সিরিয়ায় প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন বলে সতর্ক করেছে জাতিসংঘ। গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের বিষয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান কর্মকর্তা মার্টিন গ্রিফিথ এ সতর্কবার্তা দেন।
তিনি বলেন, সিরিয়ায় ১ কোটি ৬৭ লাখ মানুষের এখন মানবিক সহায়তা প্রয়োজন, যা মোট জনসংখ্যার প্রায় তিন–চতুর্থাংশ। সংকট শুরুর পর থেকে এবারের সহায়তার প্রয়োজনীয়তায় থাকা মানুষের সংখ্যা সর্বোচ্চ।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পকে গত এক শতকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেন গ্রিফিথ। তিনি বলেন, সিরিয়ায় চলমান সংকটের যেখানে ১৩ বছর পূর্ণ হতে চলেছে, এর ওপর ভূমিকম্পের আঘাতে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে, ভূমিকম্পের দীর্ঘমেয়াদি মানবিক প্রভাব মোকাবিলার জন্য এখনো আরও অনেক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
গ্রিফিথ মৌলিক পরিষেবাগুলো পুরোপুরি পুনরুদ্ধারের পাশাপাশি ‘বিশেষত বাস্তুচ্যুত গর্ভবতী নারী ও মেয়েদের জন্য পর্যাপ্ত এবং উপযুক্ত আশ্রয়ের ব্যবস্থা’ করার আহ্বান জানিয়েছেন।
অত্যাবশ্যকীয় সুবিধাগুলো কমে যাওয়ার কারণে সিরিয়ার জনগণের মানবিক সহায়তার ওপর নির্ভরতা বেড়েছে। জাতিসংঘের কর্মকর্তা জোর দিয়ে বলেন, বিদ্যুৎ, খাওয়ার পানি এবং রান্নার জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় খাদ্য নিরাপত্তাহীনতা এবং অপুষ্টি আরও বেড়ে গেছে। বিশেষত সমাজের ঝুঁকিতে থাকা সদস্য, যেমন—শিশু এবং গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের মধ্যে অপুষ্টি বৃদ্ধি পেয়েছে।
গ্রিফিথস আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো রক্ষা করার জন্য জড়িত সব পক্ষের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
২০১১ সালে আসাদ সরকার গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমন করার পর থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ নিহত হয়েছে এবং ১ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সিরিয়ায় প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন বলে সতর্ক করেছে জাতিসংঘ। গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের বিষয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান কর্মকর্তা মার্টিন গ্রিফিথ এ সতর্কবার্তা দেন।
তিনি বলেন, সিরিয়ায় ১ কোটি ৬৭ লাখ মানুষের এখন মানবিক সহায়তা প্রয়োজন, যা মোট জনসংখ্যার প্রায় তিন–চতুর্থাংশ। সংকট শুরুর পর থেকে এবারের সহায়তার প্রয়োজনীয়তায় থাকা মানুষের সংখ্যা সর্বোচ্চ।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পকে গত এক শতকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেন গ্রিফিথ। তিনি বলেন, সিরিয়ায় চলমান সংকটের যেখানে ১৩ বছর পূর্ণ হতে চলেছে, এর ওপর ভূমিকম্পের আঘাতে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে, ভূমিকম্পের দীর্ঘমেয়াদি মানবিক প্রভাব মোকাবিলার জন্য এখনো আরও অনেক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
গ্রিফিথ মৌলিক পরিষেবাগুলো পুরোপুরি পুনরুদ্ধারের পাশাপাশি ‘বিশেষত বাস্তুচ্যুত গর্ভবতী নারী ও মেয়েদের জন্য পর্যাপ্ত এবং উপযুক্ত আশ্রয়ের ব্যবস্থা’ করার আহ্বান জানিয়েছেন।
অত্যাবশ্যকীয় সুবিধাগুলো কমে যাওয়ার কারণে সিরিয়ার জনগণের মানবিক সহায়তার ওপর নির্ভরতা বেড়েছে। জাতিসংঘের কর্মকর্তা জোর দিয়ে বলেন, বিদ্যুৎ, খাওয়ার পানি এবং রান্নার জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় খাদ্য নিরাপত্তাহীনতা এবং অপুষ্টি আরও বেড়ে গেছে। বিশেষত সমাজের ঝুঁকিতে থাকা সদস্য, যেমন—শিশু এবং গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের মধ্যে অপুষ্টি বৃদ্ধি পেয়েছে।
গ্রিফিথস আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো রক্ষা করার জন্য জড়িত সব পক্ষের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
২০১১ সালে আসাদ সরকার গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমন করার পর থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ নিহত হয়েছে এবং ১ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে