Ajker Patrika

কুয়েতে ৩৬ বছর নাগরিক হিসেবে বসবাসের পর ধরা পড়ল জালিয়াতি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৫: ১২
ওই ব্যক্তির ও তার সন্তানের নাগরিকত্ব বাতিলের ব্যবস্থা নিচ্ছে কুয়েত। ছবি: পিক্সাবে
ওই ব্যক্তির ও তার সন্তানের নাগরিকত্ব বাতিলের ব্যবস্থা নিচ্ছে কুয়েত। ছবি: পিক্সাবে

জালিয়াতি করে ৩৬ বছর ধরে কুয়েতের নাগরিক হিসেবে বসবাস করছেন সুদানের এক ব্যক্তি। সম্প্রতি তাঁর দ্বৈত নাগরিকত্বের জালিয়াতি ধরা পড়েছে। প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব সুবিধা ভোগ করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কুয়েত।

আল–মাজিলিস নিউজ পোর্টালের প্রতিবেদনের বরাতে গালফ নিউজ এ তথ্য জানায়।

ওই প্রবাসীকে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠিয়েছে কুয়েতি পুলিশ। ওই ব্যক্তির দাবি, ১৯৮৮ সালে এক কুয়েতি নারীর কাছ থেকে অর্থের বিনিময়ে তিনি নাগরিকত্ব নেন। তিনি নিজেকে কুড়িয়ে পাওয়া শিশু দাবি করেন এবং ওই নারী তাঁকে দত্তক নিতে চেয়েছিলেন বলে জানান। তিনি আরও জানান, ওই নারী এখন বেঁচে নেই।

এখন ওই ব্যক্তি ও তাঁর সন্তানের নাগরিকত্ব বাতিলের ব্যবস্থা নিচ্ছে কুয়েত।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কুয়েতি নাগরিকত্ব নেওয়ার বেশ কয়েকটি ঘটনা সম্প্রতি দেশটির সংবাদমাধ্যমে উঠে এসেছে। তাঁদের মধ্যে কয়েকজন অবৈধ নাগরিককে এরই মধ্যে আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।

নাগরিকত্বের নথিপত্রে জালিয়াতি এবং সরকারের বেতন ও সুবিধা থেকে ৫ লাখ কুয়েতি দিনার বা ১০ লাখ ৬০ হাজার ডলার নেওয়ার দায়ে তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের আদালত।

দেশটির সংবাদপত্র আল–কাবাসে গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, আসামিদের ১০ লাখ কুয়েতি দিনার রাষ্ট্রের কোষাগারে ফেরত দিতে আদেশ দিয়েছেন আদালত।

৪০ লাখ ১০ হাজারের জনসংখ্যার দেশটির বেশির ভাগই প্রবাসী। বর্তমানে নাগরিকত্বের নথি জালিয়াতি এবং দ্বৈত নাগরিকত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে দেশটি।

দ্বৈত নাগরিকত্ব ধারণকারী বা জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব নেওয়া ব্যক্তিদের সম্পর্কে তথ্য জানাতে সাধারণ জনগণদের জন্য কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। অভিযোগকারীদের গোপনীয়তা রক্ষা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত