ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া কাস্তেরা বলেছেন যে, প্যারিস অলিম্পিক ঘিরে সন্ত্রাসী হামলার ‘নির্দিষ্ট’ কোনো হুমকি নেই এবং আয়োজকেরা সিন নদীর তীরে উদ্বোধনী অনুষ্ঠানের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। আজ বুধবার স্থানীয় সম্প্রচারমাধ্যম চ্যানেল টু-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ফরাসি মন্ত্রী। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গত মাসে মস্কোর কনসার্ট হলে একটি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিল প্রায় ১৪০ জন। এরপর প্যারিস অলিম্পিক ঘিরে সন্ত্রাসী হামলার আশঙ্কা ফের দেখা দেয়। আগামী ২৬ জুলাই প্যারিস অলিম্পিকের পর্দা ওঠার কথা।
ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া কাস্তেরা বলেন, ‘অলিম্পিক এবং প্যারাঅলিম্পিক গেমসকে উদ্দেশ্য করে কোনো নির্দিষ্ট সন্ত্রাসী হামলার হুমকি নেই। সিন নদীকে ঘিরেই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের মূল পরিকল্পনাই এখনো বহাল আছে।’ তবে বিকল্প প্রস্তুতিও নেওয়া হবে বলে জানান তিনি।
অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাথলেটিকস স্টেডিয়ামের মধ্য দিয়ে প্যারেড করার পরিবর্তে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়েরা প্রায় ৫০ হাজার দর্শকের সামনে দিয়ে সিন নদীর বুকে নৌকার বহরে করে আসবেন। পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আমরা বিকল্প নিয়ে কথা বলছি না মানে এই নয় যে, আমাদের অন্য পরিকল্পনা নেই।’
অংশগ্রহণকারী প্রায় সব দেশই বলছে যে, তারা জলপথে এই রিভার প্যারেডে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। এর মাঝে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলও আছে।
অলিম্পিকের আসরে সন্ত্রাসী হামলার ঘটনা অতীতে ঘটেছে। সবচেয়ে কুখ্যাত হামলার ঘটনাটি ছিল ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে। এরপর ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকেও বড় সংখ্যক দর্শক ও ক্রীড়াবিদদের সাক্ষী রেখে ঘটান হয়েছিল সন্ত্রাসী হামলা।
মস্কোয় কয়েক দিন আগের সন্ত্রাসী হামলার পর সিন নদী থেকে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সরিয়ে নেওয়ার কথা শোনা গিয়েছিল। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে আয়োজকেরা। তবে রিভার প্যারেডে ক্রীড়াবিদদের অংশগ্রহণকে সীমিত করে সেখানে কেবল পারফরমারদের রাখার কথা বলা হয়েছিল।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফরাসি নিরাপত্তা বাহিনী অলিম্পিক গেমসের আগে ভেন্যুগুলোর আশপাশে বসবাসকারী প্রায় দশ লাখ মানুষকে তল্লাশির আওতায় আনবে।
উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ২৭ মে এবং ১৭ জুন সিন নদীতে মহড়া অনুষ্ঠিত হবে বলে জানান ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া কাস্তেরা।
ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া কাস্তেরা বলেছেন যে, প্যারিস অলিম্পিক ঘিরে সন্ত্রাসী হামলার ‘নির্দিষ্ট’ কোনো হুমকি নেই এবং আয়োজকেরা সিন নদীর তীরে উদ্বোধনী অনুষ্ঠানের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। আজ বুধবার স্থানীয় সম্প্রচারমাধ্যম চ্যানেল টু-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ফরাসি মন্ত্রী। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গত মাসে মস্কোর কনসার্ট হলে একটি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিল প্রায় ১৪০ জন। এরপর প্যারিস অলিম্পিক ঘিরে সন্ত্রাসী হামলার আশঙ্কা ফের দেখা দেয়। আগামী ২৬ জুলাই প্যারিস অলিম্পিকের পর্দা ওঠার কথা।
ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া কাস্তেরা বলেন, ‘অলিম্পিক এবং প্যারাঅলিম্পিক গেমসকে উদ্দেশ্য করে কোনো নির্দিষ্ট সন্ত্রাসী হামলার হুমকি নেই। সিন নদীকে ঘিরেই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের মূল পরিকল্পনাই এখনো বহাল আছে।’ তবে বিকল্প প্রস্তুতিও নেওয়া হবে বলে জানান তিনি।
অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাথলেটিকস স্টেডিয়ামের মধ্য দিয়ে প্যারেড করার পরিবর্তে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়েরা প্রায় ৫০ হাজার দর্শকের সামনে দিয়ে সিন নদীর বুকে নৌকার বহরে করে আসবেন। পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আমরা বিকল্প নিয়ে কথা বলছি না মানে এই নয় যে, আমাদের অন্য পরিকল্পনা নেই।’
অংশগ্রহণকারী প্রায় সব দেশই বলছে যে, তারা জলপথে এই রিভার প্যারেডে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। এর মাঝে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলও আছে।
অলিম্পিকের আসরে সন্ত্রাসী হামলার ঘটনা অতীতে ঘটেছে। সবচেয়ে কুখ্যাত হামলার ঘটনাটি ছিল ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে। এরপর ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকেও বড় সংখ্যক দর্শক ও ক্রীড়াবিদদের সাক্ষী রেখে ঘটান হয়েছিল সন্ত্রাসী হামলা।
মস্কোয় কয়েক দিন আগের সন্ত্রাসী হামলার পর সিন নদী থেকে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সরিয়ে নেওয়ার কথা শোনা গিয়েছিল। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে আয়োজকেরা। তবে রিভার প্যারেডে ক্রীড়াবিদদের অংশগ্রহণকে সীমিত করে সেখানে কেবল পারফরমারদের রাখার কথা বলা হয়েছিল।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফরাসি নিরাপত্তা বাহিনী অলিম্পিক গেমসের আগে ভেন্যুগুলোর আশপাশে বসবাসকারী প্রায় দশ লাখ মানুষকে তল্লাশির আওতায় আনবে।
উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ২৭ মে এবং ১৭ জুন সিন নদীতে মহড়া অনুষ্ঠিত হবে বলে জানান ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া কাস্তেরা।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মার্কিন মাটি থেকে দেওয়া পারমাণবিক হুমকি ঘিরে বিশ্বরাজনীতিতে তোলপাড়। মুনির বলেছেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ, প্রয়োজনে অর্ধেক বিশ্বকে ধ্বংসের পথে নিয়ে যাব। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে।
৩ ঘণ্টা আগেসিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় চাপে পাকিস্তান। এই আবহে দেশটির সাবেক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো গতকাল সোমবার সিন্ধে এক সমাবেশে বলেছেন, ‘ভারত যদি আগ্রাসন চালিয়ে যায়, তবে ছয়টি নদীর পানি পাওয়ার জন্য যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না।’ তাঁর মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দুই দেশের সম্পর্কে।
৩ ঘণ্টা আগেরাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা নিয়ে কড়া অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, ভারত থেকে বাণিজ্যিক লেনদেনের অর্থ রাশিয়া ব্যবহার করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে। এর জেরেই ভারতীয় পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কের ওপর নতুন...
৩ ঘণ্টা আগেসাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
৫ ঘণ্টা আগে