Ajker Patrika

গাজায় অভিযান বন্ধের নির্দেশ দিয়ে ইসরায়েলি সেনাপ্রধানের বিবৃতি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৯: ৪৩
গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে ইয়াল জামির। ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে ইয়াল জামির। ছবি: সংগৃহীত

দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার মূল কিছু শর্ত মেনে নিতে রাজি হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশের পরপরই ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির, দেশটির সশস্ত্র বাহিনীকে অভিযান বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, গাজায় যুদ্ধ শেষ করে বন্দীদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে হামাস ও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন। এতে চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ মূল্যায়ন করা হয়।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে সেনাপ্রধান ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী বন্দীদের মুক্ত করার কাজ বাস্তবায়নের প্রস্তুতি নিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে এতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক নেতৃত্ব গাজা নগরীর দখল নেওয়ার অভিযান আপাতত বন্ধের নির্দেশ দিয়েছে। এর পরিবর্তে প্রতিরক্ষামূলক কর্মকাণ্ডে মনোযোগ দিতে বলা হয়েছে। এতে জোর দিয়ে বলা হয়, সেনাদের নিরাপত্তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। দক্ষিণাঞ্চলীয় কমান্ডে সেনাদের সুরক্ষায় সেনাবাহিনীর সব সক্ষমতা কাজে লাগানো হবে।

সেনাপ্রধান আরও উল্লেখ করেন, চলমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। তাই সব বাহিনীকে সতর্কতা ও প্রস্তুতি বাড়াতে হবে। পাশাপাশি যে কোনো হুমকি দ্রুত মোকাবিলার প্রয়োজনীয়তার কথাও স্পষ্ট করে দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত