আজকের পত্রিকা ডেস্ক
গত ২৪ ঘণ্টায় না খেতে পেয়ে গাজা উপত্যকায় আরও ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। এই তালিকায় রয়েছে দুই শিশুও। গতকাল রোববার, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে ছয় ফিলিস্তিনির নিহত হওয়ার তথ্য জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে বিভিন্ন হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশু। অপুষ্টিজনিত কারণে চরমভাবে দুর্বল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা।’
৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে গাজা উপত্যকায় অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩৩ জন, যাদের মধ্যে ৮৭ জনই শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ‘ত্রাণ প্রবাহে ইসরায়েলি বাধা কীভাবে গাজায় মানবিক বিপর্যয় ডেকে এনেছে তারই প্রমাণ এই মৃত্যুগুলো।’
উল্লেখ্য, টানা ১৮ বছর ধরে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। তবে চলতি বছরের ২ মার্চ থেকে স্মরণকালের সবচেয়ে কঠোর অবরোধ চলছে উপত্যকাটিতে। উপত্যকার সব সীমান্ত ক্রসিং একেবারে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে ত্রাণবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশ করতে পারছে না।
আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে গত মে মাসে সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। তবে, ইউএনআরডব্লিউএর মতো অভিজ্ঞ সংস্থাগুলোকে বাদ দিয়ে ‘গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামে নতুন এক মানবিক সংগঠনকে ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়া হয়। তবে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত এই সংগঠনকে ঘিরে শুরু থেকেই নানা বিতর্ক রয়েছে। প্রতিদিনই এই সংগঠনের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনী ও মার্কিন ঠিকাদারদের গুলিতে প্রাণ হারাচ্ছেন বহু ফিলিস্তিনি।
এ ছাড়া, উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর নিয়মিত হামলা তো চলছেই। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৫৯ হাজার ৭০০- এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। লাগাতার বিমান হামলায় ধ্বংস হয়েছে গাজার জনপদ, ভেঙে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা ও খাদ্য সরবরাহ ব্যবস্থা।
গত ২৪ ঘণ্টায় না খেতে পেয়ে গাজা উপত্যকায় আরও ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। এই তালিকায় রয়েছে দুই শিশুও। গতকাল রোববার, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে ছয় ফিলিস্তিনির নিহত হওয়ার তথ্য জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে বিভিন্ন হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশু। অপুষ্টিজনিত কারণে চরমভাবে দুর্বল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা।’
৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে গাজা উপত্যকায় অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩৩ জন, যাদের মধ্যে ৮৭ জনই শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ‘ত্রাণ প্রবাহে ইসরায়েলি বাধা কীভাবে গাজায় মানবিক বিপর্যয় ডেকে এনেছে তারই প্রমাণ এই মৃত্যুগুলো।’
উল্লেখ্য, টানা ১৮ বছর ধরে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। তবে চলতি বছরের ২ মার্চ থেকে স্মরণকালের সবচেয়ে কঠোর অবরোধ চলছে উপত্যকাটিতে। উপত্যকার সব সীমান্ত ক্রসিং একেবারে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে ত্রাণবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশ করতে পারছে না।
আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে গত মে মাসে সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। তবে, ইউএনআরডব্লিউএর মতো অভিজ্ঞ সংস্থাগুলোকে বাদ দিয়ে ‘গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামে নতুন এক মানবিক সংগঠনকে ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়া হয়। তবে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত এই সংগঠনকে ঘিরে শুরু থেকেই নানা বিতর্ক রয়েছে। প্রতিদিনই এই সংগঠনের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনী ও মার্কিন ঠিকাদারদের গুলিতে প্রাণ হারাচ্ছেন বহু ফিলিস্তিনি।
এ ছাড়া, উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর নিয়মিত হামলা তো চলছেই। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৫৯ হাজার ৭০০- এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। লাগাতার বিমান হামলায় ধ্বংস হয়েছে গাজার জনপদ, ভেঙে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা ও খাদ্য সরবরাহ ব্যবস্থা।
সারা বিশ্ব থেকে মেধাবী পেশাদারদের আকৃষ্ট করতে ভিসা ফি কমানোর প্রস্তাব নিয়ে কাজ করছে ব্রিটেন সরকার। এমনকি কিছু ক্ষেত্রে ভিসা ফি মওকুফ করার কথাও চিন্তা করা হচ্ছে। যখন যুক্তরাষ্ট্র ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময়ে যুক্তরাজ্যের এই পদক্ষেপ বেশ আলোচনার জন্ম দিয়েছে।
২০ মিনিট আগে১৭৮৯ সালের বিপ্লবের পর ফ্রান্সে সংবাদপত্র ও তথ্যপ্রবাহ রাজনৈতিক ক্ষমতার অন্যতম হাতিয়ারে পরিণত হয়। যদিও বিপ্লবীরা তখন ‘প্রেসের স্বাধীনতা’-কে অন্যতম বড় অর্জন হিসেবে প্রচার করেছিলেন, তবে বাস্তবে সাংবাদিকতার কোনো প্রকৃত স্বাধীনতা ছিল না। বরং, ক্ষমতাসীনরা সংবাদপত্রকে দমন ও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে
১ ঘণ্টা আগেরাতভর প্রবল বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে কলকাতা। টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টির ফলে পুরো মহানগরী ডুবে গেছে। শহরের রাস্তাঘাটে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। এই জলাবদ্ধ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন চারজন।
২ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসন ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কস্টকোসহ বিভিন্ন ‘হোলসেল ক্লাব স্টোর’ থেকে কেনাকাটা ও বিলাস পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। গতকাল সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। কেবল তাই নয়, তাদের চলাফেরাও সীমিত করে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে