Ajker Patrika

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট হত্যা ও সরকার উৎখাতের ষড়যন্ত্র, ৩ মার্কিনিসহ ছয় বিদেশি গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ০৭
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট হত্যা ও সরকার উৎখাতের ষড়যন্ত্র, ৩ মার্কিনিসহ ছয় বিদেশি গ্রেপ্তার

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে ছয় বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এক মার্কিন নাগরিকও আছেন, যিনি দেশটির নেভি সিলের সদস্য। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো দাবি করেছেন, এই ষড়যন্ত্র সিআইএ পরিচালনা করেছে এবং এর লক্ষ্য ছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই দাবিকে ‘নির্জলা মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির তরফ থেকে এমন এক সময়ে এই অভিযোগ করা হলো, যখন যুক্তরাষ্ট্রসহ লাতিন আমেরিকার অনেক দেশই ভেনেজুয়েলায় অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনকে সুষ্ঠু বলে মানতে অস্বীকার করেছে। 

গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে ক্যাবেলো তাঁর দাবি করা মার্কিন নেভি সিলের সদস্যের নাম উইলিয়াম জোসেফ কাস্তানেদা গোমেজ বলে উল্লেখ করেন। ভেনেজুয়েলার এই মন্ত্রী দাবি করেন, মার্কিন এই নেভি সিলের সদস্যই এই ষড়যন্ত্রের প্রধান ছিলেন। মন্ত্রী আরও দুজন মার্কিনির নাম উল্লেখ করেন। তাঁরা হলেন ডেভিড এস্ট্রেলা ও অ্যারন ব্যারেট লোগান। 

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিন মার্কিনির পাশাপাশি দুই স্প্যানিশ নাগরিক হোসে মারিয়া বাসোয়া ভালদোভিনোস ও আন্দ্রেস মার্টিনেজ অ্যাডামে এবং একজন চেক নাগরিক জান দারমোভজালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এই চক্রান্তের সঙ্গে যুক্ত ৪০০ মার্কিন রাইফেলও জব্দ করেছে।’ ভেনেজুয়েলা কর্তৃপক্ষ গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে দেশকে ‘অস্থিতিশীল’ করার চক্রান্তের অংশ হিসেবে বাজেয়াপ্ত করা রাইফেলের ছবিও দেখিয়েছিল। 

ক্যাবেলো বলেন, ‘সিআইএ এই অপারেশনের নেতৃত্ব দিয়েছে এবং স্পেনের জাতীয় গোয়েন্দা সংস্থাও এতে জড়িত ছিল। এটি আমাদের মোটেও অবাক করে না।’ তিনি অভিযোগ করেন, এই অভিযান ‘প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা করার স্পষ্ট উদ্দেশ্য নিয়ে পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল। তিনি আরও দাবি করেন, তাঁকে এবং দেশের ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য উচ্চপদস্থ রাজনীতিবিদকে হত্যার পরিকল্পনাও করা হয়েছিল। 

তবে ভেনেজুয়েলার এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্ট। দপ্তরের এক মুখপাত্র গতকাল জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর একজন সদস্যের ভেনেজুয়েলায় গ্রেপ্তার হওয়া এবং অপর দুই মার্কিন নাগরিককে আটক হওয়ার বিষয়টি সম্পর্কে অবগত। তবে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার যেকোনো দাবি স্পষ্টতই মিথ্যা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...