Ajker Patrika

ইউক্রেনের প্রতিনিধিদল আলোচনাস্থলে পৌঁছেছে

ইউক্রেনের প্রতিনিধিদল আলোচনাস্থলে পৌঁছেছে

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় যোগ দিতে ইতিমধ্যে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধিদল। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কির কার্যালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভের প্রতিনিধি দলে প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক ও অন্যরা রয়েছেন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার। 

এর আগে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার জন্য ইতিমধ্যে ভেন্যু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে, বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ এক টুইটারবার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। 

আনাতোলি গ্লাজ টুইটারে লিখেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা প্রতিনিধিদলের পৌঁছার অপেক্ষায় রয়েছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত