আফগানিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী। পরিবারের বরাত দিয়ে আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২৫ বছর বয়সী ওয়াজির খানকে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানী কাবুলের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
ওয়াজির খানের ভাই আমির খান জালন্দ ইন্ডিপেনডেন্টকে জানিয়েছেন, চার তালেবান কর্মকর্তা ওয়াজিরকে কাবুলের বুটখাক এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাঁর চোখ ও হাত বেঁধে জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স-এর একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
আমির খান বলেন, ‘আমরা এখনো জানি না ওয়াজির কোথায় আছে, কেমন আছে। সাত দিনের বেশি সময় হয়ে গেছে, কিন্তু তার কোনো খোঁজ নেই।’
ওয়াজির খান ২০২২ সাল থেকে ‘টুডে চাইল্ড’ নামে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করছিলেন। আফগানিস্তানের গ্রামীণ অঞ্চলে শিক্ষার প্রচার করাই সংস্থাটির লক্ষ্য।
দুই বছর ধরে ওয়াজির খানের সঙ্গে কাজ করছেন মানবাধিকার কর্মী সামান্থা লিনিং। তিনি বলেন, ‘তিনি (ওয়াজির) ছেলে-মেয়ে উভয়ের জন্যই শিক্ষা প্রচার করছিলেন, যা তালেবান তাদের শরিয়া আইনের অধীনে ১২ বছর বয়স পর্যন্ত অনুমতি দেয়। তবু তাকে আটক করা হয়েছে।’
সামান্থা জানান, ওয়াজির খান সামাজিক মাধ্যমে ‘আফগান মেয়েদের শিখতে দাও’ হ্যাশট্যাগ ব্যবহার করতেন। সম্ভবত এটি তালেবানের নজরে এসেছে।
তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত ওয়াজির খানের গ্রেপ্তার নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে মেয়েদের শিক্ষার জন্য কাজ করা ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা এটাই প্রথম নয়।
২০২৩ সালের মার্চে দেশটির শিক্ষাবিদ মতিউল্লাহ ওয়েসাকেও গ্রেপ্তার করেছিল তালেবান। মতিউল্লাহ আফগানিস্তানের গ্রামীণ অঞ্চলে মোবাইল লাইব্রেরির মাধ্যমে শিক্ষা বিস্তারে কাজ করছিলেন। ২১৫ দিন কারাবন্দী থাকার পর তিনি মুক্তি পেলেও এখন তাঁকে জনসম্মুখে খুব কম দেখা যাচ্ছে।
উল্লেখ্য, তালেবান গত তিন বছর ধরে আফগানিস্তানে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের জন্য শিক্ষা নিষিদ্ধ করেছে। ফলে দেশটির লাখ লাখ মেয়ে ও নারী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
মানবাধিকার সংগঠনগুলো ওয়াজির খানের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে। তবে এই বিষয়ে তালেবানের নীরবতা তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আফগানিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী। পরিবারের বরাত দিয়ে আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২৫ বছর বয়সী ওয়াজির খানকে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানী কাবুলের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
ওয়াজির খানের ভাই আমির খান জালন্দ ইন্ডিপেনডেন্টকে জানিয়েছেন, চার তালেবান কর্মকর্তা ওয়াজিরকে কাবুলের বুটখাক এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাঁর চোখ ও হাত বেঁধে জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স-এর একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
আমির খান বলেন, ‘আমরা এখনো জানি না ওয়াজির কোথায় আছে, কেমন আছে। সাত দিনের বেশি সময় হয়ে গেছে, কিন্তু তার কোনো খোঁজ নেই।’
ওয়াজির খান ২০২২ সাল থেকে ‘টুডে চাইল্ড’ নামে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করছিলেন। আফগানিস্তানের গ্রামীণ অঞ্চলে শিক্ষার প্রচার করাই সংস্থাটির লক্ষ্য।
দুই বছর ধরে ওয়াজির খানের সঙ্গে কাজ করছেন মানবাধিকার কর্মী সামান্থা লিনিং। তিনি বলেন, ‘তিনি (ওয়াজির) ছেলে-মেয়ে উভয়ের জন্যই শিক্ষা প্রচার করছিলেন, যা তালেবান তাদের শরিয়া আইনের অধীনে ১২ বছর বয়স পর্যন্ত অনুমতি দেয়। তবু তাকে আটক করা হয়েছে।’
সামান্থা জানান, ওয়াজির খান সামাজিক মাধ্যমে ‘আফগান মেয়েদের শিখতে দাও’ হ্যাশট্যাগ ব্যবহার করতেন। সম্ভবত এটি তালেবানের নজরে এসেছে।
তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত ওয়াজির খানের গ্রেপ্তার নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে মেয়েদের শিক্ষার জন্য কাজ করা ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা এটাই প্রথম নয়।
২০২৩ সালের মার্চে দেশটির শিক্ষাবিদ মতিউল্লাহ ওয়েসাকেও গ্রেপ্তার করেছিল তালেবান। মতিউল্লাহ আফগানিস্তানের গ্রামীণ অঞ্চলে মোবাইল লাইব্রেরির মাধ্যমে শিক্ষা বিস্তারে কাজ করছিলেন। ২১৫ দিন কারাবন্দী থাকার পর তিনি মুক্তি পেলেও এখন তাঁকে জনসম্মুখে খুব কম দেখা যাচ্ছে।
উল্লেখ্য, তালেবান গত তিন বছর ধরে আফগানিস্তানে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের জন্য শিক্ষা নিষিদ্ধ করেছে। ফলে দেশটির লাখ লাখ মেয়ে ও নারী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
মানবাধিকার সংগঠনগুলো ওয়াজির খানের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে। তবে এই বিষয়ে তালেবানের নীরবতা তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে