জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে রেকর্ড করেছে চীন। গত জুন মাসে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল রিজার্ভ করে দেশটি নতুন এই রেকর্ড গড়েছে। আর দেশটির এই তেলের মূল উৎসই ছিল রাশিয়া। দেশটি থেকে বেইজিং অনেক সস্তায় তেল কিনে নিজের ভান্ডার পূর্ণ করে রাখছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের জ্বালানি বিশেষজ্ঞ ক্লাইড রাসেল জানিয়েছেন, বিগত তিন বছরের মধ্যে গত মাসেই চীন সবচেয়ে বেশি পরিমাণ জ্বালানি তেল মজুত করেছে। তাঁর মতে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই জ্বালানি তেল ব্যবহারকারী দেশটি তেল মজুত করার মধ্য দিয়ে ভবিষ্যতের যেকোনো বিপদ থেকে নিজেদের মুক্ত রাখার উদ্যোগ নিচ্ছে।
চীন এমন সময়ে এই রিজার্ভ বাড়াচ্ছে, যার কয়েক দিন আগেই সৌদি আরব স্বেচ্ছায় প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করার ঘোষণা দিয়েছে। বিপরীতে রাশিয়াও তার ‘উরাল ব্লেন্ড’ জ্বালানি তেল খুব সস্তায় ছেড়ে দিচ্ছে—প্রতি ব্যারেল মাত্র ৬০ ডলারে।
চীনা কাস্টমস কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুসারে, গত মাসে চীনের তেল আমদানি নতুন একটি রেকর্ড করেছে। অন্য যেকোনো সময়ের তুলনায় ৪৫ দশমিক ৩ গুণ বেড়ে জুন মাসে দেশটি প্রতিদিন গড়ে ১ কোটি ২০ লাখ ৬৭ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে। জুন মাসে সব জ্বালানি চাহিদা মেটানোর পরও দেশটির মোট রিজার্ভ ছিল ৫ কোটি ২০ লাখ ব্যারেল।
বিশ্লেষকেরা বলছেন, চীন মূলত এ কাজ করছে দুটি বিবেচনায়। প্রথমটি হলো—যদি কখনো বিশ্ববাজারে তেলের দাম বাড়ে কিংবা সরবরাহ কমে যায়, তখন ঝুঁকিমুক্ত থাকা এবং দ্বিতীয়ত, প্রয়োজন অনুসারে কখনো কখনো বাজারে মজুতকৃত তেল ছেড়ে দিয়ে মূল্য নিয়ন্ত্রণ করা।
চীন কেবল জ্বালানি তেল কিনেই ক্ষান্ত হয়নি। দেশটি তাদের জ্বালানি তেল পরিশোধনের ব্যবস্থাকেও শক্তিশালী করেছে। গত জুন মাসে দেশটি ১ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ব্যারেল তেল পরিশোধন করেছে।
জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে রেকর্ড করেছে চীন। গত জুন মাসে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল রিজার্ভ করে দেশটি নতুন এই রেকর্ড গড়েছে। আর দেশটির এই তেলের মূল উৎসই ছিল রাশিয়া। দেশটি থেকে বেইজিং অনেক সস্তায় তেল কিনে নিজের ভান্ডার পূর্ণ করে রাখছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের জ্বালানি বিশেষজ্ঞ ক্লাইড রাসেল জানিয়েছেন, বিগত তিন বছরের মধ্যে গত মাসেই চীন সবচেয়ে বেশি পরিমাণ জ্বালানি তেল মজুত করেছে। তাঁর মতে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই জ্বালানি তেল ব্যবহারকারী দেশটি তেল মজুত করার মধ্য দিয়ে ভবিষ্যতের যেকোনো বিপদ থেকে নিজেদের মুক্ত রাখার উদ্যোগ নিচ্ছে।
চীন এমন সময়ে এই রিজার্ভ বাড়াচ্ছে, যার কয়েক দিন আগেই সৌদি আরব স্বেচ্ছায় প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করার ঘোষণা দিয়েছে। বিপরীতে রাশিয়াও তার ‘উরাল ব্লেন্ড’ জ্বালানি তেল খুব সস্তায় ছেড়ে দিচ্ছে—প্রতি ব্যারেল মাত্র ৬০ ডলারে।
চীনা কাস্টমস কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুসারে, গত মাসে চীনের তেল আমদানি নতুন একটি রেকর্ড করেছে। অন্য যেকোনো সময়ের তুলনায় ৪৫ দশমিক ৩ গুণ বেড়ে জুন মাসে দেশটি প্রতিদিন গড়ে ১ কোটি ২০ লাখ ৬৭ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে। জুন মাসে সব জ্বালানি চাহিদা মেটানোর পরও দেশটির মোট রিজার্ভ ছিল ৫ কোটি ২০ লাখ ব্যারেল।
বিশ্লেষকেরা বলছেন, চীন মূলত এ কাজ করছে দুটি বিবেচনায়। প্রথমটি হলো—যদি কখনো বিশ্ববাজারে তেলের দাম বাড়ে কিংবা সরবরাহ কমে যায়, তখন ঝুঁকিমুক্ত থাকা এবং দ্বিতীয়ত, প্রয়োজন অনুসারে কখনো কখনো বাজারে মজুতকৃত তেল ছেড়ে দিয়ে মূল্য নিয়ন্ত্রণ করা।
চীন কেবল জ্বালানি তেল কিনেই ক্ষান্ত হয়নি। দেশটি তাদের জ্বালানি তেল পরিশোধনের ব্যবস্থাকেও শক্তিশালী করেছে। গত জুন মাসে দেশটি ১ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ব্যারেল তেল পরিশোধন করেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ওয়াশিংটন কাউন্টির ছোট শহর লিল্যান্ডে। লিল্যান্ডের মেয়র জন লি শনিবার সকালে দ্য গার্ডিয়ানকে টেলিফোনে জানান, আহতদের মধ্যে অন্তত ১২ জনকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৭ মিনিট আগেপ্রোস্টেট ক্যানসারে আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি নিচ্ছেন। আজ শনিবার স্থানীয় সময় সকালে বাইডেনের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এক বিবৃতিতে জানান, ‘প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে প্রেসিডেন্ট বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি ও হরম
১২ মিনিট আগেতসলিমা নাসরিন লিখেছেন, ‘তালেবানরা নারী অধিকারের বিরোধী। কারণ, তারা নারীদের মানুষই মনে করে না।’ তিনি আরও বলেন, ‘আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে এসেছেন এবং এক সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু তিনি কোনো নারী সাংবাদিককে সেখানে প্রবেশ করতে দেননি।’
৩৫ মিনিট আগেট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গতকাল শুক্রবার জানানো হয়েছে, ট্রেজারি ডিপার্টমেন্ট, স্বাস্থ্য সংস্থা, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাইবার নিরাপত্তা ইউনিটে এরই মধ্যে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। তবে মোট কতজন কর্মী চাকরি হারাতে যাচ্ছেন...
১ ঘণ্টা আগে