Ajker Patrika

চাকরি দেওয়ার নামে আশ্রমে নিয়ে ধর্ষণ, ভারতে সন্ন্যাসীর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
পদ্মশ্রী পদকপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজ। ছবি: সংগৃহীত
পদ্মশ্রী পদকপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজ। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের পদ্মশ্রী পদকপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। ওই নারীর অভিযোগ, ২০১৩ সালে চাকরির প্রলোভন দেখিয়ে মহারাজ তাঁকে আশ্রমে নিয়ে আসেন। এরপর একাধিকবার ধর্ষণ করেন। তবে বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কার্তিক মহারাজ এই অভিযোগ অস্বীকার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী মহারাজ তাঁকে একটি স্কুলে শিক্ষিকার চাকরি দেওয়ার কথা বলে মুর্শিদাবাদের একটি আশ্রমে নিয়ে যান। সেখানে তাঁর থাকার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু একরাতে মহারাজ তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন বলে ওই নারী অভিযোগ করেছেন। তিনি জানান, ২০১৩ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ছয় মাসে মহারাজ তাঁকে অন্তত ১২ বার ধর্ষণ করেছেন।

ওই নারী আরও বলেছেন, এত বছর ধরে ভয় ও অসহায়তার কারণে তিনি এই ঘটনা গোপন রেখেছিলেন। মহারাজ তাঁকে হুমকি দিয়েছিলেন, তিনি যদি পুলিশের কাছে যান, তাহলে আত্মহত্যা করবেন। তবে এবার তিনি মুখ খুলেছেন। পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভুক্তভোগী ওই নারী একটি অভিযোগ করেছেন। কার্তিক মহারাজের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে।

তবে চলতি বছর ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী ভূষিত কার্তিক মহারাজ তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ওই নারী যে আশ্রমের কথা উল্লেখ করেছেন, সেখানে থাকার কোনো ব্যবস্থা নেই। মহারাজ বলেছেন, ‘আমি একজন সন্ন্যাসী। সন্ন্যাসীর জীবনে এ ধরনের বাধা অস্বাভাবিক নয়। আমি আইনিভাবে এই বাধা মোকাবিলা করব।’

সন্ন্যাসী কার্তিক মহারাজের সঙ্গে ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মামলাটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের বিরুদ্ধে নির্বাচনে গেরুয়া দলকে সহায়তা করা ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাজ করার অভিযোগ এনেছিলেন।

এ ছাড়া ২০২৪ সালে কার্তিক মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন, যেখানে তাঁর আশ্রমের ‘ভাবমূর্তি ক্ষুণ্ন’ করার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছিল।

প্রসঙ্গত, সম্প্রতি কলকাতার একটি কলেজ ক্যাম্পাসের ভেতরে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। ঠিক এমন সময়ই এই ঘটনা সামনে এল, যেখানে অভিযুক্ত মহারাজ আবার বিজেপি ঘনিষ্ঠ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত