান ঘোষণা করেছেন, তিনি কথিত কারচুপির জন্য প্রাদেশিক পরিষদের আসনটি পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীকে ছেড়ে দিয়েছেন।
পাকিস্তানের নির্বাচন কমিশনের সরবরাহ করা ‘ফরম ৪৭’ অনুযায়ী, হাফিজ নাঈম করাচির পিএস-১২৯ নম্বরধারী ওই আসনে ২৬ হাজার ২৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই আসনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইফ বারির ভোট দেখানো হয়েছে ১১ হাজার ৩৫৭টি।
করাচিতে গণমাধ্যমের উদ্দেশে দেওয়া একটি বক্তব্যে জেআই নেতা হাফিজ নাঈম দাবি করেন, পিটিআই-সমর্থিত সাইফ বারির ভোট পাকিস্তানের নির্বাচন কমিশনের সরবরাহ করা ‘ফরম ৪৭’-এ কম দেখানো হয়েছে। এ অবস্থায় ‘ফরম ৪৫’ থেকে প্রাপ্ত তথ্যে যে ফলাফল দেখা গেছে, সেটিকে মেনে নিয়েছেন বলেও দাবি করেছেন নাইম।
জামায়াতে ইসলামি নেতা বলেন, ‘আমি এই আসনটি ছেড়ে দিচ্ছি। স্বতন্ত্র প্রার্থী সাইফ বারি সত্যিকারের পদ্ধতিতে জয়ী হয়েছেন। তাঁর ভোট ৩১ হাজার থেকে কমিয়ে ১১ হাজার দেখানো হয়েছে।’
জেআই নেতা আরও জানান, বারির ভোট হ্রাস করে নির্বাচন কমিশন ওই আসনের এমকিউএম-পি প্রার্থীর ভোট ৬ হাজার থেকে ২০ হাজারে উন্নীত করে। তারপরও আসনটিতে শেষ পর্যন্ত রানার-আপ হন এমকিউএম-পি প্রার্থী।
এদিকে দ্য ট্রিবিউন এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আসন ছেড়ে দেওয়ায় করাচির জামায়াতে ইসলামির প্রধান হাফিজ নাঈমের প্রশংসা করেছে পিটিআই।
কারাবন্দী নেতা ইমরান খানের দল পিটিআইয়ের এক্স অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে এক বিবৃতিতে হাফিজ নাঈমের সিদ্ধান্তের প্রশংসা করে অন্য রাজনৈতিক প্রার্থীদের কাছ থেকে একই ধরনের সততা দেখানোর আহ্বান জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, ‘স্বচ্ছতা ছাড়া গণতন্ত্র হয় না।’
জামায়াতে ইসলামি (জেআই) করাচির প্রধান হাফিজ নাঈম-উর-রহমান ঘোষণা করেছেন, তিনি কথিত কারচুপির জন্য প্রাদেশিক পরিষদের আসনটি পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীকে ছেড়ে দিয়েছেন।
পাকিস্তানের নির্বাচন কমিশনের সরবরাহ করা ‘ফরম ৪৭’ অনুযায়ী, হাফিজ নাঈম করাচির পিএস-১২৯ নম্বরধারী ওই আসনে ২৬ হাজার ২৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই আসনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইফ বারির ভোট দেখানো হয়েছে ১১ হাজার ৩৫৭টি।
করাচিতে গণমাধ্যমের উদ্দেশে দেওয়া একটি বক্তব্যে জেআই নেতা হাফিজ নাঈম দাবি করেন, পিটিআই-সমর্থিত সাইফ বারির ভোট পাকিস্তানের নির্বাচন কমিশনের সরবরাহ করা ‘ফরম ৪৭’-এ কম দেখানো হয়েছে। এ অবস্থায় ‘ফরম ৪৫’ থেকে প্রাপ্ত তথ্যে যে ফলাফল দেখা গেছে, সেটিকে মেনে নিয়েছেন বলেও দাবি করেছেন নাইম।
জামায়াতে ইসলামি নেতা বলেন, ‘আমি এই আসনটি ছেড়ে দিচ্ছি। স্বতন্ত্র প্রার্থী সাইফ বারি সত্যিকারের পদ্ধতিতে জয়ী হয়েছেন। তাঁর ভোট ৩১ হাজার থেকে কমিয়ে ১১ হাজার দেখানো হয়েছে।’
জেআই নেতা আরও জানান, বারির ভোট হ্রাস করে নির্বাচন কমিশন ওই আসনের এমকিউএম-পি প্রার্থীর ভোট ৬ হাজার থেকে ২০ হাজারে উন্নীত করে। তারপরও আসনটিতে শেষ পর্যন্ত রানার-আপ হন এমকিউএম-পি প্রার্থী।
এদিকে দ্য ট্রিবিউন এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আসন ছেড়ে দেওয়ায় করাচির জামায়াতে ইসলামির প্রধান হাফিজ নাঈমের প্রশংসা করেছে পিটিআই।
কারাবন্দী নেতা ইমরান খানের দল পিটিআইয়ের এক্স অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে এক বিবৃতিতে হাফিজ নাঈমের সিদ্ধান্তের প্রশংসা করে অন্য রাজনৈতিক প্রার্থীদের কাছ থেকে একই ধরনের সততা দেখানোর আহ্বান জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, ‘স্বচ্ছতা ছাড়া গণতন্ত্র হয় না।’
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যেদিন দ্বিতীয় মেয়াদের শপথ নেন, সেদিন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক বলেছিলেন, ‘জয়ের অনুভূতি হয়তো সত্যিই এমন।’ তিনি আরও বলেছিলেন, ‘ভবিষ্যৎ নিয়ে আমি দারুণ আশাবাদী...আশাবাদ তো আমেরিকার অন্যতম প্রিয় মূল্যবোধ।’ কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরিয়ে
২৯ মিনিট আগেতেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মাত্র এক ঘণ্টার মধ্যে ভারতীয় ফ্লাইট এআই ১৩৮–এর অবতরণ করার কথা ছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪. কম-এর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি যখন তেল আবিবের বিমানবন্দরে আঘাত হানে, ভারতীয় ফ্লাইটটি তখন জর্ডানের আকাশসীমা
৩২ মিনিট আগেভারতের আসাম রাজ্যের বর্দুমসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হেফাজতে থাকা এক তরুণকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি বাহিনী হত্যাযজ্ঞের পাশাপাশি চালাচ্ছে অবরোধও। আর এতে অঞ্চলটিতে অনাহারের কারণে প্রাণহানির সংখ্যা বাড়ছে। গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইসরায়েলের টানা অবরোধের কারণে গাজায় অনাহারে থেকে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৭ জন এবং এখন পর্যন্ত অঞ্চলটিতে ইসরায়েলি হামলা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছ
১ ঘণ্টা আগে