ভারতে গত পাঁচ দিনে চারবার পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। দিল্লিতে আজ শনিবার পেট্রলের দাম লিটার প্রতি ৮০ পয়সা বেড়ে ৯৮ দশমিক ৬১ রুপি হয়েছে, এক দিন আগে যা ছিল ৯৭ দশমিক ৮১ রুপি। অন্যদিকে ডিজেলের দাম লিটারে ৮৯ দশমিক ০৭ রুপি থেকে বেড়ে ৮৯ দশমিক ৮৭ রুপি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ভারতের জ্বালানি তেলের ফার্মগুলো বলছে, কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে তেলের দাম বাড়ছে।
ভারতে সাড়ে চার মাস পর গত ২২ মার্চ থেকে তেলের দাম বাড়তে থাকে এবং মাত্র পাঁচ দিনের ব্যবধানে চারবার বৃদ্ধি পায়। ২০১৭ সালে তেলের মূল্য সংশোধনের পর এবারই এক দিনে সর্বোচ্চ দাম বাড়ল। চার দফায় পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৩ দশমিক ২০ রুপি।
উত্তর প্রদেশ ও পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে গত ৯ নভেম্বর থেকে ভারত সরকার জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছিল, যদিও সে সময় বিশ্বে অশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৩০ মার্কিন ডলার বেড়ে গিয়েছিল। গত ১০ মার্চ ভারতের বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। ধারণা করা হয়েছিল, নির্বাচন শেষ হলে তেলের মূল্য সংশোধন করা হবে।
এদিকে নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান মুদিস ইনভেস্টর সার্ভিসেস গত বৃহস্পতিবার জানিয়েছে, নির্বাচনের সময় জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার কারণে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেলের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) সম্মিলিতভাবে ২ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব হারিয়েছে।
ভারতীয় প্রতিষ্ঠান কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস বলেছে, ডিজেলের দাম প্রতি লিটারে ১৩ দশমিক ১ রুপি থেকে ২৪ দশমিক ৯ রুপি পর্যন্ত বাড়ানো প্রয়োজন এবং পেট্রলের দাম প্রতি লিটারে ১০ দশমিক ৬ রুপি থেকে ২২ দশমিক ৩ রুপি পর্যন্ত বাড়ানো প্রয়োজন, যেহেতু প্রতি ব্যারেলে অশোধিত তেলের দাম হয়েছে ১০০ থেকে ১২০ মার্কিন ডলার।
প্রসঙ্গত, জ্বালানি তেলের চাহিদা মেটানোর জন্য ভারতকে ৮৫ শতাংশ তেল আমদানি করতে হয়। ফলে বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করলে ভারতেও তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে।
ভারতে গত পাঁচ দিনে চারবার পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। দিল্লিতে আজ শনিবার পেট্রলের দাম লিটার প্রতি ৮০ পয়সা বেড়ে ৯৮ দশমিক ৬১ রুপি হয়েছে, এক দিন আগে যা ছিল ৯৭ দশমিক ৮১ রুপি। অন্যদিকে ডিজেলের দাম লিটারে ৮৯ দশমিক ০৭ রুপি থেকে বেড়ে ৮৯ দশমিক ৮৭ রুপি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ভারতের জ্বালানি তেলের ফার্মগুলো বলছে, কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে তেলের দাম বাড়ছে।
ভারতে সাড়ে চার মাস পর গত ২২ মার্চ থেকে তেলের দাম বাড়তে থাকে এবং মাত্র পাঁচ দিনের ব্যবধানে চারবার বৃদ্ধি পায়। ২০১৭ সালে তেলের মূল্য সংশোধনের পর এবারই এক দিনে সর্বোচ্চ দাম বাড়ল। চার দফায় পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৩ দশমিক ২০ রুপি।
উত্তর প্রদেশ ও পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে গত ৯ নভেম্বর থেকে ভারত সরকার জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছিল, যদিও সে সময় বিশ্বে অশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৩০ মার্কিন ডলার বেড়ে গিয়েছিল। গত ১০ মার্চ ভারতের বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। ধারণা করা হয়েছিল, নির্বাচন শেষ হলে তেলের মূল্য সংশোধন করা হবে।
এদিকে নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান মুদিস ইনভেস্টর সার্ভিসেস গত বৃহস্পতিবার জানিয়েছে, নির্বাচনের সময় জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার কারণে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেলের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) সম্মিলিতভাবে ২ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব হারিয়েছে।
ভারতীয় প্রতিষ্ঠান কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস বলেছে, ডিজেলের দাম প্রতি লিটারে ১৩ দশমিক ১ রুপি থেকে ২৪ দশমিক ৯ রুপি পর্যন্ত বাড়ানো প্রয়োজন এবং পেট্রলের দাম প্রতি লিটারে ১০ দশমিক ৬ রুপি থেকে ২২ দশমিক ৩ রুপি পর্যন্ত বাড়ানো প্রয়োজন, যেহেতু প্রতি ব্যারেলে অশোধিত তেলের দাম হয়েছে ১০০ থেকে ১২০ মার্কিন ডলার।
প্রসঙ্গত, জ্বালানি তেলের চাহিদা মেটানোর জন্য ভারতকে ৮৫ শতাংশ তেল আমদানি করতে হয়। ফলে বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করলে ভারতেও তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে