Ajker Patrika

শ্রীলঙ্কাকে হারিয়ে জেগেছে বাংলাদেশের ফাইনালের স্বপ্ন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০০: ৪৯
সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: এক্স
সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: এক্স

গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতে বাংলাদেশ জিতলেও ব্যাট বলে নিজেদের সেরাটা দেখাতে পারেনি বাংলাদেশ। সুপার ফোরে এসে কিছুটা হলেও মেলে ধরতে পেরেছে বাংলাদেশ। গতকাল দুবাইয়ে এই রাউন্ডের প্রথম ম্যাচেই ব্যাটে বলে শ্রেয়তর দল হিসেবেই জিতেছে; ৪ রানে হারিয়েছে বাংলাদেশকে। এই শ্রীলঙ্কার কাছেই গ্রুপ পর্বে হেরেছিল বাংলাদেশ।

জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্যটা সহজ ছিল না। চলতি এশিয়া কাপে আগের তিন ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল যেখানে ১৫৪, সেখানে জয়ের জন্য কাল তাদের তাড়া করতে হয়েছে ১৬৯ রান। লক্ষ্যটা চ্যালেঞ্জিং হলেও শুরু থেকেই লড়াইয়ের মানসিকতা নিয়ে ব্যাট করেছে বাংলাদেশ। প্রথম ৫ ও ১০ ওভারে শ্রীলঙ্কার স্কোর যেখানে ছিল ৪৪/১ ও ৭২/৩, সেখানে বাংলাদেশ স্কোর ছিল ৪৮/১ ও ৮২/২।

আস্কিং রানরেটের সঙ্গে মানিয়ে রান তোলায় বাংলাদেশকে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন প্রথমে সাইফ হাসান ও পরে তাওহীদ হৃদয়। ওপেনিংয়ে এসে ৩৬ বলে ফিফটি ছুঁয়ে ৬১ রান করেন সাইফ। তাঁর ৪৫ বলের ইনিংসটিতে আছে ২টি চার ও ৪টি ছয়। ফিফটি করেন হৃদয়ও। ৩১ বলে ফিফটি ছুঁয়ে তিনি করেন ৫৮ রান। ৩৭ বলের তাঁর এই ইনিংসে আছে ৪টি চার ও ২টি ছয়।

সাইফ ও হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ দুই ওভারে দরকার ছিল ১২ রান। খুবই সহজ লক্ষ্য। তবে শেষ ওভারে ২ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ফেলে সহজ ম্যাচ জটিল করে তোলে বাংলাদেশ। শেষ দুই বলে যখন ১ রান দরকার, তখন নাসুম পয়েন্টে বলে ঠেলে দিয়ে দ্রুততার সঙ্গে প্রান্ত বদল করে জয়ের উচ্ছ্বাসে মেতে উঠেন। এক বল হাতে রেখে ৪ উইকেটে জিতে যায় বাংলাদেশ।

এর আগে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এই স্কোরে বড় অবদান দাসুন শানাকার। লঙ্কান এই ব্যাটার ৩৭ বলে খেলেছেন হার না মানা ৬৪ রানের ইনিংস। তবে লঙ্কান ইনিংসটি বড় হওয়ার পেছনে অবদান আছে বাংলাদেশের ফিল্ডারদের। এদিন যেন হাতে সাবান মেখে মাঠে নেমেছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। অন্তত তিনটি নিশ্চিত ক্যাচ হাত ছাড়া করেছেন তাঁরা!

ব্যাটিংয়ে শ্রীলঙ্কার শুরুটা ভালোই হয়েছিল। কোনো উইকেট না হারিয়েই ৫০-এর দিকে ছুটছিল তারা। পঞ্চম ওভারের শেষ বলে পাতুম নিশাঙ্কাকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন তাসকিন আহমেদ। ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রানে ফেরেন নিসাঙ্কা। পাওয়ার প্লের পর বিপজ্জনক হয়ে ওঠার আগেই কুশল মেন্ডিসকে (৩৪) শিকার করেন শেখ মেহেদী। ঠিক পরের ওভারেই কামিল মিশারাকে বোল্ড করেন তিনি। শ্রীলঙ্কার স্কোর তখন ৩ উইকেটে ৬৫।

এরপর একটু চাপেই পড়ে যায় লঙ্কানরা। সেই চাপ অবশ্য পরে মিইয়ে যায় শানাকার ঝোড়ো ব্যাটিংয়ে। ৩টি চার ও৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংসটির স্ট্রাইকরেট ১৭২.৯৭। নাসুমের করা ১৫ তম ওভারে ১৭ রান তোলে লঙ্কানরা। লেগসাইড দিয়ে দুই ছক্কা এবং শর্ট ফাইন লেগের ওপর একটি চার হাঁকান শানাকা। কুশল পেরেরা মোস্তাফিজের শিকার হওয়ার পর ছন্দ খোঁজার চেষ্টা করেন অধিনায়ক চারিত আসালাঙ্কাও।

বল হাতে সবচেয়ে সফল মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার। এই তিন উইকেটের সুবাদে বাংলাদেশের পক্ষে এই সংস্করণে সাকিব আল হাসানের সর্বোচ্চ ১৪৯ উইকেটের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাগদান সারলেন এনসিপির হান্নান মাসউদ, কনে বাগছাসের নেত্রী

উচ্চদক্ষ কর্মীদের ভিসা ফি ৩০ হাজার থেকে ১ লাখ ডলার করলেন ট্রাম্প

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে যে ৮ পরামর্শ দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর

আবাসিক হোটেলে তিন বন্ধু, মিলল একজনের লাশ

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও স্থায়ী বসবাসের সুযোগ: গোল্ড ও প্লাটিনাম কার্ড ভিসার ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত