ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছেন। তিনি থাকতেন তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার আতমে শহর।
বার্তা সংস্থা এএফপি আবু ইব্রাহিমের বাড়ির কিছু ছবি পেয়েছেন, যেখানে দেখা যায় একটি সাধারণ ঘরে থাকতেন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান। সেখানে কয়েকটি ম্যাট্রেস, কম্বল, জামাকাপড় ও খেলনা ছিল।
মার্কিন অভিযানের পর বাড়িটি থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। সেটির ছাদের কিছু অংশও ধসে পড়েছে। একট কক্ষের দেয়াল ও ফ্লোরে রক্ত দেখা গেছে।
সেনা অভিযানের পর দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সেনাবাহিনীর হাতে ধরা পড়ার আগেই নিজেকে ও পরিবারকে বোম মেরে উড়িয়ে দেন আইএসের প্রধান।
আবু ইব্রাহিম যে বাড়িতে ভাড়া থাকতেন সেটির মালিক মোহামেদ আল শেখ। তিনি জানতেন আবু ইব্রাহিম একজন ট্যাক্সিচালক। প্রায় এক বছর আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন তিনি।
আইএসের প্রধান নিচতলায় তাঁর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন। আর তাঁর বোন ও কন্যারা থাকতেন দ্বিতীয় তলায়।
বাড়ির মালিক মোহামেদ আল শেখ বলেন, ‘লোকটি ১১ মাস ধরে এই বাড়িতে বসবাস করছিল। আমি তার মধ্যে অদ্ভুত কিছু লক্ষ করিনি।’
বাড়ির সামনে থেকে জলপাই তোলার সময় আবু ইব্রাহিমের সঙ্গে শেষ দেখা হয়েছিল মোহামেদের। সেদিন তাঁরা একসঙ্গে কফিও খেয়েছিলেন।
মোহামেদ বলেন, তাঁকে দেখে মনে হতো ভদ্র এবং প্রফুল্ল ব্যক্তি। সব সময় তিনি একই পোশাক পরতেন।
এদিকে মার্কিন অভিযানে বাড়ির ক্ষতি হওয়ায় আবু ইব্রাহিমের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মোহামেদ। তিনি বলেন, ‘আমি যদি আগে জানতাম তাহলে বাড়ি ভাড়া দিতাম না।’
ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছেন। তিনি থাকতেন তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার আতমে শহর।
বার্তা সংস্থা এএফপি আবু ইব্রাহিমের বাড়ির কিছু ছবি পেয়েছেন, যেখানে দেখা যায় একটি সাধারণ ঘরে থাকতেন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান। সেখানে কয়েকটি ম্যাট্রেস, কম্বল, জামাকাপড় ও খেলনা ছিল।
মার্কিন অভিযানের পর বাড়িটি থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। সেটির ছাদের কিছু অংশও ধসে পড়েছে। একট কক্ষের দেয়াল ও ফ্লোরে রক্ত দেখা গেছে।
সেনা অভিযানের পর দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সেনাবাহিনীর হাতে ধরা পড়ার আগেই নিজেকে ও পরিবারকে বোম মেরে উড়িয়ে দেন আইএসের প্রধান।
আবু ইব্রাহিম যে বাড়িতে ভাড়া থাকতেন সেটির মালিক মোহামেদ আল শেখ। তিনি জানতেন আবু ইব্রাহিম একজন ট্যাক্সিচালক। প্রায় এক বছর আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন তিনি।
আইএসের প্রধান নিচতলায় তাঁর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন। আর তাঁর বোন ও কন্যারা থাকতেন দ্বিতীয় তলায়।
বাড়ির মালিক মোহামেদ আল শেখ বলেন, ‘লোকটি ১১ মাস ধরে এই বাড়িতে বসবাস করছিল। আমি তার মধ্যে অদ্ভুত কিছু লক্ষ করিনি।’
বাড়ির সামনে থেকে জলপাই তোলার সময় আবু ইব্রাহিমের সঙ্গে শেষ দেখা হয়েছিল মোহামেদের। সেদিন তাঁরা একসঙ্গে কফিও খেয়েছিলেন।
মোহামেদ বলেন, তাঁকে দেখে মনে হতো ভদ্র এবং প্রফুল্ল ব্যক্তি। সব সময় তিনি একই পোশাক পরতেন।
এদিকে মার্কিন অভিযানে বাড়ির ক্ষতি হওয়ায় আবু ইব্রাহিমের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মোহামেদ। তিনি বলেন, ‘আমি যদি আগে জানতাম তাহলে বাড়ি ভাড়া দিতাম না।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে