Ajker Patrika

প্রেসিডেন্ট রাইসির জন্য ইমাম রেজার মাজারে হাজারো মানুষের প্রার্থনা

আপডেট : ১৯ মে ২০২৪, ২৩: ৩৪
প্রেসিডেন্ট রাইসির জন্য ইমাম রেজার মাজারে হাজারো মানুষের প্রার্থনা

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য দোয়া করছেন ইরানিরা। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.) এর মাজারে প্রার্থনা শুরু করেছেন সেখানকার তীর্থযাত্রীরা। 

শিয়াদের অষ্টম ইমাম রেজা (আ.) জন্মবার্ষিকীর উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় তাঁর পবিত্র মাজারে তীর্থযাত্রীরা জড়ো হন। 

পূর্ব আজারবাইজান প্রদেশে রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তারা প্রেসিডেন্ট রাইসির সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন। 

রাইসি আজারবাইজান প্রজাতন্ত্রের সীমান্তে একটি যৌথ বাঁধসহ বিভিন্ন বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলো উদ্বোধনের জন্য সেখানে গিয়েছিলেন। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা বলেছে, উদ্ধার ও ত্রাণদলকে এরই মধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে অভিযান ব্যাহত হচ্ছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং দুর্গম হওয়ায় ওই এলাকায় অনুসন্ধান অভিযান চালানো কঠিন। 

স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুসন্ধান ও উদ্ধারকারী দলের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগতে পারে। 

এদিকে প্রেসিডেন্ট রাইসিকে খুঁজে বের করার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি দেশটির সেনাবাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সহ আইন প্রয়োগকারী অন্যান্য সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে বাদ

ঘরে সদ্য বিবাহিত বিক্রয় প্রতিনিধির লাশ, চিরকুটে লেখা ‘জীবন খুবই কঠিন’

নিয়মিত দাঁত ব্রাশ করেও মুখে দুর্গন্ধের কারণ, পরিত্রাণের উপায়

২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর হাইস্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নয়: শিক্ষা মন্ত্রণালয়

রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত