বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার প্রধান আসামি মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তারা জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি সম্ভবত বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার করা কিছু সামগ্রী ও অন্যান্য প্রমাণ তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ইঙ্গিত দেয় বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদম।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশ জানিয়েছে, সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি সম্ভবত একজন বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার করা কিছু সামগ্রী এমনই ইঙ্গিত দেয়। মুম্বাই পুলিশ জানায়, সাইফ আলি খানের ওপর হামলা করা ব্যক্তি ভারতে প্রবেশের পর তাঁর নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছিলেন।
মুম্বাই পুলিশের জোন-৯-এর ডিসিপি দীক্ষিত গেদম বলেন, গ্রেপ্তার আসামি মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ ৩০ বছর বয়সী। তিনি সাইফ আলি খানের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন।
গেদম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, আসামি বাংলাদেশি এবং তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের পর তাঁর নাম পরিবর্তন করেছেন। তিনি এখন বিজয় দাস নামে পরিচিত। তিনি পাঁচ-ছয় মাস আগে মুম্বাইয়ে এসেছিলেন। মুম্বাইয়ে কয়েক দিন থাকার পর তিনি মুম্বাইয়ের আশপাশে থাকতেন। আসামি একটি হাউজকিপিং এজেন্সিতে (গৃহপরিচারক-গৃহপরিচারিকা সরবরাহকারী) কাজ করতেন।’
দীক্ষিত গেদম আরও বলেন, ‘১৬ জানুয়ারি রাত ২টায় অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা হয়েছিল তাঁর বাসায়। এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এক আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ, তিনি ৩০ বছর বয়সী। তিনি ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেছিলেন। তাঁকে আদালতে উপস্থাপন করা হবে এবং হেফাজত চাওয়া হবে। পরে তদন্ত চালানো হবে...আমাদের সন্দেহ, তিনি বাংলাদেশি।’
গেদম আরও বলেন, ‘প্রাথমিক প্রমাণ আমরা যা পেয়েছি, তা ইঙ্গিত দেয় যে, আসামি বাংলাদেশি। তাঁর কাছে বৈধ ভারতীয় ডকুমেন্ট নেই। কিছু উদ্ধারকৃত সামগ্রী তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ইঙ্গিত দেয়...।’ তিনি আরও জানান, তাঁরা মহারাষ্ট্রের থানে জেলার পশ্চিম এলাকা থেকে সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে।
এর আগে, গত বৃহস্পতিবার অভিনেতা সাইফ আলি খানকে তাঁর মুম্বাইয়ের বান্দ্রা এলাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ডাকাতি করতে গিয়ে এক ব্যক্তি একাধিক বার ছুরিকাঘাত করেন। অভিনেতা সাইফ আলি খানের বাসা ‘সৎগুরু শরণ’ ভবনের ১২ তলায়। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সাইফ আলি খান, তাঁর স্ত্রী ও অভিনেত্রী করিনা কাপুর এবং তাদের দুই সন্তান ৪ বছর বয়সী জেহ এবং ৮ বছর বয়সী তৈমুরসহ পুরো পরিবার এবং তাদের পাঁচজন গৃহপরিচারিকা বাসায় অবস্থান করছিলেন।
সাইফ আলি খানকে মোট ছয়বার ছুরিকাঘাত করা হয়। ঘটনার পরপরই তাঁকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচার করা হয় এবং তাঁকে বিপদমুক্ত ঘোষণা করা হয়। চিকিৎসকেরা শুক্রবার সকালে জানিয়েছেন, সাইফ আলি খানকে আইসিইউ থেকে ডিসচার্জ করা হয়েছে।
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার প্রধান আসামি মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তারা জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি সম্ভবত বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার করা কিছু সামগ্রী ও অন্যান্য প্রমাণ তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ইঙ্গিত দেয় বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদম।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশ জানিয়েছে, সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি সম্ভবত একজন বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার করা কিছু সামগ্রী এমনই ইঙ্গিত দেয়। মুম্বাই পুলিশ জানায়, সাইফ আলি খানের ওপর হামলা করা ব্যক্তি ভারতে প্রবেশের পর তাঁর নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছিলেন।
মুম্বাই পুলিশের জোন-৯-এর ডিসিপি দীক্ষিত গেদম বলেন, গ্রেপ্তার আসামি মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ ৩০ বছর বয়সী। তিনি সাইফ আলি খানের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন।
গেদম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, আসামি বাংলাদেশি এবং তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের পর তাঁর নাম পরিবর্তন করেছেন। তিনি এখন বিজয় দাস নামে পরিচিত। তিনি পাঁচ-ছয় মাস আগে মুম্বাইয়ে এসেছিলেন। মুম্বাইয়ে কয়েক দিন থাকার পর তিনি মুম্বাইয়ের আশপাশে থাকতেন। আসামি একটি হাউজকিপিং এজেন্সিতে (গৃহপরিচারক-গৃহপরিচারিকা সরবরাহকারী) কাজ করতেন।’
দীক্ষিত গেদম আরও বলেন, ‘১৬ জানুয়ারি রাত ২টায় অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা হয়েছিল তাঁর বাসায়। এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এক আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ, তিনি ৩০ বছর বয়সী। তিনি ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেছিলেন। তাঁকে আদালতে উপস্থাপন করা হবে এবং হেফাজত চাওয়া হবে। পরে তদন্ত চালানো হবে...আমাদের সন্দেহ, তিনি বাংলাদেশি।’
গেদম আরও বলেন, ‘প্রাথমিক প্রমাণ আমরা যা পেয়েছি, তা ইঙ্গিত দেয় যে, আসামি বাংলাদেশি। তাঁর কাছে বৈধ ভারতীয় ডকুমেন্ট নেই। কিছু উদ্ধারকৃত সামগ্রী তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ইঙ্গিত দেয়...।’ তিনি আরও জানান, তাঁরা মহারাষ্ট্রের থানে জেলার পশ্চিম এলাকা থেকে সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে।
এর আগে, গত বৃহস্পতিবার অভিনেতা সাইফ আলি খানকে তাঁর মুম্বাইয়ের বান্দ্রা এলাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ডাকাতি করতে গিয়ে এক ব্যক্তি একাধিক বার ছুরিকাঘাত করেন। অভিনেতা সাইফ আলি খানের বাসা ‘সৎগুরু শরণ’ ভবনের ১২ তলায়। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সাইফ আলি খান, তাঁর স্ত্রী ও অভিনেত্রী করিনা কাপুর এবং তাদের দুই সন্তান ৪ বছর বয়সী জেহ এবং ৮ বছর বয়সী তৈমুরসহ পুরো পরিবার এবং তাদের পাঁচজন গৃহপরিচারিকা বাসায় অবস্থান করছিলেন।
সাইফ আলি খানকে মোট ছয়বার ছুরিকাঘাত করা হয়। ঘটনার পরপরই তাঁকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচার করা হয় এবং তাঁকে বিপদমুক্ত ঘোষণা করা হয়। চিকিৎসকেরা শুক্রবার সকালে জানিয়েছেন, সাইফ আলি খানকে আইসিইউ থেকে ডিসচার্জ করা হয়েছে।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৭ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৮ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৮ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১০ ঘণ্টা আগে