ইরানের নীতি পুলিশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশটির নীতি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যু এবং তার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভ দমনে কঠোর পন্থা অবলম্বন করায় আরও কয়েকটি নিরাপত্তা সংস্থা, একজন মন্ত্রীর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার ইউরোপীয় ইউনিয়ন বিক্ষোভ চলাকালে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া এবং কঠোরভাবে বিক্ষোভ দমন করায় ইরানের রেভোলিউশনারি গার্ডসের সাইবার ডিভিশনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। সব মিলিয়ে ইরানের বিভিন্ন সংস্থার ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুর পর ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এর পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। বিক্ষোভে হতাহতের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন হাজারের বেশি মানুষ। সে সময় ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা বিক্ষোভ দমনে তাজা গুলি ব্যবহার করছে। তবে তাজা গুলি ব্যবহারের বিষয়টি অস্বীকার করে ইরান। পাশাপাশি বিক্ষোভের ঘটনাকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শত্রু দেশের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে। ইইউ সে সময় ইরানকে আইনশৃঙ্খলা বিষয়ে যে পদক্ষেপ নিয়েছে তা উপযুক্ত নয়।
তবে ইরানের বিভাগ জানিয়েছিল, মারধর নয় আগের অসুস্থতার কারণেই মাশা আমিনির মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দেশটির ফরেনসিক অর্গানাইজেশনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ‘মাশা আমিনির মৃত্যু তাঁর মাথায় কিংবা শরীরের অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে গুরুতর আঘাতের কারণে হয়নি।’ ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘মাশা আমিনির মৃত্যু ৮ বছর বয়সে তাঁর মস্তিষ্কে টিউমার অপসারণে করা একটি সার্জারির সঙ্গে যুক্ত।’
ইরানের নীতি পুলিশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশটির নীতি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যু এবং তার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভ দমনে কঠোর পন্থা অবলম্বন করায় আরও কয়েকটি নিরাপত্তা সংস্থা, একজন মন্ত্রীর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার ইউরোপীয় ইউনিয়ন বিক্ষোভ চলাকালে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া এবং কঠোরভাবে বিক্ষোভ দমন করায় ইরানের রেভোলিউশনারি গার্ডসের সাইবার ডিভিশনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। সব মিলিয়ে ইরানের বিভিন্ন সংস্থার ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুর পর ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এর পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। বিক্ষোভে হতাহতের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন হাজারের বেশি মানুষ। সে সময় ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা বিক্ষোভ দমনে তাজা গুলি ব্যবহার করছে। তবে তাজা গুলি ব্যবহারের বিষয়টি অস্বীকার করে ইরান। পাশাপাশি বিক্ষোভের ঘটনাকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শত্রু দেশের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে। ইইউ সে সময় ইরানকে আইনশৃঙ্খলা বিষয়ে যে পদক্ষেপ নিয়েছে তা উপযুক্ত নয়।
তবে ইরানের বিভাগ জানিয়েছিল, মারধর নয় আগের অসুস্থতার কারণেই মাশা আমিনির মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দেশটির ফরেনসিক অর্গানাইজেশনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ‘মাশা আমিনির মৃত্যু তাঁর মাথায় কিংবা শরীরের অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে গুরুতর আঘাতের কারণে হয়নি।’ ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘মাশা আমিনির মৃত্যু ৮ বছর বয়সে তাঁর মস্তিষ্কে টিউমার অপসারণে করা একটি সার্জারির সঙ্গে যুক্ত।’
চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর যুক্তি, ‘রাশিয়া খুবই বড় শক্তি, ইউক্রেন নয়। তাই যুদ্ধ এড়িয়ে টিকে থাকতে হলে চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই।’ এই মন্তব্য ট্রাম্পের আলাস্কা বৈঠকের পর এসেছে...
১০ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ক্ষমতায় থাকাকালে চীন কখনোই তাইওয়ানে আক্রমণ করবে না। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। খবর রয়টার্সের।
১০ ঘণ্টা আগেবোল্টন বলেছেন, ‘এই বৈঠকের পর ট্রাম্প কিছুই পাননি। যা পেয়েছেন তা হলো, আরও কিছু বৈঠকের প্রতিশ্রুতি। অন্যদিকে পুতিন ‘সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে অনেক দূর এগিয়ে গেছেন, যা আমি সব সময় তাঁর প্রধান লক্ষ্য বলে মনে করেছি।’
১২ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হয়তো আশা করেছিলেন, এই বৈঠকে যুদ্ধ বন্ধের বিষয়ে একটি চুক্তি হবে। কিন্তু এমন কোনো কিছুই হয়নি। তাই ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার জন্য সোমবার ওয়াশিংটনে যাচ্ছেন জেলেনস্কি।
১২ ঘণ্টা আগে