আজকের পত্রিকা ডেস্ক
দৈনিক দশ ঘণ্টা করে ‘মানবিক বিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার মানবিক বিরতির এই ঘোষণার পরপরই মধ্য ও উত্তর গাজায় নতুন করে বোমাবর্ষণ শুরু করে নেতানিয়াহুর বাহিনী। এমনকি ইসরায়েলি প্রশাসনের ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রোববার ইসরায়েল জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত (স্থানীয় সময়) দেইর আল-বালাহ, গাজা সিটি ও আল-মাওয়াসি এলাকায় সামরিক অভিযান বন্ধ থাকবে এবং সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ত্রাণবাহী যানবাহনের জন্য নির্ধারিত করিডর খোলা থাকবে। কিন্তু ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গাজা সিটির এক বেকারিতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যা ঘোষণায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে বর্ণিত হয়েছিল।
এই হামলার পটভূমিতে গাজায় খাদ্য সংকট ও দুর্ভিক্ষের ভয়াবহতা নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভ বেড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনাহারে গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে আরও ছয়জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে দুই শিশুও। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জনে।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) রোববার জানায়, গাজার প্রতি তিনজনের একজন দিনে পর দিন না খেয়ে আছে, এবং প্রায় পাঁচ লাখ মানুষ ‘দুর্ভিক্ষ সদৃশ পরিস্থিতির’ মধ্যে আছে। গাজার ২০ শতাংশের বেশি গর্ভবতী ও স্তন্যদানকারী নারী অপুষ্টিতে ভুগছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনি এক নারী বলেন, ‘আমার ওজন আগে ছিল ৫৭ কেজি, এখন ৪২ কেজি। আমার ছেলের ওজনও কমেছে। আমরা মারাত্মক অপুষ্টিতে ভুগছি। বাড়িতে খাবার নেই। বাইরেও খাবার নেই। তারপরও যা পাওয়া যায়, তা এত দাম যে আমাদের সাধ্যের বাইরে।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েল নতুন করিডর খোলার অনুমতি দিলেও তা যথেষ্ট নয়। আরব আমিরাত ও জর্ডান গাজায় আকাশপথে কিছু খাদ্যসামগ্রী পাঠালেও সেগুলো নিয়েও নানা জটিলতা তৈরি হচ্ছে। আল-জাজিরার তথ্যমতে, আকাশপথে আসা একটি ত্রাণের বাক্স সরাসরি এক তাঁবুর ওপর পড়ে আহত হয়েছে কমপক্ষে ১১জন।
দৈনিক দশ ঘণ্টা করে ‘মানবিক বিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার মানবিক বিরতির এই ঘোষণার পরপরই মধ্য ও উত্তর গাজায় নতুন করে বোমাবর্ষণ শুরু করে নেতানিয়াহুর বাহিনী। এমনকি ইসরায়েলি প্রশাসনের ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রোববার ইসরায়েল জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত (স্থানীয় সময়) দেইর আল-বালাহ, গাজা সিটি ও আল-মাওয়াসি এলাকায় সামরিক অভিযান বন্ধ থাকবে এবং সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ত্রাণবাহী যানবাহনের জন্য নির্ধারিত করিডর খোলা থাকবে। কিন্তু ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গাজা সিটির এক বেকারিতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যা ঘোষণায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে বর্ণিত হয়েছিল।
এই হামলার পটভূমিতে গাজায় খাদ্য সংকট ও দুর্ভিক্ষের ভয়াবহতা নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভ বেড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনাহারে গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে আরও ছয়জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে দুই শিশুও। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জনে।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) রোববার জানায়, গাজার প্রতি তিনজনের একজন দিনে পর দিন না খেয়ে আছে, এবং প্রায় পাঁচ লাখ মানুষ ‘দুর্ভিক্ষ সদৃশ পরিস্থিতির’ মধ্যে আছে। গাজার ২০ শতাংশের বেশি গর্ভবতী ও স্তন্যদানকারী নারী অপুষ্টিতে ভুগছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনি এক নারী বলেন, ‘আমার ওজন আগে ছিল ৫৭ কেজি, এখন ৪২ কেজি। আমার ছেলের ওজনও কমেছে। আমরা মারাত্মক অপুষ্টিতে ভুগছি। বাড়িতে খাবার নেই। বাইরেও খাবার নেই। তারপরও যা পাওয়া যায়, তা এত দাম যে আমাদের সাধ্যের বাইরে।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েল নতুন করিডর খোলার অনুমতি দিলেও তা যথেষ্ট নয়। আরব আমিরাত ও জর্ডান গাজায় আকাশপথে কিছু খাদ্যসামগ্রী পাঠালেও সেগুলো নিয়েও নানা জটিলতা তৈরি হচ্ছে। আল-জাজিরার তথ্যমতে, আকাশপথে আসা একটি ত্রাণের বাক্স সরাসরি এক তাঁবুর ওপর পড়ে আহত হয়েছে কমপক্ষে ১১জন।
সারা বিশ্ব থেকে মেধাবী পেশাদারদের আকৃষ্ট করতে ভিসা ফি কমানোর প্রস্তাব নিয়ে কাজ করছে ব্রিটেন সরকার। এমনকি কিছু ক্ষেত্রে ভিসা ফি মওকুফ করার কথাও চিন্তা করা হচ্ছে। যখন যুক্তরাষ্ট্র ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময়ে যুক্তরাজ্যের এই পদক্ষেপ বেশ আলোচনার জন্ম দিয়েছে।
২৪ মিনিট আগে১৭৮৯ সালের বিপ্লবের পর ফ্রান্সে সংবাদপত্র ও তথ্যপ্রবাহ রাজনৈতিক ক্ষমতার অন্যতম হাতিয়ারে পরিণত হয়। যদিও বিপ্লবীরা তখন ‘প্রেসের স্বাধীনতা’-কে অন্যতম বড় অর্জন হিসেবে প্রচার করেছিলেন, তবে বাস্তবে সাংবাদিকতার কোনো প্রকৃত স্বাধীনতা ছিল না। বরং, ক্ষমতাসীনরা সংবাদপত্রকে দমন ও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে
১ ঘণ্টা আগেরাতভর প্রবল বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে কলকাতা। টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টির ফলে পুরো মহানগরী ডুবে গেছে। শহরের রাস্তাঘাটে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। এই জলাবদ্ধ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন চারজন।
২ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসন ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কস্টকোসহ বিভিন্ন ‘হোলসেল ক্লাব স্টোর’ থেকে কেনাকাটা ও বিলাস পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। গতকাল সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। কেবল তাই নয়, তাদের চলাফেরাও সীমিত করে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে