ইউক্রেনের দক্ষিণের শহর খেরসন ঘিরে ফেলেছে রুশ বাহিনী। শহরটি মাইকোলাইভ ও নিউ কাখোভকার মধ্যবর্তী শহর। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
খেরসনের প্রত্যক্ষদর্শীরা বিবিসির প্রতিবেদককে বলেছেন, রুশ সেনারা বিমানবন্দর থেকে নিকোলায়েভ হাইওয়ে ও কোল্ড স্টোরেজ প্ল্যান্টের দিকে এগিয়ে যাচ্ছে।
এর আগে বিবিসির ইউক্রেন সংবাদদাতা জানিয়েছেন, খেরসন বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
খেরসনের প্রশাসন ফেসবুকে লিখেছে, রুশ সেনারা শহরটিকে ঘিরে ফেলেছে। তবে এখনো দখল করতে পারেনি।
এদিকে খেরসনের মেয়র ইগর কোলিখায়ে ফেসবুকে লিখেছেন, রুশ সেনাবাহিনী শহরের প্রবেশপথে চেকপোস্ট বসিয়েছে। পরিস্থিতি এখনই খারাপ হবে কি না, বলা কঠিন। খেরাসন ইউক্রেনের ছিল এবং থাকবে।
শহরবাসীর উদ্দেশে মেয়র বলেন, আপনারা শান্ত থাকুন। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন। কারফিউ চলাকালে ঘরের বাইরে বের হবেন না। কারও সঙ্গে আক্রমণাত্মক আলোচনা করবেন না এবং শত্রুকে উসকে দেবেন না।
এদিকে গতকাল রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার শান্তি আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। শিগগিরই দ্বিতীয় দফায় উভয় দেশের প্রতিনিধিরা বসবেন বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় দফায় আগামী কয়েক দিনের মধ্যেই তাঁরা আবার বসবেন। বেলারুশের বার্তা সংস্থা বেলটা নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ইউক্রেনের দক্ষিণের শহর খেরসন ঘিরে ফেলেছে রুশ বাহিনী। শহরটি মাইকোলাইভ ও নিউ কাখোভকার মধ্যবর্তী শহর। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
খেরসনের প্রত্যক্ষদর্শীরা বিবিসির প্রতিবেদককে বলেছেন, রুশ সেনারা বিমানবন্দর থেকে নিকোলায়েভ হাইওয়ে ও কোল্ড স্টোরেজ প্ল্যান্টের দিকে এগিয়ে যাচ্ছে।
এর আগে বিবিসির ইউক্রেন সংবাদদাতা জানিয়েছেন, খেরসন বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
খেরসনের প্রশাসন ফেসবুকে লিখেছে, রুশ সেনারা শহরটিকে ঘিরে ফেলেছে। তবে এখনো দখল করতে পারেনি।
এদিকে খেরসনের মেয়র ইগর কোলিখায়ে ফেসবুকে লিখেছেন, রুশ সেনাবাহিনী শহরের প্রবেশপথে চেকপোস্ট বসিয়েছে। পরিস্থিতি এখনই খারাপ হবে কি না, বলা কঠিন। খেরাসন ইউক্রেনের ছিল এবং থাকবে।
শহরবাসীর উদ্দেশে মেয়র বলেন, আপনারা শান্ত থাকুন। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন। কারফিউ চলাকালে ঘরের বাইরে বের হবেন না। কারও সঙ্গে আক্রমণাত্মক আলোচনা করবেন না এবং শত্রুকে উসকে দেবেন না।
এদিকে গতকাল রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার শান্তি আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। শিগগিরই দ্বিতীয় দফায় উভয় দেশের প্রতিনিধিরা বসবেন বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় দফায় আগামী কয়েক দিনের মধ্যেই তাঁরা আবার বসবেন। বেলারুশের বার্তা সংস্থা বেলটা নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
তেহরান জানিয়েছে, ইসরায়েল-ইরান সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের কিছু পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছে। বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই তথ্য প্রকাশ করেন।
২৫ মিনিট আগেসংখ্যার দিক দিয়ে জাপানের শতবর্ষী মানুষেরা নতুন রেকর্ড গড়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৭৬৩ জন। তবে এর মধ্যে প্রায় ৯০ শতাংশই নারী।
২ ঘণ্টা আগেনেপালে কয়েক দিনের সহিংস বিক্ষোভ ও তীব্র অস্থিরতার পর আবারও রাজধানী কাঠমান্ডুর রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম। তাঁরা ঝাড়ু, ডাস্টবিন ও বস্তা হাতে নিয়ে ভাঙাচোরা ইট-পাথর সরাচ্ছে, দেয়ালে নতুন রং করছে এবং লুটপাট করা সামগ্রী ফেরত দিচ্ছে।
৩ ঘণ্টা আগেহ্যাশট্যাগ পলিটিশিয়ান নেপো বেবি নেপাল লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতিকদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রার ছবি ও ভিডিও প্রকাশ করছেন সাধারণ জেন-জিরা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, রেডিট ও এক্সে রীতিমতো ঝড় তুলেছে সেসব ছবি-ভিডিও। মুহূর্তেই ভাইরাল সেগুলো।
৫ ঘণ্টা আগে