ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের একটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ট্রাককে ধাক্কা দিলে ৩৮ জন নিহত হয়েছেন। মিনাস জেরাইস ফায়ার ডিপার্টমেন্টের বরাতে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থল থেকে আহত ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার ডিপার্টমেন্ট জানায়, চলন্ত অবস্থায় টায়ার বিস্ফোরিত হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। একটি গ্রানাইট ব্লকও বাসে আঘাত করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৫ জন যাত্রী নিয়ে সাও পাওলো থেকে বাহিয়া রাজ্যে যাচ্ছিল বাসটি। শনিবার দুপুরের মধ্যে ঘটনাস্থল থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। এ সময় অন্য একটি গাড়ি ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। গাড়িটির তিনজন যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা এক্সে লেখেন, ‘বড়দিনের ঠিক আগে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। হতাহতদের সর্বোচ্চ সহায়তা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মানবিকভাবে দাঁড়ানোর জন্য আমরা কাজ করছি।’
শনিবার এক বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানান, মিনাস জেরাইস রাজ্যের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে। মিনাস জেরাইসের তেওফিলো ওতোনি শহরের দুর্ঘটনায় নিহত ৩০ জনেরও বেশি মানুষের পরিবারের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের জন্য প্রার্থনা করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি।
জাতিসংঘের এক প্রতিবেদনে জানা যায়, ২০২১ সালে ব্রাজিলে প্রতি ১ লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল ১৫ দশমিক ৭।
অন্যদিকে, ব্রাজিলের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে চলতি বছর সড়ক দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ৮৬ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের একটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ট্রাককে ধাক্কা দিলে ৩৮ জন নিহত হয়েছেন। মিনাস জেরাইস ফায়ার ডিপার্টমেন্টের বরাতে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থল থেকে আহত ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার ডিপার্টমেন্ট জানায়, চলন্ত অবস্থায় টায়ার বিস্ফোরিত হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। একটি গ্রানাইট ব্লকও বাসে আঘাত করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৫ জন যাত্রী নিয়ে সাও পাওলো থেকে বাহিয়া রাজ্যে যাচ্ছিল বাসটি। শনিবার দুপুরের মধ্যে ঘটনাস্থল থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। এ সময় অন্য একটি গাড়ি ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। গাড়িটির তিনজন যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা এক্সে লেখেন, ‘বড়দিনের ঠিক আগে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। হতাহতদের সর্বোচ্চ সহায়তা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মানবিকভাবে দাঁড়ানোর জন্য আমরা কাজ করছি।’
শনিবার এক বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানান, মিনাস জেরাইস রাজ্যের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে। মিনাস জেরাইসের তেওফিলো ওতোনি শহরের দুর্ঘটনায় নিহত ৩০ জনেরও বেশি মানুষের পরিবারের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের জন্য প্রার্থনা করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি।
জাতিসংঘের এক প্রতিবেদনে জানা যায়, ২০২১ সালে ব্রাজিলে প্রতি ১ লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল ১৫ দশমিক ৭।
অন্যদিকে, ব্রাজিলের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে চলতি বছর সড়ক দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ৮৬ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটেছে। বড় বিস্ফোরণের পর ধারাবাহিকভাবে ছোট ছোট বিস্ফোরণের কারণে উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি..
৩ মিনিট আগেনোবেল শান্তি পুরস্কার জেতার স্বপ্ন আবারও অধরা রইল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ বছর নরওয়েজীয় নোবেল কমিটি শান্তি পুরস্কার দিয়েছে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে। ফলে বারাক ওবামাকে ছাড়িয়ে যেতে ট্রাম্পের বহু বছরের আকাঙ্ক্ষা আবারও ব্যর্থ হলো।
২২ মিনিট আগেঅ্যান্টার্কটিকা মহাদেশের চারপাশজুড়ে থাকা সমুদ্রতলে তাপবর্ধক মিথেন গ্যাসের নিঃসরণ প্রতিনিয়ত বাড়ছে। এটি বিজ্ঞানীদের গভীর উদ্বেগে ফেলেছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অঞ্চলটি উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের তলদেশে নতুন নতুন ফাটল তৈরি হচ্ছে।
২ ঘণ্টা আগেপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠল। গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থেকে বন্দুকসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক দেবাঞ্জন চট্টোপাধ্যায় (৫১) পেশায় একটি বেসরকারি স্কুলের শিক্ষক। জানা গেছে, তিনি নাকি কিছু নথি জমা দিতে এসেছিলেন মুখ্যমন
৩ ঘণ্টা আগে