Ajker Patrika

রাশিয়ার মেয়াদ শেষ হওয়ায় ইউক্রেনের অভিনন্দন

আপডেট : ০১ মার্চ ২০২২, ১২: ৪২
রাশিয়ার মেয়াদ শেষ হওয়ায় ইউক্রেনের অভিনন্দন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার মাসিক মেয়াদ শেষ হওয়াকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়্যাস এক টুইটারবার্তায় বলেছেন, আমি মধ্যরাতের অপেক্ষায় রয়েছি, যখন এই জঘন্য কাউন্সিলের প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের পদ এক মাস পর পর এর সদস্যদের মধ্যে আবর্তিত হয়। ফেব্রুয়ারি মাসে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া প্রেসিডেন্টের পদ পেয়েছিলেন।

মার্চ মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে কে দায়িত্ব নেবেন তা এখনো জানা যায়নি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ক্ষমতার মধ্যে রয়েছে শান্তিরক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করা এবং সামরিক পদক্ষেপের অনুমোদন দেওয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত