আজকের পত্রিকা ডেস্ক
গাজায় দিনে দিনে আরও তীব্র হচ্ছে ইসরায়েলি আগ্রাসন। গতকাল শনিবার উপত্যকাজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আইডিএফের বোমা হামলা ও স্থল অভিযানে গতকাল উপত্যকায় অন্তত ৯১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।
কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আবাসিক ভবন, বাস্তুচ্যুতদের অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্রে পরিণত স্কুলগুলোতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা সিটি থেকে পালানোর সময় ফিলিস্তিনিদের বহনকারী একটি ট্রাককেও হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েলি সেনারা। এসব হামলায় উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে অন্তত ৭৬ জন নিহত হয়েছে।
ফিলিস্তিনিদের বহনকারী ওই ট্রাকে হামলায় নিহত হয়েছে চারজন। আল-জাজিরার তথ্যমতে, তাদের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে-ছিটিয়ে ছিল রাস্তায়।
গতকাল গাজা সিটির সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পরিচালক মোহাম্মাদ আবু সালমিয়ার বাড়িতেও হামলা চালানো হয়েছে। ওই হামলায় পরিবারের পাঁচজনকে হারিয়েছেন আবু সালমিয়া।
বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, অন্যান্য দিনের মতোই হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন সালমিয়া। হঠাৎ কয়েকটি মরদেহ এল। দেখতে পেলেন আর কেউ নয়, তাঁর নিজের পরিবারের সদস্যদের মরদেহ সেগুলো। এএফপিকে তিনি বলেন, ‘নিজের স্ত্রী ও ভাইয়ের মরদেহ দেখে আমি ভেঙে পড়েছিলাম। এখন যেকোনো কিছু ঘটে যাওয়া সম্ভব। যেকোনো সময় নিজের প্রিয়জনের মরদেহ দেখতে হতে পারে আপনাকে।’
এই হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ হামলাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে হামাস বলে, চিকিৎসকেরা যাতে গাজা ছেড়ে যায়, এ জন্য তাঁদের হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ১ হাজার ৭০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী, আটক করেছে আরও চার শতাধিককে।
এদিকে, গাজা সিটির বহুতল ভবনগুলো একের পর এক ধ্বংস করে যাচ্ছে আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, গত দুই সপ্তাহে প্রায় ২০টি বহুতল ভবন ধ্বংস করেছে তারা। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর এই তাণ্ডব শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৪৫ হাজার বাসিন্দা শহর ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।
গাজায় দিনে দিনে আরও তীব্র হচ্ছে ইসরায়েলি আগ্রাসন। গতকাল শনিবার উপত্যকাজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আইডিএফের বোমা হামলা ও স্থল অভিযানে গতকাল উপত্যকায় অন্তত ৯১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।
কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আবাসিক ভবন, বাস্তুচ্যুতদের অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্রে পরিণত স্কুলগুলোতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা সিটি থেকে পালানোর সময় ফিলিস্তিনিদের বহনকারী একটি ট্রাককেও হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েলি সেনারা। এসব হামলায় উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে অন্তত ৭৬ জন নিহত হয়েছে।
ফিলিস্তিনিদের বহনকারী ওই ট্রাকে হামলায় নিহত হয়েছে চারজন। আল-জাজিরার তথ্যমতে, তাদের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে-ছিটিয়ে ছিল রাস্তায়।
গতকাল গাজা সিটির সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পরিচালক মোহাম্মাদ আবু সালমিয়ার বাড়িতেও হামলা চালানো হয়েছে। ওই হামলায় পরিবারের পাঁচজনকে হারিয়েছেন আবু সালমিয়া।
বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, অন্যান্য দিনের মতোই হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন সালমিয়া। হঠাৎ কয়েকটি মরদেহ এল। দেখতে পেলেন আর কেউ নয়, তাঁর নিজের পরিবারের সদস্যদের মরদেহ সেগুলো। এএফপিকে তিনি বলেন, ‘নিজের স্ত্রী ও ভাইয়ের মরদেহ দেখে আমি ভেঙে পড়েছিলাম। এখন যেকোনো কিছু ঘটে যাওয়া সম্ভব। যেকোনো সময় নিজের প্রিয়জনের মরদেহ দেখতে হতে পারে আপনাকে।’
এই হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ হামলাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে হামাস বলে, চিকিৎসকেরা যাতে গাজা ছেড়ে যায়, এ জন্য তাঁদের হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ১ হাজার ৭০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী, আটক করেছে আরও চার শতাধিককে।
এদিকে, গাজা সিটির বহুতল ভবনগুলো একের পর এক ধ্বংস করে যাচ্ছে আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, গত দুই সপ্তাহে প্রায় ২০টি বহুতল ভবন ধ্বংস করেছে তারা। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর এই তাণ্ডব শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৪৫ হাজার বাসিন্দা শহর ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধের মাঝে দেশবাসীকে বিদেশি পণ্যের ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রোববার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই আহ্বান জানান তিনি। আজ থেকে ভারতে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কার্যকর হবে বলে জানান মোদি।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের ফি আরোপের ঘোষণায় চরম অস্থিরতা তৈরি হয়েছে ভারতীয় তথ্যপ্রযুক্তি খাতে। এই নীতির প্রতিক্রিয়ায় শনিবার (২০ সেপ্টেম্বর) ভারত সরকার জানায়, এই ধরনের পদক্ষেপে গুরুতর মানবিক পরিণতি হতে পারে।
৬ ঘণ্টা আগেখেয়াল করুন, এই তিন দেশ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিলেও সমস্যা সমাধানে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা বলেছে। অর্থাৎ এই একটামাত্র উপায় ছাড়া হয়তো ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা সমাধানের কোনো পথ নেই। কিন্তু এই দ্বিরাষ্ট্রীয় সমাধান কি আদৌ সম্ভব?
৮ ঘণ্টা আগেযুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। শিগগির স্বীকৃতি দেবে ফ্রান্স, পর্তুগালসহ আরও কয়েকটি দেশ। এর মধ্য দিয়ে বিশ্বে ১৪০টিরও বেশি দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে ফিলিস্তিন। এই অবস্থায় পশ্চিম তীরে বসবাস করা ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল যুক্তরাজ্যভিত্তিক গার্ডিয়ান।
৮ ঘণ্টা আগে