Ajker Patrika

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

আপডেট : ২১ মে ২০২২, ১৭: ১৮
ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন এলাকায় এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহত কিশোরের পরিচয় জানা গেছে। তার নাম আমজাদ আল-ফাইয়েদ (১৭)। এ ছাড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ১৮ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করলে জেনিন এলাকার শরণার্থীশিবিরের বাইরে সংঘর্ষ শুরু হয়। নিহত আমজাদ আল-ফাইয়েদের শরীরের ওপরের অংশে ডজনখানেক গুলি করা হয়।

ইসরায়েলি বাহিনী বলছে, সন্দেহভাজন কয়েকজন ফিলিস্তিনি প্রথমে গুলি চালায় এবং পেট্রলবোমা নিক্ষেপ করে। জবাবে তাদের ওপর গুলি চালানো হয়। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠী কিশোরটিকে তাদের অন্যতম সদস্য বলে উল্লেখ করেছে এবং গোষ্ঠীটি নিশ্চিত করেছে ওই কিশোর ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিল। 

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ এই হত্যার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানাই তারা যেন এ ঘটনা আমলে নিয়ে নিন্দা জানায়।’ 

উল্লেখ্য, ২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত জেনিন এলাকায় ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত