অনলাইন ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো স্বীকার করেছেন, গাজায় ‘সত্যিকারের দুর্ভিক্ষ’ চলছে এবং এর পরপরই তিনি ইসরায়েলকে নির্দেশ দেন, ‘এক বিন্দু খাবারও যেন গাজায় ঢুকতে বাধা না পায়।’ ব্রিটেন সফররত মার্কিন প্রেসিডেন্ট গতকাল সোমবার এই বক্তব্য দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প এই বক্তব্যের মাধ্যমে মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সঙ্গে প্রকাশ্য বিরোধিতা করলেন। নেতানিয়াহু ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণ আগেই বলেছিলেন, গাজায় দুর্ভিক্ষ চলছে—এ দাবি ‘পুরোপুরি মিথ্যা।’
ইসরায়েল যাই বলুক না কেন, গাজায় মানবিক সংকট এড়াতে ট্রাম্প যেন হস্তক্ষেপ করেন—এই বিষয়ে তাঁর ওপর চাপ বাড়ছে। জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থার মতে, গত কয়েক সপ্তাহে কয়েক প্রায় দেড় শ ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। যার মূল কারণ—ইসরায়েল কর্তৃক গাজায় প্রায় সম্পূর্ণভাবে ত্রাণ প্রবেশে বাধা।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজার সংকটের জন্য ‘অনেকটাই দায়ী’ ইসরায়েল। নেতানিয়াহু যেখানে দাবি করেছেন, ‘গাজায় কোনো দুর্ভিক্ষ নেই’, সেখানে ট্রাম্প বলেন, ‘আমি জানি না। কিন্তু টেলিভিশনে যা দেখছি, তা থেকে তো তেমন মনে হয় না। ওসব শিশুদের দেখে মনে হচ্ছে তারা খুব ক্ষুধার্ত।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেককে বাঁচাতে পারি। ওই সব শিশুদের...ওটা সত্যিকারের দুর্ভিক্ষ। আমি তা নিজের চোখে দেখছি, ওটা সাজানো নয়। তাই আমরা আরও বেশি সক্রিয় হব।’
নেতানিয়াহুর সঙ্গে আবার কথা হলে কী বলবেন—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমরা টাকা দিচ্ছি, খাবারও দিচ্ছি। কিন্তু আমরা তো এখানে বসে আছি...আমি চাই, নিশ্চিত করা হোক যেন তারা সেই খাবার পায়। যেন এক বিন্দুও বাদ না যায়।’
তিনি হামাসেরও সমালোচনা করেন, জিম্মিদের মুক্তি না দেওয়ার জন্য। তিনি বলেন, ‘এই গোষ্ঠীর সঙ্গে কাজ করা খুব কঠিন।’ তবে ট্রাম্প দাবি করেন, তিনি ইসরায়েল সরকারকে তাদের কৌশল পাল্টাতে বলেছেন। তিনি বলেন, ‘আমি ইসরায়েলকে বলেছি, বিবিকেও (নেতানিয়াহু) বলেছি, এখন হয়তো একটু অন্যভাবে করতে হবে।’
ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো স্বীকার করেছেন, গাজায় ‘সত্যিকারের দুর্ভিক্ষ’ চলছে এবং এর পরপরই তিনি ইসরায়েলকে নির্দেশ দেন, ‘এক বিন্দু খাবারও যেন গাজায় ঢুকতে বাধা না পায়।’ ব্রিটেন সফররত মার্কিন প্রেসিডেন্ট গতকাল সোমবার এই বক্তব্য দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প এই বক্তব্যের মাধ্যমে মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সঙ্গে প্রকাশ্য বিরোধিতা করলেন। নেতানিয়াহু ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণ আগেই বলেছিলেন, গাজায় দুর্ভিক্ষ চলছে—এ দাবি ‘পুরোপুরি মিথ্যা।’
ইসরায়েল যাই বলুক না কেন, গাজায় মানবিক সংকট এড়াতে ট্রাম্প যেন হস্তক্ষেপ করেন—এই বিষয়ে তাঁর ওপর চাপ বাড়ছে। জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থার মতে, গত কয়েক সপ্তাহে কয়েক প্রায় দেড় শ ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। যার মূল কারণ—ইসরায়েল কর্তৃক গাজায় প্রায় সম্পূর্ণভাবে ত্রাণ প্রবেশে বাধা।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজার সংকটের জন্য ‘অনেকটাই দায়ী’ ইসরায়েল। নেতানিয়াহু যেখানে দাবি করেছেন, ‘গাজায় কোনো দুর্ভিক্ষ নেই’, সেখানে ট্রাম্প বলেন, ‘আমি জানি না। কিন্তু টেলিভিশনে যা দেখছি, তা থেকে তো তেমন মনে হয় না। ওসব শিশুদের দেখে মনে হচ্ছে তারা খুব ক্ষুধার্ত।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেককে বাঁচাতে পারি। ওই সব শিশুদের...ওটা সত্যিকারের দুর্ভিক্ষ। আমি তা নিজের চোখে দেখছি, ওটা সাজানো নয়। তাই আমরা আরও বেশি সক্রিয় হব।’
নেতানিয়াহুর সঙ্গে আবার কথা হলে কী বলবেন—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমরা টাকা দিচ্ছি, খাবারও দিচ্ছি। কিন্তু আমরা তো এখানে বসে আছি...আমি চাই, নিশ্চিত করা হোক যেন তারা সেই খাবার পায়। যেন এক বিন্দুও বাদ না যায়।’
তিনি হামাসেরও সমালোচনা করেন, জিম্মিদের মুক্তি না দেওয়ার জন্য। তিনি বলেন, ‘এই গোষ্ঠীর সঙ্গে কাজ করা খুব কঠিন।’ তবে ট্রাম্প দাবি করেন, তিনি ইসরায়েল সরকারকে তাদের কৌশল পাল্টাতে বলেছেন। তিনি বলেন, ‘আমি ইসরায়েলকে বলেছি, বিবিকেও (নেতানিয়াহু) বলেছি, এখন হয়তো একটু অন্যভাবে করতে হবে।’
‘যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে হামাস অস্ত্রসমর্পণে রাজি হয়েছে’—সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবর সঠিক নয়। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস নিজেই। ওই বিবৃতিতে হামাস আরও বলেছে, ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে লড়াইয়ের আইনি ও জাতীয় অধিকার তাদের রয়েছে।
৩২ মিনিট আগেচীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০ এখন পাকিস্তান সেনাবাহিনীর হাতে। এক সপ্তাহ ধরে পাকিস্তানি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, পাকিস্তান আর্মি এভিয়েশন কর্পস এই হেলিকপ্টারগুলো মাঠপর্যায়ে ব্যবহার শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন...
১১ ঘণ্টা আগেপাকিস্তান সেনাবাহিনীর বিমান ইউনিটে চীনের তৈরি আধুনিক জেট-১০ অ্যাটাক হেলিকপ্টার আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। আজ শনিবার মুলতান গ্যারিসনে সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সাইয়েদ আসিম মুনির এই হেলিকপ্টারগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে ভারত। এই বিষয়ে ভারত সরকারের সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেছেন, ‘এগুলো দীর্ঘমেয়াদি তেল চুক্তি। রাশিয়া থেকে রাতারাতি তেল কেনা বন্ধ করা এত সহজ নয়।’
১৩ ঘণ্টা আগে