গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের গণকবর থেকে এখন পর্যন্ত ১৮০টি লাশ উদ্ধার করেছেন ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা। গত শনিবার (২০ এপ্রিল) মেডিকেল কমপ্লেক্সের ভেতরে এই গণকবরের সন্ধান পাওয়ার পর থেকেই উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশটির জরুরি বিভাগ।
৭ এপ্রিল গাজার দক্ষিণাঞ্চলের শহরটি থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। মাসের পর মাস ইসরায়েলি বোমা হামলা ও তুমুল লড়াইয়ের পর খান ইউনিস এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গতকাল রোববার খান ইউনিস থেকে আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ বলেন, ‘হাসপাতাল প্রাঙ্গণে, বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং প্যারামেডিকরা এই গণকবরে ইসরায়েলি সামরিক বাহিনীর সমাহিত করা ১৮০টি মৃতদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে বৃদ্ধ নারী, শিশু ও তরুণ রয়েছেন।’
গত শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি জরুরি বিভাগ জানায়, ‘নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় আমাদের দল অবশিষ্ট শহীদদের সন্ধান ও পুনরুদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।’
এর আগে দুই সপ্তাহ অবরোধের পর চলতি সপ্তাহের শুরুর দিকে আল-শিফা হাসপাতালে একটি গণকবরের সন্ধান পাওয়া যায়। উপকূলীয় ছিটমহলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল–শিফায় এর আগেও বেশ কয়েকটি গণকবরের সন্ধান মিলেছে। দুই মাস আগে কামাল আদওয়ান হাসপাতালে আরও লাশ পাওয়া যায়।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের অপরাধ একের পর এক মাটিচাপা দিয়ে চলেছে।
গাজায় ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজারেরও অধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। গাজার দুটি বৃহত্তম শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে পুরো অঞ্চলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহতদের অন্তত তিন ভাগের দুই ভাগই শিশু ও নারী। বিমান হামলার কারণে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে অনেক মৃতদেহ আটকে আছে, আবার এমন এলাকাও রয়েছে যেখানে চিকিৎসকদের নাগাল পাওয়া যাচ্ছে না। তাই মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের গণকবর থেকে এখন পর্যন্ত ১৮০টি লাশ উদ্ধার করেছেন ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা। গত শনিবার (২০ এপ্রিল) মেডিকেল কমপ্লেক্সের ভেতরে এই গণকবরের সন্ধান পাওয়ার পর থেকেই উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশটির জরুরি বিভাগ।
৭ এপ্রিল গাজার দক্ষিণাঞ্চলের শহরটি থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। মাসের পর মাস ইসরায়েলি বোমা হামলা ও তুমুল লড়াইয়ের পর খান ইউনিস এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গতকাল রোববার খান ইউনিস থেকে আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ বলেন, ‘হাসপাতাল প্রাঙ্গণে, বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং প্যারামেডিকরা এই গণকবরে ইসরায়েলি সামরিক বাহিনীর সমাহিত করা ১৮০টি মৃতদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে বৃদ্ধ নারী, শিশু ও তরুণ রয়েছেন।’
গত শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি জরুরি বিভাগ জানায়, ‘নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় আমাদের দল অবশিষ্ট শহীদদের সন্ধান ও পুনরুদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।’
এর আগে দুই সপ্তাহ অবরোধের পর চলতি সপ্তাহের শুরুর দিকে আল-শিফা হাসপাতালে একটি গণকবরের সন্ধান পাওয়া যায়। উপকূলীয় ছিটমহলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল–শিফায় এর আগেও বেশ কয়েকটি গণকবরের সন্ধান মিলেছে। দুই মাস আগে কামাল আদওয়ান হাসপাতালে আরও লাশ পাওয়া যায়।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের অপরাধ একের পর এক মাটিচাপা দিয়ে চলেছে।
গাজায় ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজারেরও অধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। গাজার দুটি বৃহত্তম শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে পুরো অঞ্চলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহতদের অন্তত তিন ভাগের দুই ভাগই শিশু ও নারী। বিমান হামলার কারণে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে অনেক মৃতদেহ আটকে আছে, আবার এমন এলাকাও রয়েছে যেখানে চিকিৎসকদের নাগাল পাওয়া যাচ্ছে না। তাই মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
১১ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
১১ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
১২ ঘণ্টা আগে