Ajker Patrika

শান্তি আলোচনা শুরুর আগেই যুদ্ধ বিরতি চায় ইউক্রেন

শান্তি আলোচনা শুরুর আগেই যুদ্ধ বিরতি চায় ইউক্রেন

অনেক নাটকীয়তার পর অবশেষে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। আলোচনায় যোগ দিতে ইতিমধ্যে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধিদল। তবে শান্তি আলোচনা শুরুর আগে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে ইউক্রেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ চলছে। এরই মধ্যে সাময়িকভাবে কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে কিয়েভ প্রশাসন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে এক সপ্তাহ ধরে চলমান কারফিউ আজ তুলে নেওয়া হয়েছে। রাত ১০টা পর্যন্ত জনসাধারণের জন্য সবকিছু খোলা থাকবে। রাত ১০টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত আবার কারফিউ বলবৎ থাকবে। 

কিয়েভ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কারফিউ তুলে নেওয়া হলেও একেবারে প্রয়োজন না হলে কিয়েভের বাসিন্দারা যেন ঘরবাড়ি বা আশ্রয় কেন্দ্রের বাইরে না যায়। 

এ দিকে, রুশ সেনাবাহিনী বলেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের বেসামরিক নাগরিকেরা চাইলে নির্ভয়ে কিয়েভ ত্যাগ করতে পারবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এমন কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

ইগর কোনাশেনকভ বলেছেন, শহরের বাসিন্দারা চাইলে কিয়েভ-ভ্যাসিলকিভ মহাসড়ক ধরে রাজধানী ছাড়তে পারবে। এই সড়কটি নাগরিকদের জন্য উন্মুক্ত ও নিরাপদ। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ইউক্রেন বাহিনী সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত